নয়াদিল্লি, 21 ডিসেম্বর: আরও শক্তিশালী কবচ ! শনিবার সকালে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব উত্তর ভারতে ঘন কুয়াশার মধ্যে ট্রেনগুলিতে তাঁর মন্ত্রকের ‘কবচ’-এর গুরুত্ব তুলে ধরেন । তিনি জানান, চ্যালেঞ্জিং আবহাওয়ার মধ্যেও লোকো-পাইলটদের সিগনালের জন্য বাইরে তাকাতে হবে না । স্বয়ংক্রিয় ব্য়বস্থাই জানিয়ে দেবে সিগনালের রং কী ৷
এক্স পোস্টে মন্ত্রী লিখেছেন, ‘‘বাইরে ঘন কুয়াশা । কবচ ভিতর থেকেই দেখিয়ে দেবে কী সিগনাল রয়েছে । ফলে লোকো-পাইলটকে সিগনালের জন্য বাইরের দিকে তাকাতে হবে না ৷’’ রেলমন্ত্রক জানিয়েছে, কবচ হল স্বয়ংক্রিয় ট্রেন সুরক্ষা (এটিপি) সিস্টেম যা দেশিয় প্রযুক্তিতে তৈরি করা হয়েছে । এটিপি (Automatic Train Protection) সিস্টেম হল একটি উচ্চ প্রযুক্তির সিস্টেম যা ট্রেনকে সর্বোচ্চ নিরাপত্তা দেবে ।
রেল মন্ত্রকের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘লোকো-পাইলট যদি গতি কমাতে বা ট্রেন থামাতে না-পারেন, তবে ব্রেকগুলি স্বয়ংক্রিয়ভাবে প্রয়োগ হবে ৷ ফলে দ্বারা নির্দিষ্ট গতির মধ্যে ট্রেন চালানোর জন্য লোকো-পাইলটকে সাহায্য করবে ৷ কবচের ফলে দুর্যোগপূর্ণ আবহাওয়াতে ট্রেনগুলিকে নিরাপদে চলতে সহায়তা করে ৷’’