ETV Bharat / international

অবতরণের সময় মাটিতে আছড়ে পড়ল বিমান ! ধরে গেল আগুন - DELTA PLANE CRASHES IN TORONTO

কানাডার টরন্টো পিয়ার্সন বিমানবন্দরে অবতরণের সময় আচমকায় উল্টে যায় যাত্রীবাহী বিমান ৷ বরফে ঢাকা মাটির মধ্যে আছড়ে পড়তেই বিমানে আগুন লেগে যায় ৷

DELTA PLANE CRASHES IN TORONTO
ভেঙে পড়েছে ডেল্টা এয়ারলাইন্সের বিমান (এপি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 18, 2025, 9:08 AM IST

টরন্টো, 18 ফেব্রুয়ারি: বিমানবন্দরে নামার সময়েই বড়সড় বিপত্তি ! 76 জন যাত্রী নিয়ে ডেল্টা এয়ারলাইনসের বিমানটির কানাডার টরন্টো পিয়ার্সন বিমানবন্দরে অবতরণের কথা ছিল ৷ মঙ্গলবার (ভারতীয় সময়) অবতরণের সময় আচমকায় পাল্টি খেয়ে যায় বিমানটি ৷ বরফে ঢাকা বিমানবন্দরের মাটিতে আছড়ে পড়তেই বিমানটিতে দাউদাউ করে আগুন জ্বলে যায় ৷ দুর্ঘটনার পরই শুরু হয়েছে উদ্ধারকাজ ৷

বিমান দুর্ঘটনায় আহত হন অন্তত 17 জন যাত্রী ৷ এখনও পর্যন্ত কোনও প্রাণহানির ঘটনা সামনে আসেনি ৷ ইতিমধ্যেই এই বিমান দুর্ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় ৷ তাতে স্পষ্ট দৃ্শ কতটা ভয়াবহ ! বিমানের চাকা আকাশের দিকে, ইঞ্জিন মাটিতে ৷ স্থানীয় সময়, সোমবার দুপুর 3টে 30 মিনিট নাগাদ Delta Airlines-এর 4819 বিমানটি আমেরিকার মিনেসোটার মিনিয়াপলিস থেকে টরন্টোয় নামছিল। অবতরণের সময়েই দুর্ঘটনাটি ঘটে । বিমানে 76 জন যাত্রী ও 4 জন ক্রু ছিলেন। কিন্তু অবতরণের মুখে আচমকাই উল্টে যায় বিমানটি।

DELTA PLANE CRASHES IN TORONTO
আচমকায় উল্টে যায় যাত্রীবাহী বিমান (এএফপি)

বরফে ঢাকা বিমানবন্দরে আছড়ে পড়তেই আগুন ধরে যায়। বিমান থেকে গলগল করে ধোঁয়া বেরোতে থাকে ৷ যাত্রীদের দ্রুত বিমান থেকে বের করে আনার ব্যবস্থা করা হয় ৷ দমকল কর্মীরা বিমানবন্দরে পৌঁছে তড়িঘড়ি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ৷ বরফের জন্যই বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে বিমানটি ৷ প্যারামেডিক সার্ভিসেস এএফপি-কে জানিয়েছে, এখনও পর্যন্ত যা জানা গিয়েছে বিমান দুর্ঘটনায় 17 জন আহত হয়েছেন ৷ যাঁদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর ৷

DELTA PLANE CRASHES IN TORONTO
দুর্ঘটনার পরই শুরু হয়েছে উদ্ধারকাজ (এপি)

তিনি আরও জানান, একজন শিশু, বছর ষাটের এক বৃ্দ্ধ এবং 40 বছরের এক মহিলাও রয়েছেন এই তালিকায়। তবে বিমান কর্তৃপক্ষ ডেল্টা জানিয়েছে 18 জন আহত হয়েছেন। যাত্রীদের নিরাপদে বিমান থেকে বেরিয়ে আসার অনেক ছবি এবং ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ এই দুর্ঘটনার পর বিমানবন্দরের সমস্ত উড়ান সাময়িত বাতিল করা হয়। রানওয়েগুলি বন্ধ রাখা হয় প্রায় দু'ঘণ্টা ৷ বিকেল 5টার দিকে ফের বিমান চলাচল শুরু হয় ৷

