ETV Bharat / bharat

প্রয়াগরাজে শুরু মহাকুম্ভ, ভক্তদের উদ্দেশ্যে বিশেষ বার্তা প্রধানমন্ত্রীর - MAHA KUMBH MELA 2025

আজ থেকে শুরু মহাকুম্ভ ৷ লক্ষ লক্ষ ভক্তদের ভিড়ে সেজে উঠেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ ৷ ভক্তদের বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

MAHA KUMBH MELA 2025
প্রয়াগরাজে শুরু মহাকুম্ভ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 13, 2025, 3:05 PM IST

প্রয়াগরাজ, 13 জানুয়ারি: আজ থেকে শুরু মহাকুম্ভ ৷ আগামী 45 দিন ধরে চলবে ঐতিহাসিক এই মেলা ৷ সোমবার মহাকুম্ভ পূর্ণিমার দিন গঙ্গা, সরস্বতী ও যমুনার 'ত্রিবেণী সঙ্গম'-এর জলে পূণ্য স্নান সেড়ে বিশেষ এই মেলার সূচনা করলেন দেশ-বিদেশ থেকে আগত লক্ষ লক্ষ ভক্ত ৷ ধূপের গন্ধ ও ফুলের সাজে সেজে উঠেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ ৷ বিশেষ এই দিনে ভক্তদের উদ্দেশ্য়ে বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

এক্স হ্যান্ডেলে মোদি লেখেন, "ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধে বিশ্বাসী কোটি কোটি মানুষের কাছে এই দিনটির গুরুত্ব অপরিসীম ৷ অসংখ্য মানুষের বিশ্বাস, ভক্তি ও সংস্কৃতির পবিত্র মেলবন্ধন হল মহাকুম্ভ ৷ আজ থেকে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে শুরু হল ঐতিহাসিক এই মেলা ৷"

প্রধানমন্ত্রী আরও বলেন, "প্রয়াগরাজে ভক্তদের ভিড় দেখে আমি আপ্লুত ৷ ত্রিবেণী সঙ্গমের জলে স্নান করতে ভিড় জমিয়েছেন তাঁরা ৷ সকলকে শুভেচ্ছা ৷"

প্রতি 12 বছর অন্তর আয়োজিত হয় মহাকুম্ভ ৷ এই মেলাকে কেন্দ্র করে রয়েছে বিভিন্ন রহস্য ও পৌরাণিক গল্পকথা ৷ ঐতিহাসিক এই মেলাকে কেন্দ্র করে দেশ-বিদেশের মানুষের মনে তাই ভক্তির আলাদাই প্রভাব রয়েছে ৷ উল্লেখ্য, এই বছর প্রায় 35 কোটি ভক্তের সমাগম হতে চলেছে মহাকুম্ভের মেলায় ৷ গত শনিবার থেকেই পূণ্য স্নান শুরু করে দিয়েছেন ভক্তরা ৷

পৌষ পূর্ণিমার সময়:-

হিন্দু পঞ্জিকা অনুযায়ী, পূর্ণিমা তিথি শুরু হয়েছে 13 জানুয়ারি ভোর 5টা 3 মিনিট থেকে ৷ চলবে 14 জানুয়ারি 3টে 56 মিনিট পর্যন্ত ৷

পৌষ পূর্ণিমার শুভ সময়:-

সকাল 7টা 15 মিনিট থেকে শুরু হয়েছে রবি যোগ ৷ চলবে 10টা 38 মিনিট পর্যন্ত

সকাল 5টা 27 মিনিট থেকে শুরু হয়েছে ব্রহ্ম মুহূর্ত ৷ তিথি চলবে সকাল 6টা 21 মিনিট পর্যন্ত

বেলা 12টা 9 মিনিট থেকে শুরু হয়েছে অভিজিৎ তিথি ৷ তিথি চলবে 12টা 51 মিনিট পর্যন্ত

বিজয় মুহূর্ত শুরু হবে দুপুর 2টো 15 মিনিট থেকে ৷ শেষ হবে দুপুর 2টো 57 মিনিটে

গোধূলি মুহূর্ত শুরু হবে বিকেল 5টা 42 মিনিটে আর চলবে সন্ধ্য়া 6টা 9 মিনিট পর্যন্ত

সায়াহ্ন সন্ধ্যার তিথি শুরু হবে সন্ধ্য়া 5টা 45 মিনিট থেকে ৷ তিথি শেষ হবে সন্ধ্য়া 7টা 6 মিনিটে

