কলকাতা, 28 জানুয়ারি: 'মিত্তির বাড়ি'তে কারা এরা ? অল্লু-রশ্মিকা নাকি জোনাকি-ধ্রুব ? বোঝা দায় । আসল ব্যাপারটা হল বাংলা ধারাবাহিকে আরও একবার 'পুষ্পা' ঝড় । এর আগে 'কথা' ধারাবাহিকে শোনা যায় পুষ্পা রাজের সেই বিখ্যাত সংলাপ 'রাফফা রাফফা'৷ আর এবার দোষীকে ধরতে অল্লু অর্জুন এবং রশ্মিকার 'স্বামী' গানের সঙ্গে চোখ ধাঁধানো নাচে মেতে উঠলেন 'মিত্তির বাড়ি'র নায়ক-নায়িকা জোনাকি এবং ধ্রুব থুড়ি আদৃত রায় এবং পারিজাত চৌধুরী ।
দিন কয়েক ধরেই চলছে ধারাবাহিকের প্রোমো । সেখানে দু'জনকে জুটিতে নাচতে দেখা যাচ্ছে । নজর কেড়েছেন দু'জনেই । জানা গিয়েছে, ধারাবাহিকে আসছে পাঁচদিনের দুর্দান্ত চমক । অপরাধী হাতের মুঠোয় । জোনাকির অপহরণ কেসে রঘুর সঙ্গে কোর্টে হাড্ডাহাড্ডি লড়াই চলছে ধ্রুবর । রঘুর হয়ে ধ্রুবর বাবা জাস্টিস অজয় মিত্র সাক্ষী দেওয়ায় ছাড়া পেয়ে যায় রঘু ।
জোনাকি রঘুকে চ্যালেঞ্জ করে, ধ্রুবর মান রাখতে রঘুকে সে দোষী প্রমাণ করবেই । দাদু-ঠাম্মার আশীর্বাদে বাড়ির কয়েকজনের সমর্থনে জোনাকি নেমে পড়ে ময়দানে । জোনাকির বুদ্ধির জোরে ধ্রুবর হাতে আসে রঘুর বিরুদ্ধে প্রমাণ । ধ্রুবকে নিয়ে ছদ্মবেশ ধরে জোনাকি ফাঁদ পাতে অপহরণকারীকে ধরার । 27-31 জানুয়ারির পর্বগুলি সাজানো হয়েছে এভাবেই । দেখতে হবে রাত 9টায় ।
জমকালো এই পর্ব নিয়ে পারিজাত ইটিভি ভারতের প্রতিনিধিকে বলেন, "খুব যে আমরা প্র্যাকটিস করেছি তা নয় । আমি এবং আদৃত দুজনেই নাচতে ভালোবাসি । আর আমি অনেক ছোট থেকে নাচ করি, ফলে নাচটা রপ্ত করতে বেশি সময় লাগেনি । যেদিন প্রোমো শুট করেছি সেদিন আমাদের কোরিওগ্রাফার দীপান্বিতাদি এসে বলেন, চল স্টেপগুলো একটু দেখিয়ে দিই । উনি দেখিয়ে দেন আর আমরাও ঝট করে তুলে নিই । আর প্রোমোতে তো সবটাই দেখা যাচ্ছে যে কী হয়েছে । আমার মনে হয় মানুষের এই গানটার সঙ্গে আমাদের নাচ ভালো লাগার একটা অন্যতম কারণ আমাদের বন্ডিং । আমরা খুব হেসেখেলে কাজটা করি এখানে সবাই । ফলে জড়তা নেই । তাতে যে কোনও কাজই ভালোভাবে হয় ।"
বাংলা ধারাবাহিকে দক্ষিণী প্রভাব নিয়ে পারিজাত বলেন, "কোনও ভালো জিনিসের প্রভাব তো ভালোই হয় । খারাপ কীসের ? পড়ুক না দক্ষিণী প্রভাব । দিনের শেষে দর্শকের ভালো লাগাই আসল কথা । তাদের কথা ভেবেই কাজটা করা । তাদের ভালো লাগলেই হল ।"
এই ব্যাপারে আদৃতের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি । ধারাবাহিকে অন্যান্য সব চরিত্রে রয়েছেন শঙ্কর চক্রবর্তী, অনুরাধা রায়, দুলাল লাহিড়ী, সোনালী চৌধুরী, অনন্যা বন্দ্যোপাধ্যায়, সোহেল দত্ত-সহ আরও অনেকে ।