ETV Bharat / state

খাওয়া নিয়ে বচসা, দাদাকে থেঁতলে মেরে দেহ লোপাটের চেষ্টায় ধৃত নাবালক - YOUNGER SIBLING KILLS ELDER BROTHER

28 বছর বয়সি দাদাকে খুন করল ভাই ৷ মৃত্যু নিশ্চিতের পর ঘরেই পুঁতে ফেলার চেষ্টা ৷ পুলিশ জুভেনাইল কোর্টে পাঠাল নাবালককে ৷

Alipurduar Murder Case
প্রতীকী ছবি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 25, 2024, 7:43 PM IST

আলিপুরদুয়ার, 25 নভেম্বর: প্রতিদিনই আগে ছোট ভাইকে দিয়ে তারপর নিজে খেতে বসত পেশায় দিনমজুর বছর আঠাশের বাবুলাল ৷ তবে রবিবার রাতে ভাইকে না-ডেকে আগে খেতে বসে পড়েছিল দাদা ৷ তাতেই বিপত্তি ৷ খিদের জ্বালায় দাদাকে তুলে দিয়ে নিজে খেতে বসে পড়ে ভাই বিমান ৷ তার জেরে ভাইকে মারধর করেন দাদা ৷ এরপরই রেগে যায় বিমান ৷ ঘরে থাকা ইট দিয়ে সজোরে আঘাত করে দাদার মাথায় ৷ তাতেও ক্ষান্ত হয়নি নাবালক ৷ বড় পাথর দিয়ে বারবার মেরে থেঁতলে দেয় দাদার মাথা ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় বাবুলালের ৷

রবিবার রাতে ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের শামুকতলা থানার কার্তিকার হরবড়ি বস্তি এলাকায় ৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ থানায় নিয়ে আসে ৷ ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠায় । বিমান নাবালক হওয়ায় তাকে জুভেনাইল কোর্টে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

জানা গিয়েছে, বাবা-মা মারা যাওয়ার পর থেকে বড় ভাই বাবুলাল কুজুর ও ছোট ভাই বিমান একসঙ্গেই থাকত বস্তিতে ৷ মেজ ভাই থাকে মাসির বাড়িতে ৷ পেশায় দিনমজুর বাবুলাল রান্না করে খাওয়াত বিমানকে । কিন্তু রবিবার রাতে, বাবুলাল রান্না শেষ করে নিজেই একা খেতে বসে পড়ে । এই দেখে বিমান আগে খেতে চেয়ে বড় ভাইকে ধাক্কা দিয়ে খাবার থেকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করে । তখন বাবুলাল মারধর করে বিমানকে ।

খিদের জ্বালা ও মার খেয়ে রেগে যায় বিমান । ঘরে থাকা একটি ইট উঠিয়ে সজোরে মেরে দেয় বাবুলালের মাথায় । রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে 28 বছরের বাবুলাল । এরপরেও রাগ কমেনি বিমানের ৷ পাশে থাকা বড় পাথর দিয়ে বারে বারে মেরে থেতলে দেয় বড় ভাইয়ের মাথা । ঘটনাস্থলেই মৃত্যু হয় বাবুলালের । দাদা মারা গিয়েছে বুঝতে পেরে বিমান দেহ লোপাট করার জন্য বাড়িতেই মাটি খুঁড়ে চার ফুট গর্ত করে । এই কাজ শেষ করতে সকাল হয়ে যায় । দাদার ভারী দেহ একা টেনে নিয়ে যেতে চেষ্টা করে ওই গর্তে ৷ কিন্তু একার পক্ষে সেটা সম্ভব হচ্ছিল না । এই সময় এক প্রতিবেশী তাকে দেখে ফেলে । তিনি শামুকতলা থানায় খবর দেন ।

এই বিষয়ে শামুকতলা থানার ওসি জগদীশ রায় বলেন,"আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি ৷ পরবর্তীতে ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয় । বিমান নাবালক হওয়ায় তাকে জুভেনাইল কোর্টে তোলা হয় । তবে খাওয়া নিয়ে বচসাকে কেন্দ্র করে মারপিটের ঘটনা ঘটে । বড় ভাইকে মাথায় আঘাত করে মেরে ফেলে সে । আমরা ঘটনার তদন্ত করছি ।"

