ETV Bharat / bharat

'জনগণ যাঁদের প্রত্যাখান করেছে, তাঁরাই সংসদ নিয়ন্ত্রণের চেষ্টা করছেন', নাম না-করে বিরোধীদের আক্রমণ মোদির - PM MODI SLAMS OPPOSITION

সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন ৷ অধিবেশনের শুরুতেই বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

PARLIAMENT WINTER SESSION 2024
অধিবেশনের শুরুতে প্রধানমন্ত্রী (এএনআই-এক্স হ্যান্ডেল)
author img

By PTI

Published : Nov 25, 2024, 12:47 PM IST

নয়াদিল্লি, 25 নভেম্বর: সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন 2024 । চলবে 20 ডিসেম্বর পর্যন্ত ৷ এই অধিবেশনে শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে মার্কিনি নিষেধাজ্ঞা, মণিপুরের অস্থিরতা প্রসঙ্গে কেন্দ্রকে কোণঠাসা করার পরিকল্পনা নিয়েছে বিরোধী শিবির ৷ এই আবহে অধিবেশনের শুরুতেই বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

ইন্ডিয়া জোটকে কটাক্ষ করে মোদি বলেন, "80 থেকে 90 বার জনগণ তাঁদের প্রত্যাখান করেছে ৷ সেকারণে এবার সংসদে নিজেদের আধিপত্য বিস্তার করতে চাইছেন ৷" তাঁর দাবি, রাজনৈতিক স্বার্থচরিতার্থ করার উদ্দেশে সংসদে হট্টগোল করে কয়েকজন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছেন ৷ কিন্তু তাঁদের সেই চেষ্টা বারবার ব্যর্থ হয়েছে বলে দাবি প্রধানমন্ত্রীর ৷

তিনি বলেন, "বরং, দেশের জনতা তাঁদের এই ব্যবহার মনে রেখে সঠিক সময়ে জবাব দেবেন ৷ তবে দুঃখের বিষয় হল, সংসদে নতুন সাংসদদের বলার অধিকার কেড়ে নিচ্ছেন তাঁরা ৷" প্রধানমন্ত্রীর অভিযোগ, এই সমস্ত ব্যক্তিরা দেশের গণতন্ত্রকে সম্মান করে না ৷ তাদের গুরুত্ব বোঝে না ৷ জনগণের প্রতি তাঁদের কোনও দায়বদ্ধতাও নেই বলে জানান প্রধানমন্ত্রী ৷

উল্লেখ্য, সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে উপর ভালো ফল করেছে গেরুয়া শিবির ৷ বিরোধী জোট ঝাড়খণ্ড নিজেদের দখলে রাখতে পারলেও, বহুচর্চিত মহারাষ্ট্রে জয় ছিনিয়ে নিয়েছে এনডিএ-এর নেতৃত্বাধীন মহাযুতি ৷ মারাঠাভূমের 288টি আসনের মধ্য়ে মহাযুতি পেয়েছে 235টি আর শিবসেনা (উদ্ধব)-কংগ্রেস-এনসিপি'র মবাবিকাশ আঘড়ী জোট পেয়েছে মাত্র 49টি আসন ৷ অন্যদিকে, পঞ্জাব, কর্ণাটক ও বাংলা বাদে বাকি রাজ্যের উপনির্বাচনেও দারুণ ফল করেছে বিজেপি ৷

এই আবহে, সংসদের শীতকালীন অধিবেশনে কেন্দ্রের বিজেপি সরকারকে কোণঠাসা করার জন্য পরিকল্পনা করে বিরোধীরা ৷ মণিপুরের অশান্তি, ওয়াকফ বিল ও আদানি ঘুষ বিতর্ক নিয়ে অধিবেশনে ঝড় তোলার পরিকল্পনা করে ইন্ডিয়ো জোট ৷ অধিবেশনের কৌশল তৈরি করতে সোমবার সংসদে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের দফতরে বৈঠক করেন বিরোধী দলগুলির নেতারা ৷ তবে তার আগেই অধিবেশন শুরুতে বিরোধীদের কড়া ভাষায় জবাব দেন প্রধানমন্ত্রী ৷

