ETV Bharat / bharat

আজ থেকে আকাশপথে মহাকুম্ভ দর্শন, হেলিকপ্টার জয়রাইডের খরচ কমে অর্ধেকেরও কম - MAHA KUMBH HELICOPTER JOYRIDE

হেলিকপ্টার জয়রাইডে বিশাল মহাকুম্ভ এলাকা আকাশ থেকে দেখার সুযোগ পাবেন পর্যটকরা ৷ খরচের দিকটাও নজরে রেখেছে প্রশাসন ৷

ETV BHARAT
মহাকুম্ভে হেলিকপ্টার জয়রাইডের খরচ কমে অর্ধেকেরও কম (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 13, 2025, 1:53 PM IST

প্রয়াগরাজ, 13 জানুয়ারি: মহাকুম্ভে মহা আয়োজন ৷ 12 বছর পর মহাকুম্ভের আসরে কোনও খামতি রাখতে চায় না উত্তরপ্রদেশের সরকার ৷ পুণ্যার্থীদের জন্য রয়েছে নানা ব্যবস্থা ৷ এবারও রয়েছে হেলিকপ্টারের জয়রাইড, যা শুরু আজ থেকেই ৷ আকাশপথে মেলা দর্শনের সুযোগ করে দিয়েছে প্রশাসন ৷ আর সেক্ষেত্রে তারা মাথায় রেখেছে পুণ্যার্থীদের পকেটের দিকটিতেও ৷ গত বছর হেলিকপ্টার জয়রাইডের যে ভাড়া ছিল, এবছর সেই ভাড়া অর্ধেকেরও বেশি কমিয়ে দিয়েছে যোগীর সরকার ৷

2025 সালে মহাকুম্ভ মেলার হেলিকপ্টার জয়রাইডের ভাড়া আগের বছরের থেকে এক ধাক্কায় অনেকটা কমিয়ে জনপ্রতি করা হয়েছে 1,296 টাকা ৷ সে রাজ্যের পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী জয়বীর সিং রবিবার এক বিবৃতিতে জানিয়েছেন যে, 7 থেকে 8 মিনিটের হেলিকপ্টার ভ্রমণ 13 জানুয়ারি থেকে শুরু হবে । বিবৃতিতে বলা হয়েছে, "মহাকুম্ভে হেলিকপ্টার জয়রাইডের ভাড়া এখন জনপ্রতি 1,296 টাকা, যা আগে ছিল 3,000 টাকা ৷"

এই হেলিকপ্টার ভ্রমণ পর্যটকদের প্রয়াগরাজ শহরে মহাকুম্ভ মেলা এলাকা আকাশ থেকে দেখার সুযোগ করে দেবে । জয়রাইডটি www.upstdc.co.in এর মাধ্যমে অনলাইনে বুক করা যাবে এবং ভারত সরকারেরই প্রতিষ্ঠান পবন হংস এই জয়রাইড পরিচালনা করবে । আবহাওয়ার পরিস্থিতির উপর নির্ভর করে রাইডগুলি 'নিরন্তর' চলবে বলে বিবৃতিতে বলা হয়েছে । উত্তরপ্রদেশ পর্যটন ও সংস্কৃতি বিভাগ মেলাস্থলে জলের নানা খেলাধুলো ও অ্যাডভেঞ্চার স্পোর্টসের ব্যবস্থা করেছে ৷

24 থেকে 26 জানুয়ারি পর্যন্ত একটি ড্রোন শো, ওয়াটার লেজার শো এবং অন্যান্য নানা অনুষ্ঠান হবে । 40 দিনব্যাপী মেলার সময় দেশজুড়ে নামী-দামি শিল্পীরা সেখানে পারফর্ম করবেন, তারই মধ্যে থাকবে উত্তরপ্রদেশ দিবস উদযাপনও । প্রখ্যাত গায়ক শঙ্কর মহাদেবনের 16 জানুয়ারি মহাকুম্ভের গঙ্গা প্যান্ডেলে পারফর্ম করার কথা রয়েছে । বিবৃতিতে বলা হয়েছে, 24 ফেব্রুয়ারি মহাকুম্ভের সমাপ্তি অনুষ্ঠানে পারফর্ম করবেন মোহিত চৌহান ৷

