ETV Bharat / state

বিদ্যুৎ বিভ্রাট, পরীক্ষার্থীর কাছে মোবাইল ফোন ! মাধ্যমিকের শেষেও বিশৃঙ্খলা - MADHYAMIK 2025

মূল পরীক্ষাসূচির শেষ দিনে বেশ কিছু মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে দেখা দিল বিশৃঙ্খলা ৷ পরীক্ষার্থীদের থেকে পাওয়া গেল মোবাইল ফোন ৷ কোথাও আবার বিদ্যুৎ বিভ্রাট !

Madhyamik Exam 2025
প্রতীকী ছবি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 20, 2025, 10:09 PM IST

কলকাতা, 20 ফেব্রুয়ারি: শেষ হল মাধ্যমিকের মূল বিষয়ের পরীক্ষা । আর বাকি মাত্র ঐচ্ছিক বিষয় । আগামী 22 ফেব্রুয়ারি রয়েছে সেই বিষয়ের পরীক্ষা । ওই দিনই শেষ হবে এই বছরের মাধ্যমিক । কিন্তু, মূল বিষয়ের শেষ দিনেই রাজ্যের একাধিক পরীক্ষাকেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। প্রাকৃতিক দুর্যোগের জেরে এইদিন বহু জেলায় বিদুৎ বিভ্রাট ঘটে । সেই কারণে কিছু জেলায় পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরেও দেওয়া হয়েছে অতিরিক্ত সময় ।

মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, বৃহস্পতিবার ছিল মাধ্যমিকের ভৌতবিজ্ঞান পরীক্ষা । হাওড়া-হুগলি-নদিয়া এবং দুই 24 পরগনায় এদিন বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটেছে । এই জেলাগুলির পরীক্ষাকেন্দ্রে লোডশেডিংয়ের সমস্যায় পড়েছেন ছাত্র-ছাত্রীরা ৷ সেখানে অতিরিক্ত সময় দেওয়া হয়েছে । সাধারণত, মাধ্যমিক পরীক্ষার সময় থাকে দশটা পঁয়তাল্লিশ থেকে দুপুর দু'টো পর্যন্ত । তাই বেশ কিছু কেন্দ্রে এদের দুপুর দু'টো বেজে যাবার পরেও দেওয়া হয়েছে অতিরিক্ত সময় ৷

অন্যদিকে, এই দিনেই উত্তর কলকাতার নারকেলডাঙা দেশবন্ধু বিদ্যাপীঠ স্কুলে ভাঙচুরের ঘটনা ঘটে । এই বিষয়ে মাধ্যমিক শিক্ষা পর্ষদের সচিব সুব্রত ঘোষ বলেন, "যদিও এই মুহূর্তে আমাদের কাছে লিখিত অভিযোগ দায়ের হয়নি । তবে ফোনের মাধ্যমে আমরা জানতে পেরেছি এই ঘটনা ঘটেছে । ওই স্কুলের একটি মাত্র ঘরেই ফ্যানের আকৃতি বদলে গিয়েছে । এই স্কুলটি ছিল উপ-পরীক্ষাকেন্দ্র (Sub Venue)। বিষয়টা জানতে পারার পর আমরা মেইন পরীক্ষাকেন্দ্র থেকে পরিদর্শককে খোঁজখবর নিতে বলেছি ।"

মধ্যশিক্ষা পর্ষদের নিয়ম অনুযায়ী, বিষয়টি প্রথমে প্রমাণ করতে হবে । যে স্কুলে ফ্যান আকৃতি বদলে গিয়েছে সেখানে ঘরের আগের এবং বর্তমান ছবি মিলিয়ে দেখা হবে । তারপরে যদি অভিযোগ প্রমাণিত হয়, তখন যে স্কুলের পড়ুয়াদের এখানে সিট পড়েছিল অর্থাৎ যে স্কুলের পড়ুয়ারা এই কাণ্ড ঘটিয়েছে সেই স্কুল কর্তৃপক্ষকে ফ্যান সারিয়ে দিতে হবে । যদি ওই স্কুল কর্তৃপক্ষ দায়িত্ব নিয়ে সারিয়ে না দেয় তাহলে ওই স্কুলের পড়ুয়াদের রেজাল্ট আটকে রাখা হয় । তবে এখনও পর্যন্ত এই বিষয় লিখিত কোনও অভিযোগ দায়ের করা হয়নি মধ্যশিক্ষা পর্ষদে ।

মূল বিষয়ের শেষ পরীক্ষার দিনেও মোবাইল ফোন উদ্ধার করা হয় পড়ুয়াদের থেকে । আলিপুরদুয়ারের ফালাকাটা হাইস্কুলের পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছিলেন যাদবপল্লী হাইস্কুলে । সেখানে একটি মোবাইল ফোন উদ্ধার করেন পর্যবেক্ষক । অন্যদিকে, বাঁকুড়ার নিকুঞ্জাপুর হাইস্কুলের পড়ুয়া পরীক্ষা দিচ্ছিলেন মাজদিয়া সারদামণি বিদ্যায়তনে । সেখানেও একজন পরীক্ষার্থীর থেকে মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে । ঝাড়গ্রামে বলদি নিগামানন্দ হাইস্কুলের পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছিলেন রান্তুয়া হাইস্কুলে । সেখানেও একজনের থেকে মোবাইল ফোন উদ্ধার হয় । ফলে আজ তিনজনের পরীক্ষা বাতিল করেছে মধ্যশিক্ষা পর্ষদ । সব মিলিয়ে এবছর মাধ্যমিক পরীক্ষা বাতিল হল মোট 20 জনের । এর পাশাপাশি এদিন 82 জন পরীক্ষার্থী হাসপাতাল থেকে পরীক্ষা দিয়েছেন ।

