ETV Bharat / state

খেলার ছলে বোমায় ছুড়ল পাথর, বিস্ফোরণে জখম পঞ্চম শ্রেণির ছাত্র - BOMB BLAST IN COOCH BEHAR

বাড়ির পাশে খেলতে গিয়ে গোলাকার বস্তুটি দেখে পাথর দিয়ে ঢিল মারে বালক । তাতে বিকট শব্দে বোমাটি ফেটে যায় । ছাত্রের ডানহাত জখম হয় ।

bomb blast in cooch behar
বোমা ফেটে গুরুতর জখম পঞ্চম শ্রেণির ছাত্র (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 13, 2025, 6:12 PM IST

কোচবিহার, 13 জানুয়ারি: বাড়ির পাশে জঙ্গলে বোমা ফেটে জখম বালক । ঘটনাটি ঘটেছে সোমবার সকালে কোচবিহারের মাথাভাঙা মহকুমার হাজরাহাটের বালাসী এলাকায় ৷ এই ঘটনায় এলাকায় শোরগোল পড়ে গিয়েছে । গুরুতর জখম অবস্থায় ওই নাবালক বর্তমানে মাথাভাঙা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ।

আহত ওই বালকের নাম চন্দ্রকুমার মণ্ডল । সে পঞ্চম শ্রেণির ছাত্র । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে ওই বালক বাড়ির পাশের একটি জঙ্গলে খেলার জন্য যায় । সেখানে বোতলের মধ্যে গোলাকার ওই বস্তুটি দেখে একটি পাথর ছুড়ে মারে ছেলেটি । এতে বিকট শব্দে বোমাটি ফেটে যায় । বালক দূরে ছিটকে পড়ে ৷ তার ডানহাত জখম হয় ।

ঘটনা নিয়ে প্রতিবেশীর বক্তব্য (ইটিভি ভারত)

বোমা ফাটার শব্দে আশেপাশের লোকজন ছুটে আসে । আহত শিশুকে চিকিৎসার জন্য মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় । তবে কীভাবে সেখানে ওই বোমা এল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মাথাভাঙা থানার পুলিশ । গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে । পাশাপাশি আশেপাশের লোকেদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ ।

এ বিষয়ে মাথাভাঙার এক পুলিশ আধিকারিক জানান, সেখানে বোমা কীভাবে এল খতিয়ে দেখা হচ্ছে । তদন্ত শুরু হয়েছে । প্রতিবেশী অর্জুন সরকার বলেন, "যতদূর শুনেছি বোতলের ভেতরে বোমা ছিল । পাথর দিয়ে ঢিল মারতেই ফেটে যায় । তাতে বালক আহত হয় ৷ তবে সেখানে বোমা কী করে এল জানি না । পুলিশ তদন্ত করছে ৷"

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সামনে বিধানসভা নির্বাচন ৷ যে কোনও নির্বাচন এলেই কোচবিহার জেলার বিভিন্ন এলাকায় বোমা ও বন্দুকের ব্যবহার দেখা যায় । গত বছর এপ্রিল মাসে লোকসভা নির্বাচন হয়ে গিয়েছে । তারপর থেকে আর কোনও নির্বাচন হয়নি । ফলে অশান্তিও অনেকটা কম ছিল । তবে এদিন ফের বোমা ফাটার ঘটনা ঘটল ৷

কোচবিহার, 13 জানুয়ারি: বাড়ির পাশে জঙ্গলে বোমা ফেটে জখম বালক । ঘটনাটি ঘটেছে সোমবার সকালে কোচবিহারের মাথাভাঙা মহকুমার হাজরাহাটের বালাসী এলাকায় ৷ এই ঘটনায় এলাকায় শোরগোল পড়ে গিয়েছে । গুরুতর জখম অবস্থায় ওই নাবালক বর্তমানে মাথাভাঙা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ।

আহত ওই বালকের নাম চন্দ্রকুমার মণ্ডল । সে পঞ্চম শ্রেণির ছাত্র । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে ওই বালক বাড়ির পাশের একটি জঙ্গলে খেলার জন্য যায় । সেখানে বোতলের মধ্যে গোলাকার ওই বস্তুটি দেখে একটি পাথর ছুড়ে মারে ছেলেটি । এতে বিকট শব্দে বোমাটি ফেটে যায় । বালক দূরে ছিটকে পড়ে ৷ তার ডানহাত জখম হয় ।

ঘটনা নিয়ে প্রতিবেশীর বক্তব্য (ইটিভি ভারত)

বোমা ফাটার শব্দে আশেপাশের লোকজন ছুটে আসে । আহত শিশুকে চিকিৎসার জন্য মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় । তবে কীভাবে সেখানে ওই বোমা এল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মাথাভাঙা থানার পুলিশ । গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে । পাশাপাশি আশেপাশের লোকেদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ ।

এ বিষয়ে মাথাভাঙার এক পুলিশ আধিকারিক জানান, সেখানে বোমা কীভাবে এল খতিয়ে দেখা হচ্ছে । তদন্ত শুরু হয়েছে । প্রতিবেশী অর্জুন সরকার বলেন, "যতদূর শুনেছি বোতলের ভেতরে বোমা ছিল । পাথর দিয়ে ঢিল মারতেই ফেটে যায় । তাতে বালক আহত হয় ৷ তবে সেখানে বোমা কী করে এল জানি না । পুলিশ তদন্ত করছে ৷"

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সামনে বিধানসভা নির্বাচন ৷ যে কোনও নির্বাচন এলেই কোচবিহার জেলার বিভিন্ন এলাকায় বোমা ও বন্দুকের ব্যবহার দেখা যায় । গত বছর এপ্রিল মাসে লোকসভা নির্বাচন হয়ে গিয়েছে । তারপর থেকে আর কোনও নির্বাচন হয়নি । ফলে অশান্তিও অনেকটা কম ছিল । তবে এদিন ফের বোমা ফাটার ঘটনা ঘটল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.