ETV Bharat / bharat

'বিজেপি হেরেছে' বলায় জুকারবার্গকে ডাকবে সংসদীয় কমিটি, ক্ষমা চাইতে বললেন নিশিকান্ত - NISHIKANT DUBEY ON ZUCKERBERG

মেটার সহ-প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ দাবি করেছেন, 2024 সালের লোকসভা নির্বাচনে ভারতে পরাজিত হয়েছে বিজেপি ৷ এবার মেটাকে সমন পাঠানোর সিদ্ধান্ত নিল সংসদীয় কমিটি ৷

Nishikant Dubey and Mark Zuckerberg
(বাঁদিক থেকে) নিশিকান্ত দুবে এবং মার্ক জুকারবার্গ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 14, 2025, 8:08 PM IST

নয়াদিল্লি, 14 জানুয়ারি: ভারতের গণতন্ত্রকে কালিমালিপ্ত করেছে সোশাল মিডিয়া সংস্থা মেটা ৷ তাদের ক্ষমা চাইতে হবে । এমনই দাবি করেছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে ৷ একটি সাক্ষাৎকারে সংস্থার কর্ণধার মার্ক জুকারবার্গ মন্তব্য করেন, ভারতের শাসকদল লোকসভা নির্বাচনে পরাজিত হয়েছে ৷ এরপরই এমন কড়া প্রতিক্রিয়া এসেছে গেরুয়া শিবিরের তরফে ।

নিশিকান্ত দুবে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন, "এই ভুল তথ্যের জন্য আমাদের কমিটি মেটাকে সমন পাঠাবে ৷ যে কোনও গণতান্ত্রিক দেশের বিরুদ্ধে ভুল তথ্য় প্রচার করলে তা সেই দেশের ভাবমূর্তিকে কলঙ্কিত করে ৷ ভারতের সংসদ এবং দেশের মানুষের কাছে এই সংস্থাকে ক্ষমা চাইতেই হবে ৷"

মার্ক জুকারবার্গের এহেন মন্তব্যের প্রথম সমালোচনা করেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ৷ তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, "ভারত বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্র ৷ 2024 সালের লোকসভা নির্বাচনে 64 কোটিরও বেশি ভোটার ভোট দিয়েছেন ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির নেতৃত্বে ভারতের নাগরিকরা আবারও এনডিএ জোটের উপর ভরসা রেখেছেন ৷"

তিনি আরও লেখেন, "জুকারবার্গ দাবি করেছেন, কোভিড-পরবর্তী সময়ে 2024 সালের নির্বাচনগুলিতে বেশির ভাগ দেশেই শাসকদল পরাজিত হয়েছে ৷ এদিকে 80 কোটি মানুষকে বিনামূল্যে খাবার দেওয়া, কোনও মূল্য ছাড়াই 220 কোটি ভ্যাকসিন দেওয়ার পাশাপাশি কোভিডের সময় বিশ্বের বিভিন্ন দেশে সাহায্য পাঠিয়েছে ভারত ৷ আমরা বিশ্বের দ্রুত বৃদ্ধি পাওয়া অর্থনীতি হয়ে উঠেছি ৷ প্রধানমন্ত্রী ধারাবাহিকভাবে তৃতীয়বার জয়ী হয়েছেন ৷ এটা সুশাসন এবং মানুষের বিশ্বাসের প্রমাণ ৷"

এই পোস্টটিকে সমর্থন জানিয়ে নিশিকান্ত দুবে মার্ক জুকারবার্গকে ক্ষমা চাইতে হবে দাবি করে আরেকটি পোস্ট করেন ৷ তিনি সংসদের তথ্য ও সম্প্রচার বিষয়ক কমিটির প্রধান ৷ এদিন সংবাদসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে নিশিকান্ত দুবে বলেন, "20 থেকে 24 জানুয়ারির মধ্যে মেটার আধিকারিকদের তলব করা হবে ৷"

জো রেগান-এর পডকাস্টে অংশ নিয়েছিলেন ফেসবুক-এর সহ-প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ ৷ তিনি সেখানে বলেন, "সরকারগুলি কোভিডের মোকাবিলা কীভাবে করেছে তার জন্যও অথবা কোভিড পরিস্থিতি সামলাতে গিয়ে যে অর্থনীতিতে চলেছে, তার ফলে শুধু আমেরিকাতেই নয় সারা বিশ্বের বহু দেশেই শাসকদলের পরাজয় হয়েছে ৷ মানুষের বিশ্বাস হারিয়েছে তারা ৷" নির্বাচনে শাসকদল পরাজিত হয়েছে, এমন দেশের তালিকায় তিনি ভারতের নামও উল্লেখ করেছিলেন ৷ তারপরই মোদি মন্ত্রিসভার সদস্য অশ্বিনী বৈষ্ণব ও নিশিকান্ত দুবেদের এই প্রতিক্রিয়া প্রকাশ্যে আসে ৷

