দুবাই, 18 ফেব্রুয়ারি: প্রথম অনুশীলনে হাঁটুতে চোট পেয়েছিলেন ঋষভ পন্ত ৷ যদিও সেই চোট গুরুতর না-হওয়ায় বিপদ এড়ানো গিয়েছে ৷ তবে দুবাইয়ে দ্বিতীয়দিনের অনুশীলনে পাওয়া গেল না ভারতীয় দলের বোলিং কোচ মর্নে মর্কেলকে ৷ প্রাথমিকভাবে বিষয়টি স্পষ্ট না-হলেও পরে জানা যায় শিবির ছেড়ে দেশে ফিরে গিয়েছেন প্রাক্তন প্রোটিয়া স্পিডস্টার ৷ বাবার মৃত্যুর কারণে দক্ষিণ আফ্রিকায় ফিরে গিয়েছেন তিনি ৷ সবমিলিয়ে বাংলাদেশের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু আগে বড় ধাক্কা ভারতীয় দলে ৷
রবিবার মরুদেশে দলের প্রথম অনুশীলনে হাজির থাকলেও সোমবার আইসিসি ক্রিকেট অ্যাকাডেমিতে দলের অনুশীলনে দেখা যায়নি মর্কেলকে ৷ 'দৈনিক জাগরণ'-এর রিপোর্ট অনুযায়ী প্রয়াত হয়েছেন মর্কেলের বাবা ৷ বাবার মৃত্যুসংবাদ পেয়ে সোমবারই দুবাই ছেড়েছেন ভারতের বোলিং কোচ ৷ কবে তিনি পুনরায় ভারতীয় শিবিরে যোগ দেবেন, তাও স্পষ্ট নয় বলে জানানো হয়েছে সেই রিপোর্টে ৷ ফলত আইসিসি টুর্নামেন্টের মাঝে বেশ বেকায়দায় ভারতীয় বোলিং বিভাগ (বিশেষ করে পেস বোলিং) ৷
মর্কেলের অনুপস্থিতি দলের বাকি কোচিং স্টাফেদের কাজটা আরও কঠিন করে তুলল বলাই যায় ৷ জসপ্রীত বুমরার মত তারকার অনুপস্থিতি এমনিতেই ভারতীয় দলের পেস বোলিংয়ের শক্তি খানিকটা কমজোরি করে দিয়েছে ৷ তার উপর পেস বিভাগের সবচেয়ে অভিজ্ঞ মহম্মদ শামি দীর্ঘদিন চোটের কবলে থাকার পর সম্প্রতি ইংল্যান্ড সিরিজে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করেছেন ৷ কিন্তু এখনও চেনা ছন্দে পাওয়া যায়নি বাংলা পেসারকে ৷ তাই চ্যাম্পিয়ন্স ট্রফির শুরু থেকেই শামিকে পুরনো ছন্দে পাওয়া যাবে কি না, তা নিয়ে একটা প্রশ্নচিহ্ন রয়েই যাচ্ছে ৷ এমতাবস্থায় তুরুপের তাস হয়ে উঠতে পারেন দুই তরুণ তুর্কি আর্শদীপ সিং এবং শেষ মুহূর্তে দলে জায়গা করে নেওয়া হর্ষিত রানা ৷ যার মধ্যে শেষজনের ঝুলিতে রয়েছে মাত্র তিন ম্যাচ খেলার অভিজ্ঞতা ৷
Raw mode 🔛
— BCCI (@BCCI) February 17, 2025
Presenting 𝙎𝙤𝙪𝙣𝙙𝙨 𝙤𝙛 𝙏𝙧𝙖𝙞𝙣𝙞𝙣𝙜 🔊 from #TeamIndia's first practice session of #ChampionsTrophy 2025 in Dubai 😎
WATCH 🎥🔽
স্বাভাবিকভাবেই আইসিসি মার্কি ইভেন্টে পেস বোলিং বিভাগকে ঘষে-মেজে তৈরি করে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল দলের বোলিং কোচের ৷ তাই মর্কেলের অনুপস্থিতি নিঃসন্দেহে ধাক্কা ভারতের জন্য ৷ স্পিন বিভাগে অবশ্য রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, অক্ষর প্য়াটেলদের অভিজ্ঞতা কাজে লাগবে ভারতীয় দলের ৷ এখন দেখার বিপদ সরিয়ে ভারতীয় বোলাররা কতটা উজ্জ্বল পারফরম্য়ান্স মেলে ধরতে পারেন ৷ এদিকে প্রথম দু'দিন কড়া অনুশীলনের পর মঙ্গলবার দলের অনুশীলনে ছুটি দেওয়া হয়েছে ৷ বুধবার অর্থাৎ, প্রথম ম্য়াচের আগেরদিন ফের অনুশীলন সেরে বৃহস্পতিতে বাংলাদেশের বিরুদ্ধে নামবে রোহিত শর্মা অ্যান্ড কোম্পানি ৷