ETV Bharat / bharat

রাশিয়ার সেনায় কর্মরত ভারতীয়ের মৃত্যু, জখম 1; - DEATH OF INDIAN IN RUSSIAN MILITARY

ফের মৃত্যু হয়েছে রাশিয়ার সেনায় কর্মরত এক ভারতীয়র ৷ আরেক ভারতীয় জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ৷ এই অবস্থায় বাকি ভারতীদের ফেরত পাঠানোর আর্জি কেন্দ্রের ৷

Indian Died in Russia
রাশিয়ার যুদ্ধক্ষেত্রে মৃত্যু ভারতীয়ের (ছবি: এপি)
author img

By PTI

Published : Jan 14, 2025, 9:41 PM IST

নয়াদিল্লি, 14 জানুয়ারি: রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মৃত্যু আরও এক ভারতীয়র ৷ এই নিয়ে রাশিয়ার সেনাবাহিনীতে থাকা 10 ভারতীয়র মৃত্যু হল ৷ মঙ্গলবার এই খবরটি নিশ্চিত করেছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল ৷ আরেক ভারতীয় জখম হয়েছেন ৷ তিনি রাজধানী মস্কোর একটি হাসপাতালে চিকিৎসাধীন ৷

এই পরিস্থিতিতে রাশিয়ার সেনাবাহিনীতে থাকা সব ভারতীয়কে দেশে ফেরাতে চায় কেন্দ্রীয় সরকার ৷ এদিন রণধীর জয়সওয়াল বলেন, "কেরলের এক বাসিন্দার মৃত্যু হয়েছে ৷ আরেকজন আহত এবং মস্কোর একটি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে ৷" পাশাপাশি দিল্লিতে রাশিয়ার দূতাবাসেও যোগাযোগ করেছে সরকার । এমনটাই জানিয়েছেন মুখপাত্র রণধীর জয়সওয়াল ৷ তিনি আরও বলেন, "আমরা বারবার দাবি জানিয়েছি, বাকি ভারতীয় নাগরিকদের দ্রুত ফিরিয়ে দেওয়া হোক ৷" এই নিয়ে সোশাল মিডিয়ায় একটি পোস্টও করেছেন রণধীর ৷

সোমবার কেরলের ত্রিশূরের বাসিন্দা বিনিল টিবি নামে এক ব্যক্তির মৃত্যুর খবরটি সামনে আসে ৷ তাঁর এক আত্মীয় রাশিয়ায় তাঁর মৃত্যুর খবরটি প্রকাশ করেন ৷ তাঁর মৃত্যু কীভাবে হয়েছে, তা জানায়নি ভারত সরকার তরফে ৷

গত বছরের জুলাই মাসে মস্কো সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেবার তাঁর সঙ্গে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকে রাশিয়ার সেনাবাহিনীতে থাকা ভারতীয় নাগরিকদের ফিরিয়ে দেওয়ার প্রসঙ্গটি ওঠে ৷ সরকারি তথ্য অনুযায়ী, গত কয়েক মাসে রাশিয়ার সেনায় কর্মরত 9 জন ভারতীয়ের মৃত্যু হয়েছে ৷ বিনিলের মৃত্যুতে সেই সংখ্যা দাঁড়াল 10 ৷

রণধীর জয়সওয়াল বলেন, "কেরলের এই ভারতীয় নাগরিকের দুর্ভাগ্যজনক মৃত্যুর খবর আমরা জানতে পেরেছি ৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে, তিনি রাশিয়ার সেনাবাহিনীতে নিযুক্ত ছিলেন ৷ কেরলেরই আরেক নাগরিক একইভাবে রাশিয়ার সেনাবাহিনীতে কর্মরত ৷ তিনি জখম হয়েছেন এবং মস্কোর হাসপাতালে চিকিৎসাধীন ৷"

মৃত ভারতীয় নাগরিকের প্রতি সমবেদনা জানিয়ে জয়সওয়াল বলেন, "মৃতের পরিবারকে আমরা আমাদের আন্তরিক সমবেদনা জানাই ৷ মস্কোয় ভারতীয় দূতাবাস মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে ৷ সবরকম সাহায্য করা হচ্ছে ৷" এরপরই তিনি জানান, মৃত ভারতীয়ের দেহ মস্কো থেকে ভারতে আনার বিষয়ে রাশিয়ার কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে ৷ তিনি বলেন, "আমরা যত দ্রুত সম্ভব মৃতের দেহ পাঠানো এবং জখম ভারতীয়কে দেশে ফেরানোর কথা জানিয়েছি ৷" এই বিষয়ে মস্কো এবং দিল্লি দু'জায়গাতেই রাশিয়ার কর্তৃপক্ষের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে আশ্বস্ত করেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র ৷ গত বছরের অক্টোবরে সরকারের পক্ষে জানানো হয়েছিল যে, 85 জন ভারতীয় নাগরিককে রাশিয়ার সেনাবাহিনী থেকে ছেড়ে দেওয়া হয়েছে ৷ পাশাপাশি আরও 20 জনের মুক্তির চেষ্টা চলছে ৷