প্রাত সন্ধ্যার তিথি শুরু হবে সন্ধ্যা 5টা 54 মিনিটে ৷ তিথি শেষ হবে সন্ধ্যা 7টা 15 মিনিটে

নিশীথ মুহূর্ত শুরু হবে রাত আজ 12টা 3 মিনিট থেকে ৷ চলবে 12টা 57 মিনিট পর্যন্ত

প্রয়াগরাজ, 13 জানুয়ারি: আজ থেকে শুরু মহাকুম্ভ ৷ আগামী 45 দিন ধরে চলবে ঐতিহাসিক এই মেলা ৷ সোমবার মহাকুম্ভ পূর্ণিমার দিন গঙ্গা, সরস্বতী ও যমুনার 'ত্রিবেণী সঙ্গম'-এর জলে পূণ্য স্নান সেড়ে বিশেষ এই মেলার সূচনা করলেন দেশ-বিদেশ থেকে আগত লক্ষ লক্ষ ভক্ত ৷ ধূপের গন্ধ ও ফুলের সাজে সেজে উঠেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ ৷ বিশেষ এই দিনে ভক্তদের উদ্দেশ্য়ে বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

এক্স হ্যান্ডেলে মোদি লেখেন, "ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধে বিশ্বাসী কোটি কোটি মানুষের কাছে এই দিনটির গুরুত্ব অপরিসীম ৷ অসংখ্য মানুষের বিশ্বাস, ভক্তি ও সংস্কৃতির পবিত্র মেলবন্ধন হল মহাকুম্ভ ৷ আজ থেকে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে শুরু হল ঐতিহাসিক এই মেলা ৷"

প্রধানমন্ত্রী আরও বলেন, "প্রয়াগরাজে ভক্তদের ভিড় দেখে আমি আপ্লুত ৷ ত্রিবেণী সঙ্গমের জলে স্নান করতে ভিড় জমিয়েছেন তাঁরা ৷ সকলকে শুভেচ্ছা ৷"

প্রতি 12 বছর অন্তর আয়োজিত হয় মহাকুম্ভ ৷ এই মেলাকে কেন্দ্র করে রয়েছে বিভিন্ন রহস্য ও পৌরাণিক গল্পকথা ৷ ঐতিহাসিক এই মেলাকে কেন্দ্র করে দেশ-বিদেশের মানুষের মনে তাই ভক্তির আলাদাই প্রভাব রয়েছে ৷ উল্লেখ্য, এই বছর প্রায় 35 কোটি ভক্তের সমাগম হতে চলেছে মহাকুম্ভের মেলায় ৷ গত শনিবার থেকেই পূণ্য স্নান শুরু করে দিয়েছেন ভক্তরা ৷

পৌষ পূর্ণিমার সময়:-

হিন্দু পঞ্জিকা অনুযায়ী, পূর্ণিমা তিথি শুরু হয়েছে 13 জানুয়ারি ভোর 5টা 3 মিনিট থেকে ৷ চলবে 14 জানুয়ারি 3টে 56 মিনিট পর্যন্ত ৷

পৌষ পূর্ণিমার শুভ সময়:-

সকাল 7টা 15 মিনিট থেকে শুরু হয়েছে রবি যোগ ৷ চলবে 10টা 38 মিনিট পর্যন্ত

সকাল 5টা 27 মিনিট থেকে শুরু হয়েছে ব্রহ্ম মুহূর্ত ৷ তিথি চলবে সকাল 6টা 21 মিনিট পর্যন্ত

বেলা 12টা 9 মিনিট থেকে শুরু হয়েছে অভিজিৎ তিথি ৷ তিথি চলবে 12টা 51 মিনিট পর্যন্ত

বিজয় মুহূর্ত শুরু হবে দুপুর 2টো 15 মিনিট থেকে ৷ শেষ হবে দুপুর 2টো 57 মিনিটে

গোধূলি মুহূর্ত শুরু হবে বিকেল 5টা 42 মিনিটে আর চলবে সন্ধ্য়া 6টা 9 মিনিট পর্যন্ত

সায়াহ্ন সন্ধ্যার তিথি শুরু হবে সন্ধ্য়া 5টা 45 মিনিট থেকে ৷ তিথি শেষ হবে সন্ধ্য়া 7টা 6 মিনিটে

প্রাত সন্ধ্যার তিথি শুরু হবে সন্ধ্যা 5টা 54 মিনিটে ৷ তিথি শেষ হবে সন্ধ্যা 7টা 15 মিনিটে

নিশীথ মুহূর্ত শুরু হবে রাত আজ 12টা 3 মিনিট থেকে ৷ চলবে 12টা 57 মিনিট পর্যন্ত

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.