ETV Bharat / sports

বিজয় হাজারেতে টানা চারটি শতরান, নজির গড়ে জাতীয় দলে ফেরার জোরালো দাবি নায়ারের - KARUN NAIR

এক নয়, দুই নয় ৷ চলতি বিজয় হাজারে ট্রফিতে পাঁচটি শতরান করেছেন করুণ নায়ার ৷ গড়ে ফেলেছেন সর্বকালীন রেকর্ডও ৷

KARUN NAIR
করুণ নায়ার (GETTY)
author img

By ETV Bharat Sports Team

Published : Jan 13, 2025, 6:13 PM IST

ভদোদরা, 13 জানুয়ারি: "প্রিয় ক্রিকেট আমাকে আরেকটা সুযোগ দাও ৷" বছরদু'য়েক আগে এক্স হ্যান্ডেলে এক ভারতীয় ক্রিকেটারের এমন পোস্ট আবেগ উসকে দিয়েছিল অনুরাগীদের ৷ ছ'টি আন্তর্জাতিক টেস্ট খেলা ক্রিকেটার দেশের জার্সিতে শেষবার খেলেছিলেন আটবছর আগে ৷ তারপর ঘরোয়া ক্রিকেট, কাউন্টির মধ্যে দিয়ে নিজেকে প্রমাণের চেষ্টা করে গিয়েছেন প্রতিনিয়ত ৷ শেষমেশ বোধহয় জিতেই গেলেন করুণ নায়ার ৷ চলতি বিজয় হাজারেতে স্বপ্নের ফর্মে বিরাজ করছেন তিনি ৷ টুর্নামেন্টে ছ'টি ইনিংসে তাঁর সংগৃহিত রান যথাক্রমে 112*, 44, 163*, 111*, 112, 122* ৷

অর্থাৎ, টুর্নামেন্টে ছ'টি ইনিংস খেলে পাঁচটি শতরান ৷ যার মধ্যে শেষ চারটি ইনিংসে টানা শতরান হাঁকিয়ে ফের জাতীয় দলে প্রত্য়াবর্তনের সম্ভাবনা জোরালো করলেন বিদর্ভ অধিনায়ক ৷ বিজয় হাজারেতে ইতিমধ্যেই গড়ে ফেলেছেন অনন্য নজির ৷ বিজয় হাজারে ট্রফির একটি সংস্করণে সর্বাধিক শতরানের নিরিখে তামিলনাড়ু এন জগদীশনের (2022-23) সঙ্গে যুগ্মভাবে আপাতত শীর্ষে তিনি ৷ তাঁর কাছে সুযোগ রয়েছে সেমিফাইনাল-ফাইনালে আরও একটি শতরান হাঁকিয়ে নজির নিজের নামের করে নেওয়ার ৷

সে যাইহোক, ভারতীয় ক্রিকেটে বর্তমানে চর্চার কেন্দ্রবিন্দুতে ইংল্য়ান্ডের বিরুদ্ধে 2016 চেন্নাই টেস্টে ত্রিশতরানের ইনিংস খেলা ক্রিকেটার ৷ রবিবার শেষ আটে রাজস্থানের বিরুদ্ধে 82 বলে বিধ্বংসী 122* রান আসে নর্দ্যাম্পটনশায়ারের হয়ে কাউন্টি খেলা ব্যাটারের ৷ তাঁর ব্য়াটে ভর করেই 39 বল বাকি থাকতে 292 রান তাড়া করে জেতে বিদর্ভ ৷ তাও আবার মাত্র এক উইকেট হারিয়ে ৷

2016 সালে জাতীয় দলের জার্সিতে জিম্বাবোয়ের বিরুদ্ধে ওডিআই অভিষেক হয়েছিল নায়ারের ৷ তবে সংক্ষিপ্ত ফরম্যাটে মাত্র দু'টো ম্যাচই খেলেছেন তিনি ৷ একই বছরে মোহালিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয় ডানহাতি ব্যাটারের ৷ চেন্নাইয়ে সিরিজের শেষ টেস্টে ট্রিপল সেঞ্চুরি করে চর্চায় আসেন তিনি ৷ পরবর্তীতে 2017 অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হোম সিরিজের দলে ডাক পেয়েছিলেন নায়ার ৷ তবে গোটা সিরিজে মাত্র 54 রান করে বাদ পড়েন জাতীয় দল থেকে ৷ তারপর আর ভারতের হয়ে লাল বলের ক্রিকেট খেলেননি তিনি ৷

