শ্রীনগর, 13 জানুয়ারি: আজ, সোমবার জম্মু ও কাশ্মীরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোনমার্গে জেড মোড় টানেলের উদ্বোধন করলেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন জয়রাম গড়করি এবং ডক্টর জিতেন্দ্র সিং, জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা, মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এবং অন্যান্য আধিকারিকরা ৷ উদ্বোধনী অনুষ্ঠানটি টানেলের পূর্ব পোর্টালে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী টানেল পরিদর্শন করেন।
এটি 2025 সালে জম্মু ও কাশ্মীরে তাঁর প্রথম সফর এবং 2014 সালে প্রধানমন্ত্রী হওয়ার পর জম্মু-কাশ্মীরে তার 12তম সফর। নরেন্দ্র মোদি, 26 মে, 2014-এ প্রথমবার প্রধানমন্ত্রী হন এবং 9 জুন, 2024-এ প্রধানমন্ত্রী হিসাবে টানা তৃতীয়বার দায়িত্ব নেন।
#WATCH | Jammu & Kashmir: Prime Minister Narendra Modi to inaugurate the Z-Morh tunnel in Sonamarg today.
— ANI (@ANI) January 13, 2025
The 6.4-km tunnel worth over Rs 2,700 crore on the Srinagar-Leh highway will keep Sonamarg open to tourists round the year and is also touted as a major milestone to… pic.twitter.com/J7W4yJXPO2
এখন সারা বছর পর্যটটকদের জন্য খোলা থাকবে সোনমার্গ:
জেড-মোড় টানেলের উদ্বোধনের সঙ্গে সঙ্গে সোনমার্গ সারা বছর পর্যটনের জন্য উন্মুক্ত থাকবে। সোনমার্গ এখন একটি দুর্দান্ত স্কি রিসর্টে পরিণত হতে চলেছে। স্থানীয় লোকজনকে শীত উপভোগ করতে আর বাইরে কোথাও যেতে হবে না। শ্রীনগর থেকে কার্গিল-লেহ ভ্রমণের সময়ও আগের তুলনায় অনেকটা কমে যাবে।
জেড মোড় টানেলটি লাদাখকে কাশ্মীর উপত্যকার সঙ্গে সংযুক্ত করবে:
এই টানেলটি জাতীয় গুরুত্বের দিক থেকেও একটি অন্যতম প্রকল্প, যা গ্রীষ্ম ও শীতের মরশুমে এই অঞ্চলকে সংযুক্ত করার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। জেড-মোড় টানেলের উদ্বোধন পর্যটক এবং স্থানীয় বাসিন্দাদের জন্য ভ্রমণকে আগের তুলনায় আরও সহজ করে তুলবে এবং কাশ্মীর উপত্যকার সঙ্গে লাদাখকে সংযুক্ত করতেও সাহায্য করবে। এই প্রকল্পটি এলাকার সামগ্রিক পরিকাঠামোকে শক্তিশালী করতে এবং সড়ক পথে যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
I am eagerly awaiting my visit to Sonmarg, Jammu and Kashmir for the tunnel inauguration. You rightly point out the benefits for tourism and the local economy.
— Narendra Modi (@narendramodi) January 11, 2025
Also, loved the aerial pictures and videos! https://t.co/JCBT8Ei175
প্রধানমন্ত্রীর 11টি সফরে একাধিক প্রকল্পের উদ্বোধন:
জম্মু ও কাশ্মীরে তার শেষ 11টি সফরের সময়, প্রধানমন্ত্রী বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন এবং হাজার হাজার কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছিলেন। এর আগে 4 জুলাই, 2014-এ, প্রধানমন্ত্রী মোদি বৈষ্ণো দেবী মন্দিরের মূল বেস ক্যাম্প কাটরার সঙ্গে সংযোগকারী উধমপুর-কাটরা রেলপথের উদ্বোধন করেন। ওই বছরের সেপ্টেম্বরে ভয়াবহ বন্যার সময় তিনি ক্ষয়ক্ষতি মূল্যায়ন করতে পরিদর্শন করেন এবং উদ্ধার ও পুনর্বাসনের জন্য 1,000 কোটি টাকার ত্রাণ প্যাকেজের ঘোষণা করেন।