পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

করাচিগামী চিনা জাহাজ আটক মুম্বই বিমানবন্দরে, পাঠানো হচ্ছিল পারমাণবিক পণ্য

Ship Stopped At Mumbai Port: জাহাজটিকে 23 জানুয়ারি করাচি যাওয়ার পথে আটকানো হয় ৷ জাহাজ ও শিপিং সংক্রান্ত নথি খতিয়ে দেখে তদন্তকারীরা নিশ্চিত হয়েছেন, জাহাজটি সাংহাই জেএক্সই গ্লোবাল লজিস্টিক কোম্পানি লিমিটেড নামে একটি সংস্থার ।

Ship Going From China To Pak Stopped At Mumbai Port
করাচিগামী চিনা জাহাজ আটক মুম্বই বিমানবন্দরে

By ETV Bharat Bangla Team

Published : Mar 2, 2024, 10:09 PM IST

মুম্বই, 2 মার্চ: মুম্বইয়ে আটক চিনা জাহাজ ৷ সরকারি সূত্রে জানা গিয়েছে, মুম্বইয়ের নাভা শেভা বন্দরে করাচিগামী ওই জাহাজটিকে আটকান নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা ৷ শুল্ক দফতরের ওই আধিকারিকরা জানিয়েছেন, পারমাণবিক এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির জন্য ওই জাহাজটি পাকিস্তানে যাচ্ছিল ৷

মাল্টার পতাকাবাহী সিএমএ সিজিএম আটিলা নামক ওই জাহাজটিকে 23 জানুয়ারি করাচি যাওয়ার পথে আটকানো হয়0 ৷ অনুসন্ধানে দেখা যায় জাহাজটিতে একটি কম্পিউটার নিউমেরিক্যাল কন্ট্রোল (সিএনসি) মেশিন রয়েছে ৷ সেটি তৈরি করেছে একটি ইতালীয় কোম্পানি । ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ডিআরডিও) দল পাকিস্তানের পারমাণবিক উদ্যোগে এর সম্ভাব্য ব্যবহার নিশ্চিত করেছে ৷

বিশেষ করে ক্ষেপণাস্ত্র উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ উপাদান তৈরিতে এই ব্যবহার রয়েছে । সিএনসি মেশিন আদতে আন্তর্জাতিক অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থা যার লক্ষ্য দ্বৈত অ-সামরিক এবং সামরিক সামগ্রীগুলির বিস্তার রোধ করা । এই মেশিনটি উত্তর কোরিয়া তাদের পারমাণবিক কর্মসূচিতে ব্যবহার করেছিল ৷ তদন্তে শিপিংয়ের বিবরণে অনেক অসঙ্গতি দেখা গিয়েছে ৷ তা থেকে ধারণা করা হচ্ছে, কোনও তথ্য গোপন করার চেষ্টা চালানো হচ্ছিল ।

জাহাজ ও শিপিং সংক্রান্ত নথি খতিয়ে দেখে তদন্তকারীরা নিশ্চিত হয়েছেন, জাহাজটি সাংহাই জেএক্সই গ্লোবাল লজিস্টিক কোম্পানি লিমিটেড নামে একটি সংস্থার । 22,180 কিলোগ্রাম ওজনের পণ্য পাঠানো হচ্ছিল ‘পাকিস্তান উইংস প্রাইভেট লিমিটেড’ বলে একটি কোম্পানিতে ।

প্রসঙ্গত 2020 সালের ফেব্রুয়ারিতে, চিন একটি ‘ইন্ডাস্ট্রিয়াল ড্রায়ার’-এর আড়ালে পাকিস্তানে অটোক্লেভ সরবরাহ করার চেষ্টা চালাচ্ছিল । অটোক্লেভটি একটি চিনা জাহাজ থেকে আটক করা হয়েছিল ৷ দাই কুই ইউন নামক ওই জাহাজটিতে হংকংয়ের পতাকা লাগানো ছিল ৷ চিন পাকিস্তানকে অ-সামরিক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সহায়তা করছে । নিউক্লিয়ার সাপ্লায়ার গ্রুপের (এনএসজি) নির্দেশিকা লঙ্ঘন করে চিন চাশমায় চারটি 300 মেগাওয়াটের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং করাচিতে দু’টি 1,000 মেগাওয়াটের প্ল্যান্ট নির্মাণ করেছে।

আরও পড়ুন:

ABOUT THE AUTHOR

...view details