সুতি, 13 জানুয়ারি: ভুয়ো আধার কার্ড তৈরির চক্রের হদিশ মিলল মুর্শিদাবাদের সুতিতে। সীমান্তবর্তী এলাকায় আধার সেন্টার তৈরি করে জাল কার্ড তৈরি করা হত বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় অভিযুক্ত সুতি থেকে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সুতি থানার নুরপুরে একটি দোকানে হানা দিয়ে প্রচুর পরিমাণে জাল আধার কার্ডের এনরোলমেন্ট স্লিপ-সহ আধার কার্ড তৈরির সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়। ধৃতরা হল ইসমাইল শেখ, আকবর আলি, মনোজ কুমার মণ্ডল। ইসমাইল ও আকবর বড় কাকরামারির বাসিন্দা, মনোজের বাড়ি রমাকান্তপুর। এক একটি ভুয়ো আধার কার্ড তৈরির বিনিময়ে মোটা টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ। এই খবর পেতেই সেখানে হানা দেয় পুলিশ। কীভাবে তারা এই ভুয়ো আধার কার্ডের চক্র চালাত এবং এই কারবারে আর কারা জড়িত রয়েছে, তা জানতে ধৃতদের হেফাজত নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
ফরাক্কার এসডিপিও আমিনুল ইসলাম খান বলেন, "গোপন তথ্যের ভিত্তিতে আমরা গভীর রাতে ওই দোকানে হানা দিয়ে তিনজনকে গ্রেফতার করেছি। এরা ভুয়ো আধার তৈরি করত বলে জানা গিয়েছে। এই চক্রে আর কেউ জড়িত আছে কি না, তা জানার জন্য আমরা অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করছি।"
জাল আধার কার্ড ও অন্যান্য নথি ব্যাবহার করে যখন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পাসপোর্ট তৈরি চক্রের পণ্ডাদের গ্রেফতার করা হচ্ছে। ঠিক তখনই অবৈধভাবে জাল আধার কার্ড তৈরির অভিযোগে সীমান্তবর্তী এলাকা থেকে এই চক্রের হদিশ মিলতেই চাঞ্চল্য ছড়িয়েছে। আটক তিন যুবকের কথাবার্তায় প্রচুর অসঙ্গতি ধরা পড়ে। পুলিশের কাছে তারা স্বীকার করে আধার কার্ড তৈরির কোনও বৈধ কাগজপত্র তাদের নেই। ফলে তাদের গ্রেফতার করে পুলিস।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঝাড়খণ্ডের একটি আইডি ব্যবহার করত তারা। সেই আইডির পাসওয়ার্ডও হাতিয়েছিল ধৃতরা। এমনকী হাতানো আইডির মালিকের ল্যাটেক্স ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে নকল করে আইডিতে লগ ইন করত তারা। আধার কার্ড তৈরির জন্য যতবার সিস্টেমে লগ ইন করতে হয়, ততবার মালিকের ফিঙ্গার প্রিন্ট স্ক্যান করার প্রয়োজন পড়ে। সেই কারণে ধৃত ব্যক্তিরা 'সিন্থেটিক ল্যাটেক্স' ব্যবহার করে আসল আইডির মালিকের ফিঙ্গারপ্রিন্ট জাল করেছিল।
এদিকে, সুতি নুরপুর এলাকার পাশেই পদ্মানদী। নদীর ওপ্রান্তে বিস্তীর্ণ চরাভূমি। কয়েক শত মিটার দূরেই বাংলাদেশ। নুরপুর এলাকা বাংলাদেশের খুব কাছাকাছি হওয়ায় এই এলাকা দিয়েই বাংলাদেশিরা অনুপ্রবেশের চেষ্টা করে থাকে।