পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

14 ঘণ্টা দেরিতে এফআইআর করেছে কলকাতা পুলিশ, নয়া স্টেটাস রিপোর্ট দেবে সিবিআই: সুপ্রিম কোর্ট - RG Kar Case in Supreme Court - RG KAR CASE IN SUPREME COURT

RG Kar Case in Supreme Court: সিবিআইকে আরজি করে চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনায় নয়া স্টেটাস রিপোর্ট পেশ করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট ৷ আদালত এদিন বলেছে, এই ঘটনায় এফআইআর করতে 14 ঘণ্টা দেরি করেছে কলকাতা পুলিশ ৷

ETV BHARAT
সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি (নিজস্ব চিত্র)

By PTI

Published : Sep 9, 2024, 1:02 PM IST

Updated : Sep 9, 2024, 2:52 PM IST

নয়াদিল্লি, 9 সেপ্টেম্বর: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের স্নাতকোত্তরের চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও হত্যা মামলার তদন্তে নতুন স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট ৷ 17 সেপ্টেম্বরের মধ্যে এই রিপোর্ট দিতে বলা হয়েছে ৷ সোমবার এই মামলার শুনানিতে শীর্ষ আদালত কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেছে, এই ঘটনায় এফআইআর দায়ের করতে অন্তত 14 ঘণ্টা দেরি করা হয়েছে ৷

সিবিআইয়ের পক্ষে উপস্থিত হয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা এদিন একটি সিল করা খামে তদন্তের স্টেটাস রিপোর্ট জমা দেয় ৷ সেটি পর্যালোচনা করার পর প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে একটি বেঞ্চ বলেছে, "সিবিআই একটি স্টেটাস রিপোর্ট দাখিল করেছে, সেটি দেখে মনে হচ্ছে তদন্ত চলছে ৷ আমরা সিবিআইকে নতুন স্টেটাস রিপোর্ট দাখিল করার নির্দেশ দিচ্ছি...আমরা সিবিআইকে তার তদন্তে গাইড করতে চাই না ৷"

তুষার মেহতা এদিন বিচারপতি জেবি পারদিওয়ালা এবং মনোজ মিশ্রের সমন্বয়ে গঠিত বেঞ্চকে বলেন যে, কেন্দ্রীয় তদন্ত সংস্থা আরও তদন্তের জন্য এইমস-এ ফরেনসিক নমুনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে । সিবিআইয়ের প্রতিনিধিত্বকারী সলিসিটর জেনারেল তুষার মেহতা এদিন আদালতে বলেন, ময়নাতদন্তের রিপোর্টে কখন ময়নাতদন্ত হয়েছে সেই সময়ের উল্লেখ করা হয়নি, যা এই ধরনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় । এসজি আরও বলেন, ধর্ষণ এবং হত্যার ক্ষেত্রে প্রমাণ সংগ্রহের জন্য প্রথম পাঁচ ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ এবং ঘটনার পাঁচদিন পর সিবিআইকে তদন্ত শুরু করতে হয়েছে ৷ সেই কারণে তাদের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে ৷

দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানোর সময় প্রয়োজনীয় নথি পাওয়া গিয়েছিল কি না, তা এসজি তুষার মেহতার কাছে জানতে চান প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে সুপ্রিম কোর্টের বেঞ্চ । শীর্ষ আইনজীবী কপিল সিবাল প্রয়োজনীয় নথিগুলি সেই সময় আদালতে পেশ করতে পারেননি ৷ সেগুলি জমা দেওয়ার জন্য অতিরিক্ত সময় দিতে অনুরোধ করেন তিনি । তুষার মেহতা বলেন, তাঁদের হাতে যে ফাইলগুলি দেওয়া হয়েছিল, সেখানে ওই নথিগুলি ছিল না ৷

শীর্ষ আদালত এদিন ঘটনার সঙ্গে সম্পর্কিত সিসিটিভি ফুটেজের বিষয়েও জিজ্ঞাসাবাদ করে । এসজি মেহতা জানান যে, মোট 27 মিনিটের চারটি ভিডিয়ো ক্লিপ সিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়েছে । সিবিআই এখন আরও পরীক্ষার জন্য নমুনাগুলি এইমস এবং অন্যান্য ফরেনসিক ল্যাবে পাঠাচ্ছে ।

আরজি কর হাসপাতালে নিরাপত্তার জন্য নিযুক্ত সিআইএসএফ-এর তিনটি কোম্পানির প্রত্যেক জওয়ানের থাকার ব্যবস্থা নিশ্চিত করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট্র বিভাগের একজন সিনিয়র অফিসার এবং সিআইএসএফের একজন সিনিয়র অফিসারকে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত । সিআইএসএফ-এর প্রয়োজনীয় সমস্ত রিকুইজিশন, সুরক্ষা গ্যাজেট আজই তাদের হস্তান্তর করার নির্দেশ দিয়েছে আদালত ।

Last Updated : Sep 9, 2024, 2:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details