ETV Bharat / entertainment

ওয়ামিকার সঙ্গে ঐশ্বর্যর তুলনার জের ! ব্যঙ্গাত্মক ভিডিয়োয় পাল্টা জবাব অভিনেত্রীর - WAMIQA GABBI

সোশাল মিডিয়ায় ওয়ামিকা গাব্বি এখন জোর চর্চায় ৷ ব্যঙ্গাত্মক ভিডিয়ো করায় সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে পাল্টা জবাব 'বেবি জন' অভিনেত্রীর ৷

Wamiqa Gabbi Hits Back At influencer
ওয়ামিকার সঙ্গে ঐশ্বর্যর তুলনার জের ! (আইএএনএস)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Jan 13, 2025, 2:50 PM IST

হায়দরাবাদ, 13 জানুয়ারি: সোশাল মিডিয়া স্ক্রল করলে এখন ওয়ামিকা গাব্বি আলোচনার মূল বিষয় ৷ কিছুদিন আগেই ঐশ্বর্য রাইয়ের সৌন্দর্যের সঙ্গে তুলনা টানা হয় ওয়ামিকার ৷ অনেক অনুরাগী সোশাল মিডিয়ায় জানান, ওয়ামিকাকে অনেকটা প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্যর মতো দেখতে ৷ তারপর থেকে তিনি আলোচনার শীর্ষে ৷ এরমধ্যেই এক ইনফ্লুয়েন্সার গাব্বিকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিয়ো পোস্ট করলে পাল্টা ছেড়ে কথা বলেন না অভিনেত্রীও ৷

সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার নাদীশ ভাম্বির ব্যঙ্গাত্মক ভিডিয়ো প্রকাশ্যে আসার পর তার তীব্র সমালোচনা করেন 'জব উই মেট', 'লাভ আজ কাল', '83' সিনেমার অভিনেত্রী ৷ জনপ্রিয় ইনস্টাগ্রাম কন্টেন্ট নির্মাতা নাদীশ ভাম্বি 'ওয়ামিকা গাব্বির পিআর টিম মিটিং' শিরোনামে একটি রিল শেয়ার করেন ৷ যেখানে তিনি ওয়ামিকার পিআর টিম কীভাবে অভিনেত্রীকে প্রচারের আলোয় আনতে পারে এই নিয়ে এক হাস্যকর ভিডিয়ো বানান ৷

যেখানে নাদীশ ওয়ামিকার চেহারা এবং অভিনয় দক্ষতার প্রশংসা করেছেন কিন্তু তাঁকে ঘিরে প্রচারণামূলক কৌশলগুলির সমালোচনা করেছেন হাস্যকরভাবে। ভিডিয়োটির শুরুতেই তিনি গাব্বিকে 'সুন্দরী' এবং 'প্রতিভাবান' বলে অভিহিত করে ৷ এরপরেই তিনি বলেন তৃপ্তি দিমরির বদলে ওয়ামিকাকে ন্যাশনাল ক্রাশ ঘোষণা করা হোক ৷

ভিডিয়োটি এখানেই শেষ হয় না ৷ এরপর সেই রিলে ইনফ্লুয়েন্সার নাদীশ পিআর টিমের আইডিয়া নিয়ে বলতে থাকেন, "যদি ঐশ্বর্য রাইয়ের মেয়ে হত তাহলে ওয়ামিকার মতো দেখতে হত ৷" এরপর জানানো হয়, ঐশ্বর্যর ইতিমধ্যেই এক মেয়ে রয়েছে ৷ এরপর কথোপকথনে উঠে আসে, " ওয়ামিকা 100 জন রশ্মিকা (মন্দানা) ও 200 জন দিশা (পাটানি)কে ব্রেকফাস্টে খেয়ে ফেলে ৷"

Wamiqa Gabbi Hits Back At influencer
ব্যঙ্গাত্মক ভিডিয়োয় জবাব অভিনেত্রীর (ইন্সটাগ্রাম)

এরপর সেই ভিডিয়োতে প্রতিক্রিয়া দেন অভিনেত্রী ওয়ামিকা ৷ তিনিও মজার ছলেই সপাটে উত্তর দেন সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে ৷ তিনি কমেন্টে বলেন, "প্রতিভাবান আবার সুন্দরী ? উফ ! ধন্যবাদ ৷ আর বাকি কব কিছুর বিষয় জানি না কিন্তু পিআর টিম ওয়ামিকা পরবর্তী রাষ্ট্রপতি- এর জন্য আলোচনা করা হয়েছিল ৷ কিন্তু আইডিয়া অ্যাপপ্রুভ হয়নি ৷" বলা বাহুল্য, পিআর টিমের কাজ নিয়ে পাাল্টা ব্যঙ্গ করে ওয়ামিকা বুদ্ধিমত্তার সঙ্গে উত্তর দিয়েছেন ৷

এরপর নাদীশ প্রত্যুত্তরে লেখেন, "ওয়ামিকা আপনি প্রতিভাবান ও সুন্দরী অবশ্যই ৷ আপনাকে ভালোবাসি মন থেকে ৷ রাষ্ট্রপতি নির্বাচনের জন্য এই দেশে ভোট হয় না ৷ নাহলে আপনাকেই আমি ভোট দিতাম ৷ আপনার পিআর টিমকে একটু চিল করতে বলুন ৷ একজন ভালো অভিনেত্রীর নাম খারাপ করতে উঠে পড়ে লেগেছে আপনার টিম ৷"

