পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

পুনেতে নৌকা উলটে নিখোঁজ 6, জারি তল্লাশি অভিযান - Boat Capsizes - BOAT CAPSIZES

Boat Overturns in Pune: ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) এবং স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (এসডিআরএফ), স্থানীয় প্রশাসন এবং পুলিশ ঘটনাস্থলে রয়েছে । তারা মঙ্গলবার সন্ধে থেকে ডুবে যাওয়া ব্যক্তিদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে ৷

Boat Capsizes in Pune
পুনেতে নৌকাডুবি (ফাইল চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : May 22, 2024, 12:25 PM IST

পুনে, 22 মে: পুনেতে যাত্রীবাহী নৌকা উলটে বড় দুর্ঘটনা ৷ নিখোঁজ নৌকাতে থাকা 6 জন যাত্রী ৷ তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছে এনডিআরএফ ও স্থানীয় প্রশাসন ৷ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পুনে শহর থেকে প্রায় 140 কিলোমিটার দূরে জেলার কালাশি গ্রামের কাছে ৷ পুনে গ্রামীণ পুলিশ জানিয়েছে, উদ্ধার অভিযান চলছে । ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) এবং স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (এসডিআরএফ), স্থানীয় প্রশাসন এবং পুলিশ ঘটনাস্থলে মোতায়েন রয়েছে ।

জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় উজানি বাঁধের কাছে নৌকাটি ডুবে যায় ৷ নৌকাতে সাতজন যাত্রী ছিলেন ৷ তাঁদের মধ্যে একজন কোনওক্রমে সাঁতার কেটে পাড়ে ওঠে ৷ ফলে দুর্ঘটনায় প্রাণ রক্ষা পেয়েছে তাঁর । নিখোঁজ হয়ে যান বাকি ছ'জন । টানা দ্বিতীয় দিন তাঁদের খোঁজে তল্লাশি চলছে । নিখোঁজদের মধ্যে দু’টি শিশু রয়েছে বলে জানা গিয়েছে ।

ওই নৌকায় ছিলেন পুলিশের সাব-ইন্সপেক্টর রাহুল ডোংরে । নৌকাটি উলটে যাওয়ার পর সাঁতরে বাঁধের কিনারায় এসে তিনি গ্রামবাসী ও স্থানীয় প্রশাসনকে খবর দেন ৷ এরপর ঘটনাটি প্রকাশ্যে আসে ৷ ঘটনাস্থলে আসে পুলিশ ও উদ্ধারকারী দল ৷ সূত্রের খবর, নিখোঁজ যাত্রীরা হলেন, গোকুল দত্তাত্রয় যাদব (30), কোমল গোকুল যাদব (25), শুভম গোকুল যাদব (1 বছর 6 মাস), মাহি গোকুল যাদব (3), অনুরাগ ডিচি (35) এবং গৌরব ডোংরে (16)।

জানা গিয়েছে, সোলাপুর জেলার কারমালা তালুকের কুগাঁও থেকে ইন্দাপুর তালুকের কালাশি গ্রামে যাচ্ছিল একটি যাত্রীবাহী নৌকা । উজানি বাঁধের কাছ থেকে নৌকাটি ইন্দাপুর যাওয়ার সময় প্রচণ্ড ঝড় ওঠে । হাওয়ার কারণে মাঝনদীতে নৌকাটি ডুবে যায় । ঝাড়রের বাসিন্দা স্বামী-স্ত্রী ও তাঁদের দুই সন্তান এবং কুগাঁওর দু'জন-সহ মোট ছ'জন জলে ডুবে যান । কুগাঁও থেকে কালাশী এর মধ্যে এই নৌকা প্রতিদিন যাত্রী পরিবহণ করে । সাধারণত এই নৌকা দিনে 10 থেকে 15 রাউন্ড করে যাত্রী নিয়ে যায় । তবে মঙ্গলবার সন্ধ্যায় নৌকাডুবির ঘটনায় আতঙ্কিত যাত্রীরা ।

আরও পড়ুন:

  1. শ্রীনগরে নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে 6, উদ্ধার 6 জন
  2. মোদিরাজ্যে নৌকাডুবিতে মৃত 12 শিশু, আয়োজকদের দায়ী করল সরকার; গ্রেফতার 2
  3. মহানদীতে নৌকাডুবির ঘটনায় উদ্ধার নিখোঁজ সকল যাত্রীর দেহ, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

ABOUT THE AUTHOR

...view details