পড়ুন: আদানি থেকে মণিপুর-সরকারের উপর চাপ বাড়াতে তৈরি বিরোধীরা, খাড়গের দফতরে বৈঠকে 'ইন্ডিয়া'

নয়াদিল্লি, 25 নভেম্বর: সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন 2024 । চলবে 20 ডিসেম্বর পর্যন্ত ৷ এই অধিবেশনে শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে মার্কিনি নিষেধাজ্ঞা, মণিপুরের অস্থিরতা প্রসঙ্গে কেন্দ্রকে কোণঠাসা করার পরিকল্পনা নিয়েছে বিরোধী শিবির ৷ এই আবহে অধিবেশনের শুরুতেই বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

ইন্ডিয়া জোটকে কটাক্ষ করে মোদি বলেন, "80 থেকে 90 বার জনগণ তাঁদের প্রত্যাখান করেছে ৷ সেকারণে এবার সংসদে নিজেদের আধিপত্য বিস্তার করতে চাইছেন ৷" তাঁর দাবি, রাজনৈতিক স্বার্থচরিতার্থ করার উদ্দেশে সংসদে হট্টগোল করে কয়েকজন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছেন ৷ কিন্তু তাঁদের সেই চেষ্টা বারবার ব্যর্থ হয়েছে বলে দাবি প্রধানমন্ত্রীর ৷

তিনি বলেন, "বরং, দেশের জনতা তাঁদের এই ব্যবহার মনে রেখে সঠিক সময়ে জবাব দেবেন ৷ তবে দুঃখের বিষয় হল, সংসদে নতুন সাংসদদের বলার অধিকার কেড়ে নিচ্ছেন তাঁরা ৷" প্রধানমন্ত্রীর অভিযোগ, এই সমস্ত ব্যক্তিরা দেশের গণতন্ত্রকে সম্মান করে না ৷ তাদের গুরুত্ব বোঝে না ৷ জনগণের প্রতি তাঁদের কোনও দায়বদ্ধতাও নেই বলে জানান প্রধানমন্ত্রী ৷

উল্লেখ্য, সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে উপর ভালো ফল করেছে গেরুয়া শিবির ৷ বিরোধী জোট ঝাড়খণ্ড নিজেদের দখলে রাখতে পারলেও, বহুচর্চিত মহারাষ্ট্রে জয় ছিনিয়ে নিয়েছে এনডিএ-এর নেতৃত্বাধীন মহাযুতি ৷ মারাঠাভূমের 288টি আসনের মধ্য়ে মহাযুতি পেয়েছে 235টি আর শিবসেনা (উদ্ধব)-কংগ্রেস-এনসিপি'র মবাবিকাশ আঘড়ী জোট পেয়েছে মাত্র 49টি আসন ৷ অন্যদিকে, পঞ্জাব, কর্ণাটক ও বাংলা বাদে বাকি রাজ্যের উপনির্বাচনেও দারুণ ফল করেছে বিজেপি ৷

এই আবহে, সংসদের শীতকালীন অধিবেশনে কেন্দ্রের বিজেপি সরকারকে কোণঠাসা করার জন্য পরিকল্পনা করে বিরোধীরা ৷ মণিপুরের অশান্তি, ওয়াকফ বিল ও আদানি ঘুষ বিতর্ক নিয়ে অধিবেশনে ঝড় তোলার পরিকল্পনা করে ইন্ডিয়ো জোট ৷ অধিবেশনের কৌশল তৈরি করতে সোমবার সংসদে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের দফতরে বৈঠক করেন বিরোধী দলগুলির নেতারা ৷ তবে তার আগেই অধিবেশন শুরুতে বিরোধীদের কড়া ভাষায় জবাব দেন প্রধানমন্ত্রী ৷

পড়ুন: আদানি থেকে মণিপুর-সরকারের উপর চাপ বাড়াতে তৈরি বিরোধীরা, খাড়গের দফতরে বৈঠকে 'ইন্ডিয়া'
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.