আলিপুরদুয়ার জেলা পুলিশ সুপার ওয়াই রঘুবংশীর জানান, ওই নাবালকের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে পুলিশ । তাকে জলপাইগুড়ি জুভেইনাল আদালতে পেশ করে সরকারি হোমে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

আলিপুরদুয়ার, 25 নভেম্বর: প্রতিদিনই আগে ছোট ভাইকে দিয়ে তারপর নিজে খেতে বসত পেশায় দিনমজুর বছর আঠাশের বাবুলাল ৷ তবে রবিবার রাতে ভাইকে না-ডেকে আগে খেতে বসে পড়েছিল দাদা ৷ তাতেই বিপত্তি ৷ খিদের জ্বালায় দাদাকে তুলে দিয়ে নিজে খেতে বসে পড়ে ভাই বিমান ৷ তার জেরে ভাইকে মারধর করেন দাদা ৷ এরপরই রেগে যায় বিমান ৷ ঘরে থাকা ইট দিয়ে সজোরে আঘাত করে দাদার মাথায় ৷ তাতেও ক্ষান্ত হয়নি নাবালক ৷ বড় পাথর দিয়ে বারবার মেরে থেঁতলে দেয় দাদার মাথা ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় বাবুলালের ৷

রবিবার রাতে ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের শামুকতলা থানার কার্তিকার হরবড়ি বস্তি এলাকায় ৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ থানায় নিয়ে আসে ৷ ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠায় । বিমান নাবালক হওয়ায় তাকে জুভেনাইল কোর্টে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

জানা গিয়েছে, বাবা-মা মারা যাওয়ার পর থেকে বড় ভাই বাবুলাল কুজুর ও ছোট ভাই বিমান একসঙ্গেই থাকত বস্তিতে ৷ মেজ ভাই থাকে মাসির বাড়িতে ৷ পেশায় দিনমজুর বাবুলাল রান্না করে খাওয়াত বিমানকে । কিন্তু রবিবার রাতে, বাবুলাল রান্না শেষ করে নিজেই একা খেতে বসে পড়ে । এই দেখে বিমান আগে খেতে চেয়ে বড় ভাইকে ধাক্কা দিয়ে খাবার থেকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করে । তখন বাবুলাল মারধর করে বিমানকে ।

খিদের জ্বালা ও মার খেয়ে রেগে যায় বিমান । ঘরে থাকা একটি ইট উঠিয়ে সজোরে মেরে দেয় বাবুলালের মাথায় । রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে 28 বছরের বাবুলাল । এরপরেও রাগ কমেনি বিমানের ৷ পাশে থাকা বড় পাথর দিয়ে বারে বারে মেরে থেতলে দেয় বড় ভাইয়ের মাথা । ঘটনাস্থলেই মৃত্যু হয় বাবুলালের । দাদা মারা গিয়েছে বুঝতে পেরে বিমান দেহ লোপাট করার জন্য বাড়িতেই মাটি খুঁড়ে চার ফুট গর্ত করে । এই কাজ শেষ করতে সকাল হয়ে যায় । দাদার ভারী দেহ একা টেনে নিয়ে যেতে চেষ্টা করে ওই গর্তে ৷ কিন্তু একার পক্ষে সেটা সম্ভব হচ্ছিল না । এই সময় এক প্রতিবেশী তাকে দেখে ফেলে । তিনি শামুকতলা থানায় খবর দেন ।

এই বিষয়ে শামুকতলা থানার ওসি জগদীশ রায় বলেন,"আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি ৷ পরবর্তীতে ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয় । বিমান নাবালক হওয়ায় তাকে জুভেনাইল কোর্টে তোলা হয় । তবে খাওয়া নিয়ে বচসাকে কেন্দ্র করে মারপিটের ঘটনা ঘটে । বড় ভাইকে মাথায় আঘাত করে মেরে ফেলে সে । আমরা ঘটনার তদন্ত করছি ।"

আলিপুরদুয়ার জেলা পুলিশ সুপার ওয়াই রঘুবংশীর জানান, ওই নাবালকের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে পুলিশ । তাকে জলপাইগুড়ি জুভেইনাল আদালতে পেশ করে সরকারি হোমে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.