পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ভরা আদালতে আমলাকে গুলি করে খুন প্রাক্তন পুলিশ কর্তা শ্বশুরের - IRS Officer Shot Dead - IRS OFFICER SHOT DEAD

IRS Officer Shot Dead By Ex-Cop Father-In-Law: বিবাহ বিচ্ছেদের মামলার শুনানিতে প্রাক্তন পুলিশ কর্তা শ্বশুরের গুলিতে প্রাণ গেল আমলার ৷ আলোচনার ফাঁকেই চলল গুলি ৷ ঠিক কেন এমন ঘটনা ঘটল?

IRS Officer Shot Dead By Ex-Cop Father-In-Law
আদালতে আমলাকে গুলি করে খুন (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Aug 3, 2024, 10:51 PM IST

চণ্ডীগড়, 3 অগস্ট: বিবাহ বিচ্ছেদের মামালায় অংশ নিতে আদালতে এসে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল ভারতীয় রাজস্ব সেবার আধিকারিক হরপ্রীত সিংয়ের ৷ অন্য কেউ নয়, খোদ শ্বশুরের গুলিতেই প্রাণ গেল আমলার ৷ শ্বশুর প্রাক্তন পুলিশ কর্তা ৷ শনিবার দুপুরে এমনই ঘটনার সাক্ষী থাকল চণ্ডীগড় জেলা আদলত ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ ঠিক কেন এমন ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে ৷

হরপ্রীত এবং স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে ৷ এদিনও মামলার শুনানি ছিল ৷ বিচারকের নির্দেশে দু'পক্ষ আদালতে থাকা মেডিয়েশন সেন্টারে যান ৷ সেখানেই দু'পক্ষ নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল ৷ তাঁদের মধ্যে থাকা বিবাদ কোন পথে মেটানো যেতে পারে তা নিয়েই আলোচনা হত ৷ কিন্তু তার মধ্যেই বিবাদে জড়িয়ে পড়েন স্বামী-স্ত্রী ৷ অভিযোগ বচসার মধ্যেই জামাইকে গুলি করে হত্যা করেন শ্বশুর ৷

একটি সূত্রের দাবি 3-4 রাউন্ড গুলি চালিয়েছেন পুলিশের ওই প্রাক্তন কর্তা ৷ তার মধ্যে একটি হরপ্রীত শরীরে লাগে ৷ গুরুতর আহত অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় চণ্ডীগড়ের 36 নম্বর সেক্টরের পুলিশ ৷ থানার এক আধিকারিক জানান, গুলি চালানোর ঘটনায় একটি অভিযোগ দায়ের হয়েছে ৷ প্রাথমিকভাবে মনে হচ্ছে আলোচনার সময় দু'পক্ষের মধ্যে বচসা শুরু হয় ৷ সেটা ক্রমশ বড় আকার নিতে থাকে ৷ তার মধ্যেই গুলি চলেছে ৷ বেশ কয়েকটি সূত্র ধরে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ৷

ABOUT THE AUTHOR

...view details