নয়াদিল্লি, 9 সেপ্টেম্বর: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের স্নাতকোত্তরের চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও হত্যা মামলার তদন্তে নতুন স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট ৷ 17 সেপ্টেম্বরের মধ্যে এই রিপোর্ট দিতে বলা হয়েছে ৷ সোমবার এই মামলার শুনানিতে শীর্ষ আদালত কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেছে, এই ঘটনায় এফআইআর দায়ের করতে অন্তত 14 ঘণ্টা দেরি করা হয়েছে ৷
সিবিআইয়ের পক্ষে উপস্থিত হয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা এদিন একটি সিল করা খামে তদন্তের স্টেটাস রিপোর্ট জমা দেয় ৷ সেটি পর্যালোচনা করার পর প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে একটি বেঞ্চ বলেছে, "সিবিআই একটি স্টেটাস রিপোর্ট দাখিল করেছে, সেটি দেখে মনে হচ্ছে তদন্ত চলছে ৷ আমরা সিবিআইকে নতুন স্টেটাস রিপোর্ট দাখিল করার নির্দেশ দিচ্ছি...আমরা সিবিআইকে তার তদন্তে গাইড করতে চাই না ৷"
তুষার মেহতা এদিন বিচারপতি জেবি পারদিওয়ালা এবং মনোজ মিশ্রের সমন্বয়ে গঠিত বেঞ্চকে বলেন যে, কেন্দ্রীয় তদন্ত সংস্থা আরও তদন্তের জন্য এইমস-এ ফরেনসিক নমুনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে । সিবিআইয়ের প্রতিনিধিত্বকারী সলিসিটর জেনারেল তুষার মেহতা এদিন আদালতে বলেন, ময়নাতদন্তের রিপোর্টে কখন ময়নাতদন্ত হয়েছে সেই সময়ের উল্লেখ করা হয়নি, যা এই ধরনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় । এসজি আরও বলেন, ধর্ষণ এবং হত্যার ক্ষেত্রে প্রমাণ সংগ্রহের জন্য প্রথম পাঁচ ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ এবং ঘটনার পাঁচদিন পর সিবিআইকে তদন্ত শুরু করতে হয়েছে ৷ সেই কারণে তাদের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে ৷