কলকাতা, 25 নভেম্বর: জাতীয় কর্মসমিতির বৈঠক থেকে শৃঙ্খলায় জোর তৃণমূল কংগ্রেসের । সাম্প্রতিক সময়ে বারবার তৃণমূল নেতাদের দেখা গিয়েছে দলীয় শৃঙ্খলাকে অগ্রাহ্য করে মন্তব্য করতে বা পদক্ষেপ করতে । এই অবস্থায় লোকসভা, বিধানসভা ও দল তিন স্তরে দলকে শৃঙ্খলার বাঁধনে বাঁধলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । এদিন জাতীয় কর্মসমিতির বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন চন্দ্রিমা ভট্টাচার্য । তিনি বলেন, এদিনের বৈঠকে তিন স্তরে শৃঙ্খলারক্ষা কমিটি গঠন করা হয়েছে ।
সংসদের ক্ষেত্রে শৃঙ্খলারক্ষা কমিটিতে রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও'ব্রায়েন, কাকলি ঘোষ দস্তিদার, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং নাজিমুল হক । দলীয় স্তরে শৃঙ্খলারক্ষা কমিটিতে রয়েছেন সুব্রত বক্সি, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, সুজিত বোস ও চন্দ্রিমা ভট্টাচার্য । বিধানসভার ক্ষেত্রে রয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়, নির্মল ঘোষ, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, দেবাশিস কুমার ও চন্দ্রিমা ভট্টাচার্য । শৃঙ্খলার ক্ষেত্রে দল কতটা কড়া এদিন তা বোঝা যায় চন্দ্রিমা ভট্টাচার্যের ঘোষণায় । তিনি বলেন, কোনও সদস্য অথবা সদস্যাকে পরপর তিনবার দলের বিরুদ্ধে আচরণের জন্য শোকজ নোটিশ দেওয়া হলে তিনি দল থেকে সাসপেন্ড হবেন ।
একইভাবে এদিন দলীয় মুখপাত্রদেরও বদল করা হয়েছে । মুখপাত্রদের কোঅর্ডিনেটর করা হয়েছে অরূপ বিশ্বাসকে । দিল্লির প্রেক্ষিতে মুখপাত্র করা হল অভিষেক, ডেরেক, কাকলি ঘোষ দস্তিদার, কীর্তি আজাদ, সাগরিকা ঘোষ, সুস্মিতা দেবকে । রাজ্য স্তরে অর্থনীতির বিষয় হলে বলবেন অমিত মিত্র, চন্দ্রিমা ভট্টাচার্য, শিল্পের বিষয় হলে শশী পাঁজা ও পার্থ ভৌমিক । উত্তরবঙ্গের বিষয়ে বলবেন গৌতম দেব, উদয়ন গুহ, প্রকাশ চিক বরাইক । চা-বাগান নিয়ে বলবেন মলয় ঘটক । ঝাড়গ্রাম বিষয়ে বলবেন বীরবাহা হাঁসদা, সার্বিক বিষয়ে বলবেন শোভনদেব চট্টোপাধ্যায়, শশী পাঁজা, কুণাল ঘোষ, সুমন কাঞ্জিলাল ও চন্দ্রিমা ভট্টাচার্য ।
এদিন কর্মসমিতিতে নতুন মুখ বিমান বন্দ্যোপাধ্যায়, মালা রায়, মানসরঞ্জন ভুঁইয়া, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং জাভেদ খান । 22 জনের জাতীয় কর্ম সমিতি এদিন বেড়ে হল 27 জনের ।