কলকাতা, 15 ফেব্রুয়ারি: ইতিহাসের সামনে গঙ্গাপাড়ের ক্লাব ৷ এখনও পর্যন্ত টানা দু’বার লিগ শিল্ড জেতার কৃতিত্ব কারও নেই ৷ লিগ টপার হিসেবে শেষ করলে সেই রেকর্ড গড়ার পাশাপাশি লিগ শিল্ডের সংখ্যায় মুম্বই সিটি এফসি’কে ছুঁয়ে ফেলবে সবুজ-মেরুন ৷ গোয়ার জয়ে অপেক্ষা বাড়লেও লিগ শিল্ড জয়ের খুব কাছে মোহনবাগান সুপার জায়ান্ট । মহমেডানকে হারিয়ে সেই দুরত্বটাই আরও কমাতে চাইছে হোসে মোলিনার ছেলেরা ৷
এই মুহূর্তে 20 ম্যাচ খেলে 46 পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে তারা ৷ এখনও 4টি ম্যাচ বাকি রয়েছে ৷ তারমধ্যে কেরল ব্লাস্টার্স, মুম্বই সিটি এফসি’র বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলতে হবে ৷ ঘরের মাঠে এফসি গোয়া, ওড়িশা এফসি’র মতো প্রতিপক্ষ রয়েছে ৷ ফলে পয়েন্ট পাওয়া খুব একটা সহজ হবে না ৷ গতবার 48 পয়েন্ট পেয়ে লিগ শীর্ষে শেষ করেছিল গঙ্গাপাড়ের ক্লাব ৷ এবার 49 পয়েন্ট হলেই নিজেদের টপকে যাবে মোলিনার ছেলেরা ৷ আইএসএলের ইতিহাসে সর্বোচ্চ পয়েন্ট পেয়ে লিগ শিল্ড জেতার হাতছানি রয়েছে তাদের সামনে ৷
New Platforms, Same Unmatched Excitement! 🫶
— Indian Super League (@IndSuperLeague) February 14, 2025
Watch the ISL action LIVE on @JioHotstar, #StarSports, and #AsianetPlus from 14th February, 2025 onwards! ⚽
Check out all things #ISL here: https://t.co/TImaO4nt65#LetsFootball | @StarSportsIndia pic.twitter.com/QQAgnoxSlL
শেষ কয়েক ম্যাচে দুরন্ত ফর্মে রয়েছে সবুজ-মেরুন ৷ ইয়েলো আর্মিকে হারালে লিগ শিল্ডের দুরত্ব আরও কমবে ৷ কোথায় দেখা যাবে মোহনবাগানের ম্যাচ ?
|
শনিবার সন্ধে 7.30 থেকে থেকে শুরু হবে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম কেরালা ব্লাস্টার্স ম্যাচ ৷ খেলা হবে জওহরলাল নেহরু স্টেডিয়ামে ৷
From clearing threats to smashing the back of the nets! 💥#OFCHFC #ISL #LetsFootball #OdishaFC #MBSG #MourtadaFall #SubhasishBose #AlbertoRodriguez pic.twitter.com/9HhawDctfE
— Indian Super League (@IndSuperLeague) February 14, 2025
|
মোহনবাগান বনাম মহমেডান ম্যাচ Sports18 3 SD নেটওয়ার্ক টিভি চ্যানেলে দেখানো হবে ৷ DD Bangla ও Colors Bangla Cinema চ্যানেলেও খেলা দেখা যাবে ৷ এছাড়াও জিও-হটস্টার অ্যাপ ও ওয়েবসাইটে সরাসরি ও বিনামূল্যে ম্যাচ দেখা যাবে ৷