ওয়ামিকার কাজের দিকে নজর দিলে দেখা যায়, তাঁকে শেষ দেখা গিয়েছে অ্যাটলি প্রযোজিত 'বেবি জন' ছবিতে ৷ ছবির পরিচালক ছিলেন কালীস ৷ তবে সেই ছবি বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ে ৷ অন্যদিকে ওয়ামিকার হাতে রয়েছে অক্ষয় কুমার-টাবু অভিনীত 'ভূত বাংলা' ৷

হায়দরাবাদ, 13 জানুয়ারি: সোশাল মিডিয়া স্ক্রল করলে এখন ওয়ামিকা গাব্বি আলোচনার মূল বিষয় ৷ কিছুদিন আগেই ঐশ্বর্য রাইয়ের সৌন্দর্যের সঙ্গে তুলনা টানা হয় ওয়ামিকার ৷ অনেক অনুরাগী সোশাল মিডিয়ায় জানান, ওয়ামিকাকে অনেকটা প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্যর মতো দেখতে ৷ তারপর থেকে তিনি আলোচনার শীর্ষে ৷ এরমধ্যেই এক ইনফ্লুয়েন্সার গাব্বিকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিয়ো পোস্ট করলে পাল্টা ছেড়ে কথা বলেন না অভিনেত্রীও ৷

সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার নাদীশ ভাম্বির ব্যঙ্গাত্মক ভিডিয়ো প্রকাশ্যে আসার পর তার তীব্র সমালোচনা করেন 'জব উই মেট', 'লাভ আজ কাল', '83' সিনেমার অভিনেত্রী ৷ জনপ্রিয় ইনস্টাগ্রাম কন্টেন্ট নির্মাতা নাদীশ ভাম্বি 'ওয়ামিকা গাব্বির পিআর টিম মিটিং' শিরোনামে একটি রিল শেয়ার করেন ৷ যেখানে তিনি ওয়ামিকার পিআর টিম কীভাবে অভিনেত্রীকে প্রচারের আলোয় আনতে পারে এই নিয়ে এক হাস্যকর ভিডিয়ো বানান ৷

যেখানে নাদীশ ওয়ামিকার চেহারা এবং অভিনয় দক্ষতার প্রশংসা করেছেন কিন্তু তাঁকে ঘিরে প্রচারণামূলক কৌশলগুলির সমালোচনা করেছেন হাস্যকরভাবে। ভিডিয়োটির শুরুতেই তিনি গাব্বিকে 'সুন্দরী' এবং 'প্রতিভাবান' বলে অভিহিত করে ৷ এরপরেই তিনি বলেন তৃপ্তি দিমরির বদলে ওয়ামিকাকে ন্যাশনাল ক্রাশ ঘোষণা করা হোক ৷

ভিডিয়োটি এখানেই শেষ হয় না ৷ এরপর সেই রিলে ইনফ্লুয়েন্সার নাদীশ পিআর টিমের আইডিয়া নিয়ে বলতে থাকেন, "যদি ঐশ্বর্য রাইয়ের মেয়ে হত তাহলে ওয়ামিকার মতো দেখতে হত ৷" এরপর জানানো হয়, ঐশ্বর্যর ইতিমধ্যেই এক মেয়ে রয়েছে ৷ এরপর কথোপকথনে উঠে আসে, " ওয়ামিকা 100 জন রশ্মিকা (মন্দানা) ও 200 জন দিশা (পাটানি)কে ব্রেকফাস্টে খেয়ে ফেলে ৷"

Wamiqa Gabbi Hits Back At influencer
ব্যঙ্গাত্মক ভিডিয়োয় জবাব অভিনেত্রীর (ইন্সটাগ্রাম)

এরপর সেই ভিডিয়োতে প্রতিক্রিয়া দেন অভিনেত্রী ওয়ামিকা ৷ তিনিও মজার ছলেই সপাটে উত্তর দেন সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে ৷ তিনি কমেন্টে বলেন, "প্রতিভাবান আবার সুন্দরী ? উফ ! ধন্যবাদ ৷ আর বাকি কব কিছুর বিষয় জানি না কিন্তু পিআর টিম ওয়ামিকা পরবর্তী রাষ্ট্রপতি- এর জন্য আলোচনা করা হয়েছিল ৷ কিন্তু আইডিয়া অ্যাপপ্রুভ হয়নি ৷" বলা বাহুল্য, পিআর টিমের কাজ নিয়ে পাাল্টা ব্যঙ্গ করে ওয়ামিকা বুদ্ধিমত্তার সঙ্গে উত্তর দিয়েছেন ৷

এরপর নাদীশ প্রত্যুত্তরে লেখেন, "ওয়ামিকা আপনি প্রতিভাবান ও সুন্দরী অবশ্যই ৷ আপনাকে ভালোবাসি মন থেকে ৷ রাষ্ট্রপতি নির্বাচনের জন্য এই দেশে ভোট হয় না ৷ নাহলে আপনাকেই আমি ভোট দিতাম ৷ আপনার পিআর টিমকে একটু চিল করতে বলুন ৷ একজন ভালো অভিনেত্রীর নাম খারাপ করতে উঠে পড়ে লেগেছে আপনার টিম ৷"

ওয়ামিকার কাজের দিকে নজর দিলে দেখা যায়, তাঁকে শেষ দেখা গিয়েছে অ্যাটলি প্রযোজিত 'বেবি জন' ছবিতে ৷ ছবির পরিচালক ছিলেন কালীস ৷ তবে সেই ছবি বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ে ৷ অন্যদিকে ওয়ামিকার হাতে রয়েছে অক্ষয় কুমার-টাবু অভিনীত 'ভূত বাংলা' ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.