দুবাই, 20 ফেব্রুয়ারি: যতটা সহজে জয় আসছে মনে হয়েছিল, ততটা সহজে এল না ঠিকই ৷ তবে বাংলাদেশ 'বধ' করে চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুতে প্রত্যাশিত ছন্দেই ধরা দিল টিম ইন্ডিয়া ৷ সম্প্রতি বাবর আজমকে টপকে ওডিআই ক্রিকেটে পয়লা নম্বর ব্য়াটার হয়েছেন শুভমন গিল ৷ নামের প্রতি সুবিচার করে প্রথম ম্যাচে শতরান এল তাঁর ব্য়াটে ৷ গিলের সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশকে ছয় উইকেটে পরাজিত করল রোহিত শর্মা অ্যান্ড কোম্পানি ৷ 21 বল বাকি থাকতে বাংলাদেশের দেওয়া 229 রানের লক্ষ্যমাত্রা তাড়া করে জিতল ভারত ৷
সহজ তবে চ্যালেঞ্জিং ৷ এমন একটা লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে মারমুখী মেজাজে শুরু করেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ৷ পক্ষান্তরে এদিন শুরু থেকেই সাবধানী ডেপুটি শুভমন গিল ৷ ওপেনিং জুটিতে 69 রানই জয়ের ভিত গড়ে দেয় ভারতের ৷ সাতটি চারের সাহায্যে 36 বলে 41 রান করে আউট হন 'হিটম্যান' ৷ দ্বিতীয় উইকেটে গিলের সঙ্গে জুটিতে 43 রান যোগ করলেও চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্য়াচে ব্যর্থ বিরাট ৷ ফের লেগস্পিনারের সামনে ঠকে গেলেন 'রানমেশিন' ৷ রিশাদ হোসেনর বলে কোহলি ফেরেন 22 রানে ৷ দ্রুত তিন উইকেট হারিয়ে আচমকাই কিছুটা চাপে পড়ে যায় ভারত ৷
শ্রেয়স আইয়ার এবং অক্ষর প্য়াটেল ফেরেন যথাক্রমে 15 রান এবং আট রানে ৷ 30.1 ওভারে 144-এ চার হয়ে যাওয়ার পরেও বাংলাদেশের জয় আশা করেনি তাঁদের অতি বড় সমর্থকও ৷ বাস্তবে তা হয়ওনি ৷ কেএল রাহুলকে সঙ্গে নিয়ে ঠান্ডা মাথায় ম্য়াচ বের করে নিয়ে যান সহঅধিনায়ক গিল ৷ তাঁর ইনিংস কিছুটা মন্থর হলেও সময়ের নিরিখে উপযোগী ৷ 125 বলে ওডিআই কেরিয়ারের অষ্টম শতরানটি পূর্ণ করেন তিনি ৷ শেষ চার ম্য়াচে এটি গিলের দ্বিতীয় শতরান ৷ চার উইকেট হারানোর পর সহঅধিনায়ককে যথাযোগ্য সহায়তা করেন রাহুল ৷
Leading the chase ✅
— BCCI (@BCCI) February 20, 2025
Hundred ✅
Win ✅
Vice Captain Shubman Gill guides #TeamIndia to victory 👏
Updates ▶️ https://t.co/ggnxmdG0VK#BANvIND | #ChampionsTrophy | @ShubmanGill pic.twitter.com/YbWSCERX6E
9 রানের মাথায় জাকের আলি তাঁর ক্য়াচ ফেলেন বটে, কিন্তু 41 রানে অপরাজিত থেকে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন রাহুল ৷ তাঁর 47 বলের ইনিংসে রয়েছে একটি চার , দু'টি ছয় ৷ অন্যদিকে ম্যাচের সেরা গিল 129 বলে তাঁর 101 রানের অপরাজিত ইনিংস সাজান ন'টি বাউন্ডারি এবং দু'টি ওভার বাউন্ডারি দিয়ে ৷ 46.3 ওভারে চার উইকেটে 231 রান তুলে ম্য়াচ জিতে নেয় ভারত ৷ জয়ের ফলে 23 ফেব্রুয়ারি বাড়তি আত্মবিশ্বাস নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে নামবে ভারত ৷ যে ম্য়াচ জিতলে সেমিফাইনাল কার্যত নিশ্চিত টিম ইন্ডিয়ার ৷