আরও পড়ুন:

ভদোদরা, 13 জানুয়ারি: "প্রিয় ক্রিকেট আমাকে আরেকটা সুযোগ দাও ৷" বছরদু'য়েক আগে এক্স হ্যান্ডেলে এক ভারতীয় ক্রিকেটারের এমন পোস্ট আবেগ উসকে দিয়েছিল অনুরাগীদের ৷ ছ'টি আন্তর্জাতিক টেস্ট খেলা ক্রিকেটার দেশের জার্সিতে শেষবার খেলেছিলেন আটবছর আগে ৷ তারপর ঘরোয়া ক্রিকেট, কাউন্টির মধ্যে দিয়ে নিজেকে প্রমাণের চেষ্টা করে গিয়েছেন প্রতিনিয়ত ৷ শেষমেশ বোধহয় জিতেই গেলেন করুণ নায়ার ৷ চলতি বিজয় হাজারেতে স্বপ্নের ফর্মে বিরাজ করছেন তিনি ৷ টুর্নামেন্টে ছ'টি ইনিংসে তাঁর সংগৃহিত রান যথাক্রমে 112*, 44, 163*, 111*, 112, 122* ৷

অর্থাৎ, টুর্নামেন্টে ছ'টি ইনিংস খেলে পাঁচটি শতরান ৷ যার মধ্যে শেষ চারটি ইনিংসে টানা শতরান হাঁকিয়ে ফের জাতীয় দলে প্রত্য়াবর্তনের সম্ভাবনা জোরালো করলেন বিদর্ভ অধিনায়ক ৷ বিজয় হাজারেতে ইতিমধ্যেই গড়ে ফেলেছেন অনন্য নজির ৷ বিজয় হাজারে ট্রফির একটি সংস্করণে সর্বাধিক শতরানের নিরিখে তামিলনাড়ু এন জগদীশনের (2022-23) সঙ্গে যুগ্মভাবে আপাতত শীর্ষে তিনি ৷ তাঁর কাছে সুযোগ রয়েছে সেমিফাইনাল-ফাইনালে আরও একটি শতরান হাঁকিয়ে নজির নিজের নামের করে নেওয়ার ৷

সে যাইহোক, ভারতীয় ক্রিকেটে বর্তমানে চর্চার কেন্দ্রবিন্দুতে ইংল্য়ান্ডের বিরুদ্ধে 2016 চেন্নাই টেস্টে ত্রিশতরানের ইনিংস খেলা ক্রিকেটার ৷ রবিবার শেষ আটে রাজস্থানের বিরুদ্ধে 82 বলে বিধ্বংসী 122* রান আসে নর্দ্যাম্পটনশায়ারের হয়ে কাউন্টি খেলা ব্যাটারের ৷ তাঁর ব্য়াটে ভর করেই 39 বল বাকি থাকতে 292 রান তাড়া করে জেতে বিদর্ভ ৷ তাও আবার মাত্র এক উইকেট হারিয়ে ৷

2016 সালে জাতীয় দলের জার্সিতে জিম্বাবোয়ের বিরুদ্ধে ওডিআই অভিষেক হয়েছিল নায়ারের ৷ তবে সংক্ষিপ্ত ফরম্যাটে মাত্র দু'টো ম্যাচই খেলেছেন তিনি ৷ একই বছরে মোহালিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয় ডানহাতি ব্যাটারের ৷ চেন্নাইয়ে সিরিজের শেষ টেস্টে ট্রিপল সেঞ্চুরি করে চর্চায় আসেন তিনি ৷ পরবর্তীতে 2017 অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হোম সিরিজের দলে ডাক পেয়েছিলেন নায়ার ৷ তবে গোটা সিরিজে মাত্র 54 রান করে বাদ পড়েন জাতীয় দল থেকে ৷ তারপর আর ভারতের হয়ে লাল বলের ক্রিকেট খেলেননি তিনি ৷

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.