নয়াদিল্লি, 14 জানুয়ারি: রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মৃত্যু আরও এক ভারতীয়র ৷ এই নিয়ে রাশিয়ার সেনাবাহিনীতে থাকা 10 ভারতীয়র মৃত্যু হল ৷ মঙ্গলবার এই খবরটি নিশ্চিত করেছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল ৷ আরেক ভারতীয় জখম হয়েছেন ৷ তিনি রাজধানী মস্কোর একটি হাসপাতালে চিকিৎসাধীন ৷

এই পরিস্থিতিতে রাশিয়ার সেনাবাহিনীতে থাকা সব ভারতীয়কে দেশে ফেরাতে চায় কেন্দ্রীয় সরকার ৷ এদিন রণধীর জয়সওয়াল বলেন, "কেরলের এক বাসিন্দার মৃত্যু হয়েছে ৷ আরেকজন আহত এবং মস্কোর একটি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে ৷" পাশাপাশি দিল্লিতে রাশিয়ার দূতাবাসেও যোগাযোগ করেছে সরকার । এমনটাই জানিয়েছেন মুখপাত্র রণধীর জয়সওয়াল ৷ তিনি আরও বলেন, "আমরা বারবার দাবি জানিয়েছি, বাকি ভারতীয় নাগরিকদের দ্রুত ফিরিয়ে দেওয়া হোক ৷" এই নিয়ে সোশাল মিডিয়ায় একটি পোস্টও করেছেন রণধীর ৷

সোমবার কেরলের ত্রিশূরের বাসিন্দা বিনিল টিবি নামে এক ব্যক্তির মৃত্যুর খবরটি সামনে আসে ৷ তাঁর এক আত্মীয় রাশিয়ায় তাঁর মৃত্যুর খবরটি প্রকাশ করেন ৷ তাঁর মৃত্যু কীভাবে হয়েছে, তা জানায়নি ভারত সরকার তরফে ৷

গত বছরের জুলাই মাসে মস্কো সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেবার তাঁর সঙ্গে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকে রাশিয়ার সেনাবাহিনীতে থাকা ভারতীয় নাগরিকদের ফিরিয়ে দেওয়ার প্রসঙ্গটি ওঠে ৷ সরকারি তথ্য অনুযায়ী, গত কয়েক মাসে রাশিয়ার সেনায় কর্মরত 9 জন ভারতীয়ের মৃত্যু হয়েছে ৷ বিনিলের মৃত্যুতে সেই সংখ্যা দাঁড়াল 10 ৷

রণধীর জয়সওয়াল বলেন, "কেরলের এই ভারতীয় নাগরিকের দুর্ভাগ্যজনক মৃত্যুর খবর আমরা জানতে পেরেছি ৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে, তিনি রাশিয়ার সেনাবাহিনীতে নিযুক্ত ছিলেন ৷ কেরলেরই আরেক নাগরিক একইভাবে রাশিয়ার সেনাবাহিনীতে কর্মরত ৷ তিনি জখম হয়েছেন এবং মস্কোর হাসপাতালে চিকিৎসাধীন ৷"

মৃত ভারতীয় নাগরিকের প্রতি সমবেদনা জানিয়ে জয়সওয়াল বলেন, "মৃতের পরিবারকে আমরা আমাদের আন্তরিক সমবেদনা জানাই ৷ মস্কোয় ভারতীয় দূতাবাস মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে ৷ সবরকম সাহায্য করা হচ্ছে ৷" এরপরই তিনি জানান, মৃত ভারতীয়ের দেহ মস্কো থেকে ভারতে আনার বিষয়ে রাশিয়ার কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে ৷ তিনি বলেন, "আমরা যত দ্রুত সম্ভব মৃতের দেহ পাঠানো এবং জখম ভারতীয়কে দেশে ফেরানোর কথা জানিয়েছি ৷" এই বিষয়ে মস্কো এবং দিল্লি দু'জায়গাতেই রাশিয়ার কর্তৃপক্ষের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে আশ্বস্ত করেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র ৷ গত বছরের অক্টোবরে সরকারের পক্ষে জানানো হয়েছিল যে, 85 জন ভারতীয় নাগরিককে রাশিয়ার সেনাবাহিনী থেকে ছেড়ে দেওয়া হয়েছে ৷ পাশাপাশি আরও 20 জনের মুক্তির চেষ্টা চলছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.