টরন্টো, 18 ফেব্রুয়ারি: বিমানবন্দরে নামার সময়েই বড়সড় বিপত্তি ! 76 জন যাত্রী নিয়ে ডেল্টা এয়ারলাইনসের বিমানটির কানাডার টরন্টো পিয়ার্সন বিমানবন্দরে অবতরণের কথা ছিল ৷ মঙ্গলবার (ভারতীয় সময়) অবতরণের সময় আচমকায় পাল্টি খেয়ে যায় বিমানটি ৷ বরফে ঢাকা বিমানবন্দরের মাটিতে আছড়ে পড়তেই বিমানটিতে দাউদাউ করে আগুন জ্বলে যায় ৷ দুর্ঘটনার পরই শুরু হয়েছে উদ্ধারকাজ ৷

বিমান দুর্ঘটনায় আহত হন অন্তত 17 জন যাত্রী ৷ এখনও পর্যন্ত কোনও প্রাণহানির ঘটনা সামনে আসেনি ৷ ইতিমধ্যেই এই বিমান দুর্ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় ৷ তাতে স্পষ্ট দৃ্শ কতটা ভয়াবহ ! বিমানের চাকা আকাশের দিকে, ইঞ্জিন মাটিতে ৷ স্থানীয় সময়, সোমবার দুপুর 3টে 30 মিনিট নাগাদ Delta Airlines-এর 4819 বিমানটি আমেরিকার মিনেসোটার মিনিয়াপলিস থেকে টরন্টোয় নামছিল। অবতরণের সময়েই দুর্ঘটনাটি ঘটে । বিমানে 76 জন যাত্রী ও 4 জন ক্রু ছিলেন। কিন্তু অবতরণের মুখে আচমকাই উল্টে যায় বিমানটি।

DELTA PLANE CRASHES IN TORONTO
আচমকায় উল্টে যায় যাত্রীবাহী বিমান (এএফপি)

বরফে ঢাকা বিমানবন্দরে আছড়ে পড়তেই আগুন ধরে যায়। বিমান থেকে গলগল করে ধোঁয়া বেরোতে থাকে ৷ যাত্রীদের দ্রুত বিমান থেকে বের করে আনার ব্যবস্থা করা হয় ৷ দমকল কর্মীরা বিমানবন্দরে পৌঁছে তড়িঘড়ি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ৷ বরফের জন্যই বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে বিমানটি ৷ প্যারামেডিক সার্ভিসেস এএফপি-কে জানিয়েছে, এখনও পর্যন্ত যা জানা গিয়েছে বিমান দুর্ঘটনায় 17 জন আহত হয়েছেন ৷ যাঁদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর ৷

DELTA PLANE CRASHES IN TORONTO
দুর্ঘটনার পরই শুরু হয়েছে উদ্ধারকাজ (এপি)

তিনি আরও জানান, একজন শিশু, বছর ষাটের এক বৃ্দ্ধ এবং 40 বছরের এক মহিলাও রয়েছেন এই তালিকায়। তবে বিমান কর্তৃপক্ষ ডেল্টা জানিয়েছে 18 জন আহত হয়েছেন। যাত্রীদের নিরাপদে বিমান থেকে বেরিয়ে আসার অনেক ছবি এবং ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ এই দুর্ঘটনার পর বিমানবন্দরের সমস্ত উড়ান সাময়িত বাতিল করা হয়। রানওয়েগুলি বন্ধ রাখা হয় প্রায় দু'ঘণ্টা ৷ বিকেল 5টার দিকে ফের বিমান চলাচল শুরু হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.