ETV Bharat / state

বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারের পাশেই খুলল 'বাংলার হাট', উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী - BANGLAR HAAT INAUGURATION

'বাংলার হাট'-এ ছয়টি স্থায়ী স্টল রয়েছে, যেখানে বাংলার বিভিন্ন জেলার হস্তশিল্প ও হ্যান্ডলুমের বিভিন্ন সামগ্রী প্রদর্শিত ও বিক্রি হবে।

Mamata Banerjee
'বাংলার হাট' উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 20, 2025, 10:34 PM IST

কলকাতা, 20 ফেব্রুয়ারি: বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারের পাশে একটি নতুন প্রদর্শনী কেন্দ্রের উদ্বোধন করেন এবং এর নামকরণ করেন 'রূপান্ন'। একইসঙ্গে, কনভেনশন সেন্টারের সংলগ্ন 'বাংলার হাট'-এরও উদ্বোধন করেন তিনি। 'বাংলার হাট'-এ ছয়টি স্থায়ী স্টল রয়েছে, যেখানে বাংলার বিভিন্ন জেলার হস্তশিল্প ও হ্যান্ডলুমের বিভিন্ন সামগ্রী প্রদর্শিত ও বিক্রিত হবে।

ক্ষুদ্র মাঝারি এবং কুটির শিল্প ও টেক্সটাইল দফতরের শীর্ষ আধিকারিকের কথায়, "বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে সারা বছর ধরেই জাতীয় ও আন্তর্জাতিক সম্মেলন হয়। বিশ্বের নানা প্রান্ত থেকে প্রতিনিধি আসেন ৷ কিন্তু, তাঁরা সময়ের অভাবে বাংলার হস্তশিল্প ও তাঁতশিল্পের পণ্য দেখার সুযোগ পান না। সেই কারণেই 'বাংলার হাট' তৈরি করা হয়েছে, যাতে এসব শিল্পকে কনভেনশন সেন্টারের মধ্যেই তুলে ধরা যায়। এতে বাংলার কারিগররাও উপকৃত হবেন, কারণ প্রতিনিধিরা এখান থেকেই তাঁদের তৈরি সামগ্রী কিনতে পারবেন।"

জানা গিয়েছে, এখানে থাকা এই ছটি স্টলের মধ্যে একটিতে বিশ্ব বাংলা ব্র্যান্ডের পণ্য থাকছে, আর একটি স্টলে থাকবে বাংলার ভৌগোলিক নির্দেশক পণ্য অর্থাৎ জিআই প্রোডাক্ট। বাকি চারটি স্টলে জেলার থেকে আসা কারিগরদের সুযোগ দেওয়া হবে তাঁদের পণ্য প্রদর্শন ও বিক্রির জন্য। জানা গিয়েছে, এই চারটি স্টলে প্রতি 14 দিন অন্তর একটি ভিন্ন জেলার কারিগরদের পণ্য প্রদর্শনের সুযোগ দেওয়া হবে।

এদিন উদ্বোধন পর্বে নদিয়া, আলিপুরদুয়ার, বীরভূম ও বাঁকুড়ার কারিগররা তাঁদের শিল্প প্রদর্শনের সুযোগ পেয়েছেন। এদিন এই বাংলার হাটের উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং সেখানে থাকা কারিগরদের সঙ্গে কথা বলেন। তাদের সুবিধা-অসুবিধা সম্পর্কে জানতে চান। এই সময় এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পান্থ, এমএসএমই ও টেক্সটাইল দফতরের প্রধান সচিব রাজেশ পাণ্ডে, ছিলেন বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী-সহ অন্যান্য আধিকারিকরা।

আরও পড়ুন
'মহাকুম্ভ মৃত্যুকুম্ভ হয়ে গিয়েছে, মৃত্যুকূপের মতো', বিজেপিকে তুলোধোনা মমতার
প্রশ্নপত্র কেমন হচ্ছে ? মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে গিয়ে খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী

কলকাতা, 20 ফেব্রুয়ারি: বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারের পাশে একটি নতুন প্রদর্শনী কেন্দ্রের উদ্বোধন করেন এবং এর নামকরণ করেন 'রূপান্ন'। একইসঙ্গে, কনভেনশন সেন্টারের সংলগ্ন 'বাংলার হাট'-এরও উদ্বোধন করেন তিনি। 'বাংলার হাট'-এ ছয়টি স্থায়ী স্টল রয়েছে, যেখানে বাংলার বিভিন্ন জেলার হস্তশিল্প ও হ্যান্ডলুমের বিভিন্ন সামগ্রী প্রদর্শিত ও বিক্রিত হবে।

ক্ষুদ্র মাঝারি এবং কুটির শিল্প ও টেক্সটাইল দফতরের শীর্ষ আধিকারিকের কথায়, "বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে সারা বছর ধরেই জাতীয় ও আন্তর্জাতিক সম্মেলন হয়। বিশ্বের নানা প্রান্ত থেকে প্রতিনিধি আসেন ৷ কিন্তু, তাঁরা সময়ের অভাবে বাংলার হস্তশিল্প ও তাঁতশিল্পের পণ্য দেখার সুযোগ পান না। সেই কারণেই 'বাংলার হাট' তৈরি করা হয়েছে, যাতে এসব শিল্পকে কনভেনশন সেন্টারের মধ্যেই তুলে ধরা যায়। এতে বাংলার কারিগররাও উপকৃত হবেন, কারণ প্রতিনিধিরা এখান থেকেই তাঁদের তৈরি সামগ্রী কিনতে পারবেন।"

জানা গিয়েছে, এখানে থাকা এই ছটি স্টলের মধ্যে একটিতে বিশ্ব বাংলা ব্র্যান্ডের পণ্য থাকছে, আর একটি স্টলে থাকবে বাংলার ভৌগোলিক নির্দেশক পণ্য অর্থাৎ জিআই প্রোডাক্ট। বাকি চারটি স্টলে জেলার থেকে আসা কারিগরদের সুযোগ দেওয়া হবে তাঁদের পণ্য প্রদর্শন ও বিক্রির জন্য। জানা গিয়েছে, এই চারটি স্টলে প্রতি 14 দিন অন্তর একটি ভিন্ন জেলার কারিগরদের পণ্য প্রদর্শনের সুযোগ দেওয়া হবে।

এদিন উদ্বোধন পর্বে নদিয়া, আলিপুরদুয়ার, বীরভূম ও বাঁকুড়ার কারিগররা তাঁদের শিল্প প্রদর্শনের সুযোগ পেয়েছেন। এদিন এই বাংলার হাটের উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং সেখানে থাকা কারিগরদের সঙ্গে কথা বলেন। তাদের সুবিধা-অসুবিধা সম্পর্কে জানতে চান। এই সময় এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পান্থ, এমএসএমই ও টেক্সটাইল দফতরের প্রধান সচিব রাজেশ পাণ্ডে, ছিলেন বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী-সহ অন্যান্য আধিকারিকরা।

আরও পড়ুন
'মহাকুম্ভ মৃত্যুকুম্ভ হয়ে গিয়েছে, মৃত্যুকূপের মতো', বিজেপিকে তুলোধোনা মমতার
প্রশ্নপত্র কেমন হচ্ছে ? মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে গিয়ে খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.