গ্যাংটক, 13 জানুয়ারি: প্রতিবেশী সিকিমের রাজধানী গ্যাংটকের একটি বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ৷ 10 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন ও জনবহুল এলাকার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা ৷ জানা গিয়েছে, এই অগ্নিকাণ্ডের জেরে বহুতলে পরপর পাঁচটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে ৷ তবে, এই ঘটনায় কোনও হতাহতের খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি ৷
সিকিম পুলিশের ডিরেক্টর জেনারেল অক্ষয় সচদেবা জানিয়েছেন, সোমবার সকালে স্থানীয়রা বহুতলের ভিতর থেকে আগুনের শিখা দেখতে পান ৷ তাঁরাই পুলিশকে খবর দেন ৷ জানা গিয়েছে, প্রথমে গ্যাংটক দমকল কেন্দ্র থেকে তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় ৷ তার কিছুক্ষণ পরে আরও দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে ৷
কিন্তু, ওই বহুতলে অনেকটা অংশ কাঠ দিয়ে তৈরি হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে ৷ আর তারই মধ্যে একের পর এক মোট পাঁচটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয় ৷ তার জেরে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়তে থাকে ৷ জনবহুল এলাকা হওয়ায় ওই বহুতলের আশেপাশের বাড়ি ও বিল্ডিংগুলিও খালি করে দেওয়া হয় ৷ এরপর আগুন নেভানোর জন্য পাকইয়ং, সিংথাম ও নামচি থেকে আরও তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় ৷
প্রায় 4 ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় ৷ সিলিন্ডার বিস্ফোরণের কারণে বিপর্যয় মোকাবিলা দলও ঘটনাস্থলে পৌঁছায় ৷ পরে দমকল ও বিপর্যয় মোকাবিলা দল আগুন লাগা একটি ঘর থেকে আরও দু’টি সিলিন্ডার উদ্ধার করে ৷ সেগুলিকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷ এই ঘটনার জেরে সকাল থেকেই ওই এলাকায় 10 নম্বর জাতীয় সড়কে যান চলাচল বন্ধ করে দেয় প্রশাসন ৷
এ নিয়ে ডিজিপি অক্ষয় সচদেবা বলেন, "আপাতত জাতীয় সড়ক দিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়েছে ৷ তবে, কীভাবে আগুন লাগলো, তা এখনই বলা সম্ভব নয় ৷ শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে ৷ তবে, পাঁচটি সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে ৷ কোথা থেকে এত সিলিন্ডার আসল, তা খতিয়ে দেখা হবে ৷ হতাহতের কোনও খবর নেই ৷"