পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দেশের প্রথম 'রাইস এটিএম' ভুবনেশ্বরে, সফল হলে চালু হবে সব জেলায় - First Rice ATM of India - FIRST RICE ATM OF INDIA

Bhubaneswar Gets India's First Rice ATM: এক অভিনব উদ্যোগ নিল ওড়িশার নবনির্বাচিত বিজেপি সরকার ৷ উপভোক্তারা এবার রেশন পাবেন এটিএম থেকে ৷ হ্যাঁ, চালের এটিএম ৷ ভুবনেশ্বরে এই পরিষেবা শুরু হয়েছে ৷

Bhubaneswar Gets India's First Rice ATM
ভুবনেশ্বরে চালু হল দেশের প্রথম 'রাইস এটিএম' ৷ (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Aug 10, 2024, 3:34 PM IST

ভুবনেশ্বর, 10 অগস্ট: ওড়িশার রেশন গ্রাহকদের জন্য এক অভিনব পরিষেবা শুরু করল সে রাজ্যের খাদ্য সরবরাহ ও উপভোক্তা কল্যাণ দফতর ৷ ভুবনেশ্বরে পরীক্ষামূলকভাবে চালু হল 'রাইস এটিএম' ৷ এই ব্যবস্থা কোনও ব্যক্তির নির্ভর নয় ৷ নিজের ন্যায্য রেশন সংশ্লিষ্ট 'অটোমেটেড ডিসপেন্সিং মেশিন' থেকেই পেয়ে যাবেন গ্রাহকরা ৷

ওড়িশার খাদ্য সরবরাহ ও উপভোক্তা কল্যাণ দফতরের মন্ত্রী কৃষ্ণ চন্দ্র পাত্র এই 'রাইস এটিএম'-এর উদ্বোধন করেছেন ৷ ভুবনেশ্বরের মঞ্চেশ্বর এলাকায় একটি রেশন ওয়্যার হাউসে এই 'রাইস এটিএম' খোলা হয়েছে ৷ সরকারের তরফে জানান হয়েছে, এটি আপাতত পরীক্ষামূলকভাবে শুরু করা হয়েছে ৷ এটি সফল হলে, শহরে আরও 'রাইস এটিএম' খোলা হবে ৷ পাশাপাশি, ওড়িশার অন্য জেলাতেও এই রাইস এটিএম খোলার কথা জানিয়েছেন খাদ্য সরবরাহ মন্ত্রী ৷

কীভাবে পাওয়া যাবে এই 'রাইস এটিএম' পরিষেবা ? রেশন ব্যবস্থার মাধ্যমে বিনামূল্যে যে চাল, গম-সহ খাদ্য সামগ্রী উপভোক্তাদের দেওয়া হয়, সেটাই মিলবে এই 'রাইস এটিএম' থেকে ৷ একমাত্র বৈধ রেশন কার্ড থাকলেই মিলবে রেশন ৷ গ্রাহককে প্রথমে ওই ডিজিটাল মেশিনে নিজের রেশন কার্ডের নম্বর টাইপ করতে হবে ৷ সেই নম্বর অনুযায়ী মেশিন গ্রাহকের বায়োমেট্রিক তথ্য যাচাই করবে ৷ সেই সব প্রক্রিয়া শেষে গ্রাহকের নামে ধার্য হওয়া রেশনের চাল, ডাল ও গম মেশিন থেকে বেরিয়ে আসবে নির্দিষ্ট পয়েন্ট থেকে ৷

ওড়িশার খাদ্য সরবরাহ ও উপভোক্তা কল্যাণ দফতরের মন্ত্রী আরও জানিয়েছেন, এটি ভারতের প্রথম 'রাইস এটিএম' ৷ এটি সফল হলে, রেশন চুরি বা দুর্নীতির মতো ঘটনা ঘটবে না বলে বিশ্বাস সরকারের ৷ এমনকী রেশন ডিলাররাও কোনওভাবে খাদ্যসশ্য চুরি করতে পারবেন না ৷

ABOUT THE AUTHOR

...view details