নয়াদিল্লি, 11 মে: ব্যবধান মাত্র কয়েক ঘণ্টার। দিল্লির মুখ্যমন্ত্রীকে কড়া জবাব দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার জামিন পাওয়ার একদিন পর শনিবার আপ প্রধান জানান, এবার বিজেপি ক্ষমতায় এলে এক বছরের মধ্যে দেশের প্রধানমন্ত্রী হবেন অমিত শাহ। এই বক্তব্য প্রকাশ্যে আসার অব্যবহিত পরেই জবাব দিলেন শাহ। স্পষ্ট জানিয়ে দিলেন, বিজেপির সংবিধানে এমন কোনও কথা লেখা নেই যার জেরে কারও বয়স 75 বছর পেরিয়ে গেলে তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন না। বিজেপির ইতিহাসের সফলতম সভাপতি আরও জানান, নরেন্দ্র মোদির তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়া নিয়ে বিজেপি কর্মীদের মধ্যে কোনও সংশয় নেই। পাশাপাশি আপ-সহ বিরোধী শিবিরকে কড়া আক্রমণও করেন তিনি।
শাহ বলেন,"অরবিন্দ-সহ বিরোধী জোটের নেতাদের বলতে চাই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বয়স 75 হতে চলেছে বলে আনন্দিত হওয়ার কিছু নেই। বিজেপির সংবিধানে এমন কোনও কথা বলা নেই যার ফলে 75 বয়স পেরিয়ে গেলে কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। নরেন্দ্র মোদি নিজের মেয়াদ শেষ করবেন। আগামিদিনে তিনিই দেশকে নেতৃত্ব দেবেন। বিজেপি কর্মীদের মধ্যে এ নিয়ে কোনও সংশয় নেই।"