ETV Bharat / bharat

জুকারবার্গের মন্তব্য 'অনিচ্ছাকৃত ভুল', কেন্দ্রীয় সরকারের কাছে ক্ষমা চাইল মেটা - META APOLOGISES FOR CEO ZUCKERBERG

2024 সালের লোকসভা নির্বাচনে পরাজিত হয়েছে বিজেপি ৷ ফেসবুক সহ-প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের এহেন মন্তব্যে উত্তপ্ত দেশের রাজনীতি ৷ এমনই পরিস্থিতিতে ক্ষমা চাইল মেটা ৷

META APOLOGISES FOR CEO ZUCKERBERG COMMENT
মার্ক জুকারবার্গের এহেন মন্তব্যে জন্য ক্ষমা চাইলেন মেটার ভারতীয় প্রতিনিধি (ইটিভি ভারত)
author img

By PTI

Published : Jan 15, 2025, 5:58 PM IST

Updated : Jan 15, 2025, 7:32 PM IST

নয়াদিল্লি, 15 জানুয়ারি: লোকসভা নির্বাচন নিয়ে মেটার সিইও মার্ক জুকারবার্গের মন্তব্য অনিচ্ছাকৃত ৷ মঙ্গলবার গভীর রাতে তাঁর হয়ে কেন্দ্রীয় সরকারের কাছে ক্ষমা চাইলেন মেটা ভারতের সহ-সভাপতি শিবনাথ ঠুকরাল ৷ কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ট্যাগ করে তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, "আমরা এই অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা চাইছি ৷"

সম্প্রতি জো রেগান-এর পডকাস্টে অংশ নিয়েছিলেন ফেসবুক-এর সহ-প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ ৷ তিনি সেখানে বলেছিলেন, "2024 সালে নির্বাচনের বছর ছিল ৷ বিশ্বের বেশির ভাগ দেশের নির্বাচনে শাসকদলগুলি পরাজিত হয়েছে ৷" এর কারণ হিসাবে জুকারবার্গ বলেন, "কোভিডের সময় বা তার পরে সরকারগুলি পরিস্থিতি মোকাবিলা কীভাবে করেছে, তার জন্যও অথবা কোভিড পরিস্থিতি সামলাতে গিয়ে যে অর্থনীতি নিয়েছে, তার ফলে বিশ্বের বহু দেশেই শাসকদলের পরাজয় হয়েছে ৷ কারণ এই সঙ্কটের সময় তারা মানুষের বিশ্বাস হারিয়েছে ৷ এই ঘটনা শুধু আমেরিকাতেই নয়, সারা বিশ্বের বহু দেশেই শাসকদলের পরাজয় হয়েছে ৷"

নির্বাচনে শাসকদল পরাজিত হয়েছে, এমন দেশের তালিকায় তিনি ভারতের নামও উল্লেখ করেছিলেন ৷ অর্থাৎ ভারতে 2024 সালের লোকসভা নির্বাচনে পরাজিত হয়েছে বিজেপি, এমনটাই বলেছিলেন মার্ক জুকারবার্গ ৷ এরপর মঙ্গলবারই মোদি মন্ত্রিসভার সদস্য অশ্বিনী বৈষ্ণব ও নিশিকান্ত দুবে কারেন মেটা কর্তৃপক্ষকে ক্ষমা চাইতে হবে ৷ তথ্য ও সম্প্রচার বিষয়ক যৌথ সংসদীয় কমিটির প্রধান বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে হুঁশিয়ারি দেন যে, জুকারবার্গের ভুল মন্তব্যের জন্য যৌথ সংসদীয় কমিটি মেটাকে সমন পাঠাবে ৷ এরপরই ক্ষমা চেয়ে নেয় মেটা ।

নয়াদিল্লি, 15 জানুয়ারি: লোকসভা নির্বাচন নিয়ে মেটার সিইও মার্ক জুকারবার্গের মন্তব্য অনিচ্ছাকৃত ৷ মঙ্গলবার গভীর রাতে তাঁর হয়ে কেন্দ্রীয় সরকারের কাছে ক্ষমা চাইলেন মেটা ভারতের সহ-সভাপতি শিবনাথ ঠুকরাল ৷ কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ট্যাগ করে তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, "আমরা এই অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা চাইছি ৷"

সম্প্রতি জো রেগান-এর পডকাস্টে অংশ নিয়েছিলেন ফেসবুক-এর সহ-প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ ৷ তিনি সেখানে বলেছিলেন, "2024 সালে নির্বাচনের বছর ছিল ৷ বিশ্বের বেশির ভাগ দেশের নির্বাচনে শাসকদলগুলি পরাজিত হয়েছে ৷" এর কারণ হিসাবে জুকারবার্গ বলেন, "কোভিডের সময় বা তার পরে সরকারগুলি পরিস্থিতি মোকাবিলা কীভাবে করেছে, তার জন্যও অথবা কোভিড পরিস্থিতি সামলাতে গিয়ে যে অর্থনীতি নিয়েছে, তার ফলে বিশ্বের বহু দেশেই শাসকদলের পরাজয় হয়েছে ৷ কারণ এই সঙ্কটের সময় তারা মানুষের বিশ্বাস হারিয়েছে ৷ এই ঘটনা শুধু আমেরিকাতেই নয়, সারা বিশ্বের বহু দেশেই শাসকদলের পরাজয় হয়েছে ৷"

নির্বাচনে শাসকদল পরাজিত হয়েছে, এমন দেশের তালিকায় তিনি ভারতের নামও উল্লেখ করেছিলেন ৷ অর্থাৎ ভারতে 2024 সালের লোকসভা নির্বাচনে পরাজিত হয়েছে বিজেপি, এমনটাই বলেছিলেন মার্ক জুকারবার্গ ৷ এরপর মঙ্গলবারই মোদি মন্ত্রিসভার সদস্য অশ্বিনী বৈষ্ণব ও নিশিকান্ত দুবে কারেন মেটা কর্তৃপক্ষকে ক্ষমা চাইতে হবে ৷ তথ্য ও সম্প্রচার বিষয়ক যৌথ সংসদীয় কমিটির প্রধান বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে হুঁশিয়ারি দেন যে, জুকারবার্গের ভুল মন্তব্যের জন্য যৌথ সংসদীয় কমিটি মেটাকে সমন পাঠাবে ৷ এরপরই ক্ষমা চেয়ে নেয় মেটা ।

Last Updated : Jan 15, 2025, 7:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.