ETV Bharat / bharat

আদানি-উত্তাপ দুই কক্ষেই, সরব বিরোধীরা; বুধবার পর্যন্ত মুলতুবি শীতকালীন অধিবেশন - PARLIAMENT WINTER SESSION 2024

আদানি, সম্ভল হিংসার ঘটনা-সহ একাধিক ইস্যুতে বিরোধীদের হট্টগোলে সোমবার লোকসভা-রাজ্যসভার অধিবেশন শুরুর কিছুক্ষণের মধ্যেই মুলতুবি হয়ে গেল।

Parliament Winter Session 2024
বুধবার পর্যন্ত মুলতুবি সংসদের শীতকালীন অধিবেশন (ইটিভি ভারত)
author img

By PTI

Published : Nov 25, 2024, 3:14 PM IST

Updated : Nov 25, 2024, 3:29 PM IST

নয়াদিল্লি, 25 নভেম্বর: বিভিন্ন ইস্যুতে বিরোধী সদস্যদের হট্টগোলের মধ্যে সোমবার লোকসভা এবং রাজ্যসভার অধিবেশনের প্রথম দিনে কোনও কাজ হল না । বিরোধীদের গোলমালের জেরে অধিবেশন মুলতুবি হয়ে যায়। কংগ্রেসের নেতৃত্বে বিরোধী দলগুলি আদানি-ইস্যুতে আলোচনা দাবি করে। অভিযোগ, সৌরবিদ্যুৎ সরবরাহের বরাদ পেতে ভারতীয় আধিকারিকদের মোটা অঙ্কের ঘুষ দিয়েছেন আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান গৌতম আদানি-সহ কয়েকজন। তাঁদের বিরুদ্ধে আমেরিকার একটি আদালতে মামলা দায়ের হয়েছে। জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা ।

বিরোধীদের হট্টগোলের জেরে প্রথমে এদিন দুপুর 12টা পর্যন্ত দুই কক্ষেই অধিবেশন মুলতুবি হয়ে যায় ৷ দুপুরের দিকে লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন ফের শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আদানি ইস্যুর পাশাপাশি উত্তরপ্রদেশের সম্ভলে হিংসার ঘটনা সম্পর্কে বিরোধীরা সুর চড়ালে অধিবেশন বুধবার পর্যন্ত মুলতুবি করা হয়। বিজেপি সাংসদ সন্ধ্যা রাই লোকসভার সদস্যদের কাছে জানতে চান, তাঁর সভাপতিত্বে অধিবেশন এগিয়ে যেতে তাঁরা ইচ্ছুক কিনা । এরপরও হট্টগোল না থামায় বুধবার পর্যন্ত লোকসভার অধিবেশন মুলতবি করা হয়।

মঙ্গলবার, ভারতীয় সংবিধানের 75তম বার্ষিকী উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে । 1949 সালের 26 নভেম্বর ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল । সেই উপলক্ষ্যেই এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সংসদের পুরানো ভবনটিকে এখন 'সংবিধান সদন' বলা হয়। সেই ভবনের সেন্ট্রাল হলে সংবিধান দিবসের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তাই সংসদের দুই কক্ষে শীতকালীন অধিবেশন ফের বসবে বুধবার ৷ এদিনের শুরুতে চলতি বছরের সংসদ নির্বাচনে বিজয়ী দুই সংসদ সদস্য-সহ বিদায়ী সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর নিম্নকক্ষের কার্যক্রম দুপুর 12টা পর্যন্ত মুলতুবি করা হয়।

সোমবার আদানি ইস্যুতে উত্তাল হয় রাজ্যসভার অধিবেশনও ৷ বিরোধীদের প্রবল হট্টগোলের জেরে আগামী বুধবার (27 নভেম্বর) বেলা 11টা পর্যন্ত রাজ্যসভার অধিবেশনও মুলতুবি করা হয়েছে। এর আগে, রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় 265 মিলিয়ন মার্কিন ডলার ঘুষের অভিযোগে মার্কিন অভিযোগের বিষয়ে আলোচনার জন্য সাতটি নোটিশ-সহ 267 ধারার অধীনে দেওয়া মোট 13টি নোটিশ খারিজ করে দেন। কিন্তু, কংগ্রেস এবং বাম দলগুলি এই বিষয়ে আলোচনার জন্য ক্রমাগত চাপ দিচ্ছিল ৷

এর ফলে, 15 মিনিটের জন্য কক্ষের কার্যকলাপ স্থগিত করেন ধনখড়। এরপর বেলা 11টা 45 মিনিট নাগাদ যখন ফের অধিবেশন শুরু হয়, তখন রাজ্যসভার চেয়ারম্যান সদস্যদের কক্ষের মর্যাদা রক্ষা করে শীতকালীন অধিবেশন এগিয়ে নিয়ে যাওয়ার অনুরোধ জানান ৷ কিন্তু, তারপরও বিরোধীরা সম্ভলে হিংসার ঘটনা, আদানি ইস্যু-সহ বেশ কয়েকটি বিষয়ে সুর চড়ালে সংসদের কার্যক্রম মুলতবি করেন ধনখড়। উল্লেখ্য, অধিবেশনে বিবেচনার জন্য ওয়াকফ (সংশোধন) বিল-সহ 16টি বিলের তালিকা তৈরি করেছে মোদি সরকার। লোকসভায় আটটি এবং রাজ্যসভায় দুটি বিল মুলতুবি রয়েছে। সংসদের শীতকালীন অধিবেশন চলবে 20 ডিসেম্বর পর্যন্ত।

