মেলবোর্ন, 13 জানুয়ারি: গোড়ালির চোট নিয়ে ভারতের বিরুদ্ধে গোটা টেস্ট সিরিজ খেলে গিয়েছেন প্যাট কামিন্স ৷ নির্বাচক কমিটির প্রধান জর্জ বেইলির ঘোষণার পর চ্যাম্পিয়ন্স ট্রফির দলে অধিনায়কের থাকা নিয়ে সংশয় ছিল অনুরাগীদের ৷ তবে অধিনায়ক হিসেবে কামিন্সকে রেখেই চ্য়াম্পিয়ন্স ট্রফির দলঘোষণা করল বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ৷ তবে মার্কি ইভেন্টে কামিন্স যে নিশ্চিত খেলবেন, তা বলা যাচ্ছে না এখনই ৷
প্রতিযোগিতা শুরুর এক সপ্তাহ আগে প্রয়োজনে বদল আনা যাবে স্কোয়াডে ৷ তাই আপাতত কামিন্সকে রেখেই প্রাথমিক দলঘোষণা করে দিল অজিরা ৷ 2023 নভেম্বরে ভারতের মাটিতে যে স্কোয়াড পঞ্চমবারের জন্য বিশ্বকাপ এনে দিয়েছিল, সেই স্কোয়াডে মাত্র তিনটি পরিবর্তন এনে পাকিস্তানের বিমান ধরবে ক্যাঙারুব্রিগেড ৷ স্কোয়াডে আইসিসি ইভেন্টের জন্য দুই নয়া মুখ ম্যাথিউ সর্ট এবং অ্যারন হার্ডি ৷
এছাড়া জায়গা পেলেন চলতি বিগ ব্যাশ লিগে হোবার্ট হ্যারিকেনসকে দুরন্ত নেতৃত্ব দিয়ে চলা ন্যাথন এলিস ৷ যিনি আন্তর্জাতিক টি-20 অভিষেকে হ্যাটট্রিক করে নজর কেড়েছিলেন ৷ সাম্প্রতিক সময়ে খারাপ পারফরম্যান্সের মধ্যে দিয়ে চলা জেক ফ্রেসার ম্যাকগার্ককে স্কোয়াডে রাখেনি ক্রিকেট অস্ট্রেলিয়া ৷ অর্থাৎ 2023 বিশ্বকাপ স্কোয়াডে ডেভিড ওয়ার্নার, ক্যামেরন গ্রিন এবং স্যেন অ্যাবটের পরিবর্তে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে এলেন যথাক্রমে সর্ট, হার্ডি এবং এলিস ৷
JUST IN: Australia reveal a 15-player squad for the return of the ICC Champions Trophy next month | @jackpayn #ChampionsTrophy https://t.co/j4uK6Zkdl1
— cricket.com.au (@cricketcomau) January 13, 2025
চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে ফিরলেন স্পিডস্টার জস হ্যাজলউড ৷ যিনি চোটের কারণে বর্ডার-গাভাসকর ট্রফির মাঝপথে ছিটকে গিয়েছিলেন ৷ এমনকী শ্রীলঙ্কার বিরুদ্ধে দু'ম্যাচের টেস্ট সিরিজের স্কোয়াডেও রাখা হয়নি তাঁকে ৷ পাশাপাশি পারফরম্যান্সের কারণে ভারতের বিরুদ্ধে শেষ টেস্ট এবং দ্বীপরাষ্ট্র সফর থেকে ছিটকে যাওয়া মিচেল মার্শকেও ফেরানো হল চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ৷ টুর্নামেন্টে গ্রুপ-বি'তে আফগানিস্তান, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার সঙ্গে রয়েছে অস্ট্রেলিয়া ৷ রাওয়ালপিন্ডি এবং লাহোরে তাঁদের রাউন্ড রবিন পর্বের ম্য়াচগুলি খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা ৷
একনজরে স্কোয়াড: