ETV Bharat / bharat

দূষণের পাশাপাশি কুয়াশায় জেরবার দিল্লি, সময় বদল শতাধিক বিমান ও 26টি ট্রেনের - OVER 100 FLIGHTS DELAYED

কুয়াশায় দৃশ্য়মানতা তলানিতে গিয়ে ঠেকেছে ৷ এই আবহে বুধবার 'খুব খারাপ' পর্যায়ে পৌঁছেছে রাজধানীর দূষণ ৷ পাশাপাশি প্রভাব পড়েছে প্রশাসনেকর উপরেও।

OVER 100 FLIGHTS DELAYED
সময় বদল শতাধিক বিমানের (ফাইল চিত্র, এএনআই)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 15, 2025, 3:58 PM IST

নয়াদিল্লি, 15 জানুয়ারি: ঘন কুয়াশায় ঢেকেছে রাজধানী দিল্লি ৷ নেই দৃশ্যমানতা ৷ এই আবহে বুধবার সকালে দিল্লির বিমানবন্দরে পিছিয়ে গেল শতাধিক বিমানের ওঠানামা ৷ সেই সঙ্গে, পিছিয়ে গেল 26টি ট্রেনের চলাচলের সময়ও ৷

সকালে এই বিষয়ে বিমান পরিষেবা সংস্থা ইন্ডিগোর তরফে এক্স হ্যান্ডেলে সকাল 8টা 18 মিনিটে একটি পোস্ট করা হয় ৷ সেখানে বলা হয়, "কম দৃশ্যমানতা ও ঘন কুয়াশার কারণে বিমান পরিষেবায় ব্যাঘাত ঘটতে পারে ৷ পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে ৷ সময় মতো ও সুরক্ষিতভাবে আপনাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি ৷"

তবে দিল্লি বিমানবন্দরের এক আধিকারিক জানান, এখনও পর্যন্ত কোনও বিমান বাতিল কিংবা পথ পরিবর্তন করা হয়নি ৷ সুতরাং, আবহাওয়া স্বাভাবিক হলেই পরিষেবাও স্বাভাবিক হবে বলে অনুমান ৷ দিল্লি বিমানবন্দর অপারেটর DIAL জানায়, যেসমস্ত বিমানের CAT III-এর সুবিধা নেই, সেই সমস্ত বিমানের ওড়া ও অবতরণের ক্ষেত্রে সমস্যা হতে পারে ৷ উল্লেখ্য, কম দৃশ্য়মানতায় বিমানের ওঠানামা মসৃণ করতে এই CAT III প্রযুক্তি ব্যবহার করা হয় ৷

দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে এদিন সকাল 7টা 35 মিনিটে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করা হয় ৷ সেখানে বলা হয়, "পরবর্তী খবরের জন্য সংশ্লিষ্ট বিমান পরিষেবা সংস্থার সঙ্গে যাত্রীদের যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে ৷"

Low Visibility in Delhi
কুয়াশায় দৃশ্যমানতা কম দিল্লিতে (ইটিভি ভারত)

বিমানের পাশাপাশি এদিন 26টি ট্রেনও দেরিতে চলাচল করছে ৷ ঘন কুয়াশার কারণে পরিষেবায় ব্যাঘাত বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ ৷ তবে আজই প্রথম নয়, বিগত কয়েকদিন ধরে এই ঘন কুয়াশায় কম দৃশ্যমানতায় ট্রেনের সময় বদল ঘটেছে ৷ এদিকে, বুধবার সকালে রাজধানীর বায়ু দূষণ 'খুব খারাপ' পর্যায়ে পৌঁছেছে ৷ কেন্দ্রীয় বায়ুদূষণ নিয়ন্ত্রণ বোর্ডের দেওয়া তথ্য় অনুযায়ী, এদিন সকাল 7টায় দিল্লির AQI ছিল 344 ৷ মঙ্গলবার এই মাত্রা ছিল 252 ৷

পড়ুন: দেড়শো বছরে IMD; প্রতিষ্ঠা দিবসে স্মারক কয়েন, ডাক টিকিট প্রকাশ প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, 15 জানুয়ারি: ঘন কুয়াশায় ঢেকেছে রাজধানী দিল্লি ৷ নেই দৃশ্যমানতা ৷ এই আবহে বুধবার সকালে দিল্লির বিমানবন্দরে পিছিয়ে গেল শতাধিক বিমানের ওঠানামা ৷ সেই সঙ্গে, পিছিয়ে গেল 26টি ট্রেনের চলাচলের সময়ও ৷

সকালে এই বিষয়ে বিমান পরিষেবা সংস্থা ইন্ডিগোর তরফে এক্স হ্যান্ডেলে সকাল 8টা 18 মিনিটে একটি পোস্ট করা হয় ৷ সেখানে বলা হয়, "কম দৃশ্যমানতা ও ঘন কুয়াশার কারণে বিমান পরিষেবায় ব্যাঘাত ঘটতে পারে ৷ পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে ৷ সময় মতো ও সুরক্ষিতভাবে আপনাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি ৷"

তবে দিল্লি বিমানবন্দরের এক আধিকারিক জানান, এখনও পর্যন্ত কোনও বিমান বাতিল কিংবা পথ পরিবর্তন করা হয়নি ৷ সুতরাং, আবহাওয়া স্বাভাবিক হলেই পরিষেবাও স্বাভাবিক হবে বলে অনুমান ৷ দিল্লি বিমানবন্দর অপারেটর DIAL জানায়, যেসমস্ত বিমানের CAT III-এর সুবিধা নেই, সেই সমস্ত বিমানের ওড়া ও অবতরণের ক্ষেত্রে সমস্যা হতে পারে ৷ উল্লেখ্য, কম দৃশ্য়মানতায় বিমানের ওঠানামা মসৃণ করতে এই CAT III প্রযুক্তি ব্যবহার করা হয় ৷

দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে এদিন সকাল 7টা 35 মিনিটে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করা হয় ৷ সেখানে বলা হয়, "পরবর্তী খবরের জন্য সংশ্লিষ্ট বিমান পরিষেবা সংস্থার সঙ্গে যাত্রীদের যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে ৷"

Low Visibility in Delhi
কুয়াশায় দৃশ্যমানতা কম দিল্লিতে (ইটিভি ভারত)

বিমানের পাশাপাশি এদিন 26টি ট্রেনও দেরিতে চলাচল করছে ৷ ঘন কুয়াশার কারণে পরিষেবায় ব্যাঘাত বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ ৷ তবে আজই প্রথম নয়, বিগত কয়েকদিন ধরে এই ঘন কুয়াশায় কম দৃশ্যমানতায় ট্রেনের সময় বদল ঘটেছে ৷ এদিকে, বুধবার সকালে রাজধানীর বায়ু দূষণ 'খুব খারাপ' পর্যায়ে পৌঁছেছে ৷ কেন্দ্রীয় বায়ুদূষণ নিয়ন্ত্রণ বোর্ডের দেওয়া তথ্য় অনুযায়ী, এদিন সকাল 7টায় দিল্লির AQI ছিল 344 ৷ মঙ্গলবার এই মাত্রা ছিল 252 ৷

পড়ুন: দেড়শো বছরে IMD; প্রতিষ্ঠা দিবসে স্মারক কয়েন, ডাক টিকিট প্রকাশ প্রধানমন্ত্রীর
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.