প্রয়াগরাজ, 13 জানুয়ারি: মহাকুম্ভে মহা আয়োজন ৷ 12 বছর পর মহাকুম্ভের আসরে কোনও খামতি রাখতে চায় না উত্তরপ্রদেশের সরকার ৷ পুণ্যার্থীদের জন্য রয়েছে নানা ব্যবস্থা ৷ এবারও রয়েছে হেলিকপ্টারের জয়রাইড, যা শুরু আজ থেকেই ৷ আকাশপথে মেলা দর্শনের সুযোগ করে দিয়েছে প্রশাসন ৷ আর সেক্ষেত্রে তারা মাথায় রেখেছে পুণ্যার্থীদের পকেটের দিকটিতেও ৷ গত বছর হেলিকপ্টার জয়রাইডের যে ভাড়া ছিল, এবছর সেই ভাড়া অর্ধেকেরও বেশি কমিয়ে দিয়েছে যোগীর সরকার ৷

2025 সালে মহাকুম্ভ মেলার হেলিকপ্টার জয়রাইডের ভাড়া আগের বছরের থেকে এক ধাক্কায় অনেকটা কমিয়ে জনপ্রতি করা হয়েছে 1,296 টাকা ৷ সে রাজ্যের পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী জয়বীর সিং রবিবার এক বিবৃতিতে জানিয়েছেন যে, 7 থেকে 8 মিনিটের হেলিকপ্টার ভ্রমণ 13 জানুয়ারি থেকে শুরু হবে । বিবৃতিতে বলা হয়েছে, "মহাকুম্ভে হেলিকপ্টার জয়রাইডের ভাড়া এখন জনপ্রতি 1,296 টাকা, যা আগে ছিল 3,000 টাকা ৷"

এই হেলিকপ্টার ভ্রমণ পর্যটকদের প্রয়াগরাজ শহরে মহাকুম্ভ মেলা এলাকা আকাশ থেকে দেখার সুযোগ করে দেবে । জয়রাইডটি www.upstdc.co.in এর মাধ্যমে অনলাইনে বুক করা যাবে এবং ভারত সরকারেরই প্রতিষ্ঠান পবন হংস এই জয়রাইড পরিচালনা করবে । আবহাওয়ার পরিস্থিতির উপর নির্ভর করে রাইডগুলি 'নিরন্তর' চলবে বলে বিবৃতিতে বলা হয়েছে । উত্তরপ্রদেশ পর্যটন ও সংস্কৃতি বিভাগ মেলাস্থলে জলের নানা খেলাধুলো ও অ্যাডভেঞ্চার স্পোর্টসের ব্যবস্থা করেছে ৷

24 থেকে 26 জানুয়ারি পর্যন্ত একটি ড্রোন শো, ওয়াটার লেজার শো এবং অন্যান্য নানা অনুষ্ঠান হবে । 40 দিনব্যাপী মেলার সময় দেশজুড়ে নামী-দামি শিল্পীরা সেখানে পারফর্ম করবেন, তারই মধ্যে থাকবে উত্তরপ্রদেশ দিবস উদযাপনও । প্রখ্যাত গায়ক শঙ্কর মহাদেবনের 16 জানুয়ারি মহাকুম্ভের গঙ্গা প্যান্ডেলে পারফর্ম করার কথা রয়েছে । বিবৃতিতে বলা হয়েছে, 24 ফেব্রুয়ারি মহাকুম্ভের সমাপ্তি অনুষ্ঠানে পারফর্ম করবেন মোহিত চৌহান ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.