কলকাতা, 20 ফেব্রুয়ারি: শেষ হল মাধ্যমিকের মূল বিষয়ের পরীক্ষা । আর বাকি মাত্র ঐচ্ছিক বিষয় । আগামী 22 ফেব্রুয়ারি রয়েছে সেই বিষয়ের পরীক্ষা । ওই দিনই শেষ হবে এই বছরের মাধ্যমিক । কিন্তু, মূল বিষয়ের শেষ দিনেই রাজ্যের একাধিক পরীক্ষাকেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। প্রাকৃতিক দুর্যোগের জেরে এইদিন বহু জেলায় বিদুৎ বিভ্রাট ঘটে । সেই কারণে কিছু জেলায় পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরেও দেওয়া হয়েছে অতিরিক্ত সময় ।

মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, বৃহস্পতিবার ছিল মাধ্যমিকের ভৌতবিজ্ঞান পরীক্ষা । হাওড়া-হুগলি-নদিয়া এবং দুই 24 পরগনায় এদিন বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটেছে । এই জেলাগুলির পরীক্ষাকেন্দ্রে লোডশেডিংয়ের সমস্যায় পড়েছেন ছাত্র-ছাত্রীরা ৷ সেখানে অতিরিক্ত সময় দেওয়া হয়েছে । সাধারণত, মাধ্যমিক পরীক্ষার সময় থাকে দশটা পঁয়তাল্লিশ থেকে দুপুর দু'টো পর্যন্ত । তাই বেশ কিছু কেন্দ্রে এদের দুপুর দু'টো বেজে যাবার পরেও দেওয়া হয়েছে অতিরিক্ত সময় ৷

অন্যদিকে, এই দিনেই উত্তর কলকাতার নারকেলডাঙা দেশবন্ধু বিদ্যাপীঠ স্কুলে ভাঙচুরের ঘটনা ঘটে । এই বিষয়ে মাধ্যমিক শিক্ষা পর্ষদের সচিব সুব্রত ঘোষ বলেন, "যদিও এই মুহূর্তে আমাদের কাছে লিখিত অভিযোগ দায়ের হয়নি । তবে ফোনের মাধ্যমে আমরা জানতে পেরেছি এই ঘটনা ঘটেছে । ওই স্কুলের একটি মাত্র ঘরেই ফ্যানের আকৃতি বদলে গিয়েছে । এই স্কুলটি ছিল উপ-পরীক্ষাকেন্দ্র (Sub Venue)। বিষয়টা জানতে পারার পর আমরা মেইন পরীক্ষাকেন্দ্র থেকে পরিদর্শককে খোঁজখবর নিতে বলেছি ।"

মধ্যশিক্ষা পর্ষদের নিয়ম অনুযায়ী, বিষয়টি প্রথমে প্রমাণ করতে হবে । যে স্কুলে ফ্যান আকৃতি বদলে গিয়েছে সেখানে ঘরের আগের এবং বর্তমান ছবি মিলিয়ে দেখা হবে । তারপরে যদি অভিযোগ প্রমাণিত হয়, তখন যে স্কুলের পড়ুয়াদের এখানে সিট পড়েছিল অর্থাৎ যে স্কুলের পড়ুয়ারা এই কাণ্ড ঘটিয়েছে সেই স্কুল কর্তৃপক্ষকে ফ্যান সারিয়ে দিতে হবে । যদি ওই স্কুল কর্তৃপক্ষ দায়িত্ব নিয়ে সারিয়ে না দেয় তাহলে ওই স্কুলের পড়ুয়াদের রেজাল্ট আটকে রাখা হয় । তবে এখনও পর্যন্ত এই বিষয় লিখিত কোনও অভিযোগ দায়ের করা হয়নি মধ্যশিক্ষা পর্ষদে ।

মূল বিষয়ের শেষ পরীক্ষার দিনেও মোবাইল ফোন উদ্ধার করা হয় পড়ুয়াদের থেকে । আলিপুরদুয়ারের ফালাকাটা হাইস্কুলের পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছিলেন যাদবপল্লী হাইস্কুলে । সেখানে একটি মোবাইল ফোন উদ্ধার করেন পর্যবেক্ষক । অন্যদিকে, বাঁকুড়ার নিকুঞ্জাপুর হাইস্কুলের পড়ুয়া পরীক্ষা দিচ্ছিলেন মাজদিয়া সারদামণি বিদ্যায়তনে । সেখানেও একজন পরীক্ষার্থীর থেকে মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে । ঝাড়গ্রামে বলদি নিগামানন্দ হাইস্কুলের পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছিলেন রান্তুয়া হাইস্কুলে । সেখানেও একজনের থেকে মোবাইল ফোন উদ্ধার হয় । ফলে আজ তিনজনের পরীক্ষা বাতিল করেছে মধ্যশিক্ষা পর্ষদ । সব মিলিয়ে এবছর মাধ্যমিক পরীক্ষা বাতিল হল মোট 20 জনের । এর পাশাপাশি এদিন 82 জন পরীক্ষার্থী হাসপাতাল থেকে পরীক্ষা দিয়েছেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.