আরও পড়ুন
'জনগণ যাঁদের প্রত্যাখান করেছে, তাঁরাই সংসদ নিয়ন্ত্রণের চেষ্টা করছেন', নাম না-করে বিরোধীদের আক্রমণ মোদির
আদানি থেকে মণিপুর-সরকারের উপর চাপ বাড়াতে তৈরি বিরোধীরা, খাড়গের দফতরে বৈঠকে 'ইন্ডিয়া'

নয়াদিল্লি, 25 নভেম্বর: বিভিন্ন ইস্যুতে বিরোধী সদস্যদের হট্টগোলের মধ্যে সোমবার লোকসভা এবং রাজ্যসভার অধিবেশনের প্রথম দিনে কোনও কাজ হল না । বিরোধীদের গোলমালের জেরে অধিবেশন মুলতুবি হয়ে যায়। কংগ্রেসের নেতৃত্বে বিরোধী দলগুলি আদানি-ইস্যুতে আলোচনা দাবি করে। অভিযোগ, সৌরবিদ্যুৎ সরবরাহের বরাদ পেতে ভারতীয় আধিকারিকদের মোটা অঙ্কের ঘুষ দিয়েছেন আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান গৌতম আদানি-সহ কয়েকজন। তাঁদের বিরুদ্ধে আমেরিকার একটি আদালতে মামলা দায়ের হয়েছে। জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা ।

বিরোধীদের হট্টগোলের জেরে প্রথমে এদিন দুপুর 12টা পর্যন্ত দুই কক্ষেই অধিবেশন মুলতুবি হয়ে যায় ৷ দুপুরের দিকে লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন ফের শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আদানি ইস্যুর পাশাপাশি উত্তরপ্রদেশের সম্ভলে হিংসার ঘটনা সম্পর্কে বিরোধীরা সুর চড়ালে অধিবেশন বুধবার পর্যন্ত মুলতুবি করা হয়। বিজেপি সাংসদ সন্ধ্যা রাই লোকসভার সদস্যদের কাছে জানতে চান, তাঁর সভাপতিত্বে অধিবেশন এগিয়ে যেতে তাঁরা ইচ্ছুক কিনা । এরপরও হট্টগোল না থামায় বুধবার পর্যন্ত লোকসভার অধিবেশন মুলতবি করা হয়।

মঙ্গলবার, ভারতীয় সংবিধানের 75তম বার্ষিকী উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে । 1949 সালের 26 নভেম্বর ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল । সেই উপলক্ষ্যেই এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সংসদের পুরানো ভবনটিকে এখন 'সংবিধান সদন' বলা হয়। সেই ভবনের সেন্ট্রাল হলে সংবিধান দিবসের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তাই সংসদের দুই কক্ষে শীতকালীন অধিবেশন ফের বসবে বুধবার ৷ এদিনের শুরুতে চলতি বছরের সংসদ নির্বাচনে বিজয়ী দুই সংসদ সদস্য-সহ বিদায়ী সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর নিম্নকক্ষের কার্যক্রম দুপুর 12টা পর্যন্ত মুলতুবি করা হয়।

সোমবার আদানি ইস্যুতে উত্তাল হয় রাজ্যসভার অধিবেশনও ৷ বিরোধীদের প্রবল হট্টগোলের জেরে আগামী বুধবার (27 নভেম্বর) বেলা 11টা পর্যন্ত রাজ্যসভার অধিবেশনও মুলতুবি করা হয়েছে। এর আগে, রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় 265 মিলিয়ন মার্কিন ডলার ঘুষের অভিযোগে মার্কিন অভিযোগের বিষয়ে আলোচনার জন্য সাতটি নোটিশ-সহ 267 ধারার অধীনে দেওয়া মোট 13টি নোটিশ খারিজ করে দেন। কিন্তু, কংগ্রেস এবং বাম দলগুলি এই বিষয়ে আলোচনার জন্য ক্রমাগত চাপ দিচ্ছিল ৷

এর ফলে, 15 মিনিটের জন্য কক্ষের কার্যকলাপ স্থগিত করেন ধনখড়। এরপর বেলা 11টা 45 মিনিট নাগাদ যখন ফের অধিবেশন শুরু হয়, তখন রাজ্যসভার চেয়ারম্যান সদস্যদের কক্ষের মর্যাদা রক্ষা করে শীতকালীন অধিবেশন এগিয়ে নিয়ে যাওয়ার অনুরোধ জানান ৷ কিন্তু, তারপরও বিরোধীরা সম্ভলে হিংসার ঘটনা, আদানি ইস্যু-সহ বেশ কয়েকটি বিষয়ে সুর চড়ালে সংসদের কার্যক্রম মুলতবি করেন ধনখড়। উল্লেখ্য, অধিবেশনে বিবেচনার জন্য ওয়াকফ (সংশোধন) বিল-সহ 16টি বিলের তালিকা তৈরি করেছে মোদি সরকার। লোকসভায় আটটি এবং রাজ্যসভায় দুটি বিল মুলতুবি রয়েছে। সংসদের শীতকালীন অধিবেশন চলবে 20 ডিসেম্বর পর্যন্ত।

আরও পড়ুন
'জনগণ যাঁদের প্রত্যাখান করেছে, তাঁরাই সংসদ নিয়ন্ত্রণের চেষ্টা করছেন', নাম না-করে বিরোধীদের আক্রমণ মোদির
আদানি থেকে মণিপুর-সরকারের উপর চাপ বাড়াতে তৈরি বিরোধীরা, খাড়গের দফতরে বৈঠকে 'ইন্ডিয়া'
Last Updated : Nov 25, 2024, 3:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.