নয়াদিল্লি, 14 জানুয়ারি: ভারতের গণতন্ত্রকে কালিমালিপ্ত করেছে সোশাল মিডিয়া সংস্থা মেটা ৷ তাদের ক্ষমা চাইতে হবে । এমনই দাবি করেছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে ৷ একটি সাক্ষাৎকারে সংস্থার কর্ণধার মার্ক জুকারবার্গ মন্তব্য করেন, ভারতের শাসকদল লোকসভা নির্বাচনে পরাজিত হয়েছে ৷ এরপরই এমন কড়া প্রতিক্রিয়া এসেছে গেরুয়া শিবিরের তরফে ।

নিশিকান্ত দুবে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন, "এই ভুল তথ্যের জন্য আমাদের কমিটি মেটাকে সমন পাঠাবে ৷ যে কোনও গণতান্ত্রিক দেশের বিরুদ্ধে ভুল তথ্য় প্রচার করলে তা সেই দেশের ভাবমূর্তিকে কলঙ্কিত করে ৷ ভারতের সংসদ এবং দেশের মানুষের কাছে এই সংস্থাকে ক্ষমা চাইতেই হবে ৷"

মার্ক জুকারবার্গের এহেন মন্তব্যের প্রথম সমালোচনা করেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ৷ তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, "ভারত বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্র ৷ 2024 সালের লোকসভা নির্বাচনে 64 কোটিরও বেশি ভোটার ভোট দিয়েছেন ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির নেতৃত্বে ভারতের নাগরিকরা আবারও এনডিএ জোটের উপর ভরসা রেখেছেন ৷"

তিনি আরও লেখেন, "জুকারবার্গ দাবি করেছেন, কোভিড-পরবর্তী সময়ে 2024 সালের নির্বাচনগুলিতে বেশির ভাগ দেশেই শাসকদল পরাজিত হয়েছে ৷ এদিকে 80 কোটি মানুষকে বিনামূল্যে খাবার দেওয়া, কোনও মূল্য ছাড়াই 220 কোটি ভ্যাকসিন দেওয়ার পাশাপাশি কোভিডের সময় বিশ্বের বিভিন্ন দেশে সাহায্য পাঠিয়েছে ভারত ৷ আমরা বিশ্বের দ্রুত বৃদ্ধি পাওয়া অর্থনীতি হয়ে উঠেছি ৷ প্রধানমন্ত্রী ধারাবাহিকভাবে তৃতীয়বার জয়ী হয়েছেন ৷ এটা সুশাসন এবং মানুষের বিশ্বাসের প্রমাণ ৷"

এই পোস্টটিকে সমর্থন জানিয়ে নিশিকান্ত দুবে মার্ক জুকারবার্গকে ক্ষমা চাইতে হবে দাবি করে আরেকটি পোস্ট করেন ৷ তিনি সংসদের তথ্য ও সম্প্রচার বিষয়ক কমিটির প্রধান ৷ এদিন সংবাদসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে নিশিকান্ত দুবে বলেন, "20 থেকে 24 জানুয়ারির মধ্যে মেটার আধিকারিকদের তলব করা হবে ৷"

জো রেগান-এর পডকাস্টে অংশ নিয়েছিলেন ফেসবুক-এর সহ-প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ ৷ তিনি সেখানে বলেন, "সরকারগুলি কোভিডের মোকাবিলা কীভাবে করেছে তার জন্যও অথবা কোভিড পরিস্থিতি সামলাতে গিয়ে যে অর্থনীতিতে চলেছে, তার ফলে শুধু আমেরিকাতেই নয় সারা বিশ্বের বহু দেশেই শাসকদলের পরাজয় হয়েছে ৷ মানুষের বিশ্বাস হারিয়েছে তারা ৷" নির্বাচনে শাসকদল পরাজিত হয়েছে, এমন দেশের তালিকায় তিনি ভারতের নামও উল্লেখ করেছিলেন ৷ তারপরই মোদি মন্ত্রিসভার সদস্য অশ্বিনী বৈষ্ণব ও নিশিকান্ত দুবেদের এই প্রতিক্রিয়া প্রকাশ্যে আসে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.