ETV Bharat / state

জামিনের পরই প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে বেরলেন জ্যোতিপ্রিয় মল্লিক - JYOTIPRIYA MALLICK

বুধবার দুপুরে জ্যোতিপ্রিয় মল্লিকের জামিন মঞ্জুর করেছে ব্যাঙ্কশাল কোর্ট ৷ এরপর সন্ধ্যা নাগাদ তিনি জেল থেকে বেরিয়ে বাড়ি ফিরলেন ৷

Former Minister Jyotipriya Mallick
জেল থেকে বেরলেন জ্যোতিপ্রিয় মল্লিক (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 15, 2025, 6:29 PM IST

Updated : Jan 15, 2025, 6:38 PM IST

আলিপুর, 15 জানুয়ারি: রেশন দুর্নীতি মামলায় জামিন পাওয়ার কয়েকঘণ্টার মধ্যেই প্রেসিডেন্সি জেল থেকে বেরলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ৷ 50 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ড এবং 25 হাজার টাকার দু'টি জামিন বন্ডে বুধবার দুপুরে তাঁর জামিন মঞ্জুর করেছে ব্যাঙ্কশাল কোর্ট ৷ এর কয়েক ঘণ্টা পর এদিন সন্ধ্যায় আলিপুরের প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে ছাড়া পেলেন তিনি ৷

2023 সালের 27 অক্টোবর রেশন দুর্নীতি মামলায় প্রথম গ্রেফতার হন জ্যোতিপ্রিয় মল্লিক ৷ গ্রেফতারির 14 মাস পর এদিন জামিন পেলেন তিনি ৷ এর আগে রেশন দুর্নীতি মামলায় জামিন পেয়েছিলেন বাকিবুর রহমান থেকে শুরু করে শঙ্কর আঢ্যরা ৷ গত 20 দিন ধরে জ্যোতিপ্রিয় মল্লিকের জামিন মামলার শুনানি চলছিল ৷

এদিন নগর দায়রা আদালতে জ্যোতিপ্রিয় মল্লিকের জামিনের বিরোধিতা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ৷ তখন আদালত তাদের প্রশ্ন করে, এতদিন ধরে জেলবন্দি থাকার পরও, চার্জশিট দেওয়ার পরেও অভিযোগের গুরুত্ব কেন এমন পর্যায়ে পৌঁছল না যাতে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রীকে জেলবন্দি করে রাখা যায় ? বুধবার সন্ধ্যা নাগাদ আলিপুরের প্রেসিডেন্সি জেল থেকে জামিনে মুক্ত হলেন জ্যোতিপ্রিয় মল্লিক।

ক্ষুব্ধ বিচারক এদিন ইডিকে উদ্দেশ্য করে বলেন, "ছ'টা এফআইআর নির্দিষ্ট করে দিচ্ছে না যে ভীষণ বড় দুর্নীতি হয়েছে, বৃহৎ আকারে ভুল বোঝানো বা মিথ্যা বোঝানো হয়ে থাকলে উপভোক্তাদের উপর তার প্রতিফলন থাকবে ৷ কেউ রেশন পায়নি বা না খেয়ে মারা গিয়েছে এমন তো হয়নি !"

বিশেষ ইডি আদালতের বিচারকের আরও পর্যবেক্ষণ, তদন্ত প্রক্রিয়া চলছে ৷ কিন্তু তার জন্য় রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রীকে হেফাজতে রাখার প্রয়োজন নেই ৷ এখনই মামলার ট্রায়াল শুরুর সম্ভাবনাও নেই ৷ তাই জ্যোতিপ্রিয়কে জামিন দিতে সমস্যা নেই ৷ তবে এই জামিন শর্তসাপেক্ষ ৷ জেলমুক্তির পরও কয়েকটি বিষয় তাঁকে মেনে চলতে হবে ৷ তদন্তকারী আধিকারিকদের সহযোগিতা করতে হবে ৷ বিচারপ্রক্রিয়ায় নিয়মিত উপস্থিত থাকতে হবে ৷ সাক্ষীদের প্রভাবিত করা চলবে না ৷ পাসপোর্ট-ভিসা জমা রাখতে হবে ৷ আদালতের অনুমতি ছাড়া রাজ্যের বাইরে যেতে পারবেন না ৷

আলিপুর, 15 জানুয়ারি: রেশন দুর্নীতি মামলায় জামিন পাওয়ার কয়েকঘণ্টার মধ্যেই প্রেসিডেন্সি জেল থেকে বেরলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ৷ 50 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ড এবং 25 হাজার টাকার দু'টি জামিন বন্ডে বুধবার দুপুরে তাঁর জামিন মঞ্জুর করেছে ব্যাঙ্কশাল কোর্ট ৷ এর কয়েক ঘণ্টা পর এদিন সন্ধ্যায় আলিপুরের প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে ছাড়া পেলেন তিনি ৷

2023 সালের 27 অক্টোবর রেশন দুর্নীতি মামলায় প্রথম গ্রেফতার হন জ্যোতিপ্রিয় মল্লিক ৷ গ্রেফতারির 14 মাস পর এদিন জামিন পেলেন তিনি ৷ এর আগে রেশন দুর্নীতি মামলায় জামিন পেয়েছিলেন বাকিবুর রহমান থেকে শুরু করে শঙ্কর আঢ্যরা ৷ গত 20 দিন ধরে জ্যোতিপ্রিয় মল্লিকের জামিন মামলার শুনানি চলছিল ৷

এদিন নগর দায়রা আদালতে জ্যোতিপ্রিয় মল্লিকের জামিনের বিরোধিতা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ৷ তখন আদালত তাদের প্রশ্ন করে, এতদিন ধরে জেলবন্দি থাকার পরও, চার্জশিট দেওয়ার পরেও অভিযোগের গুরুত্ব কেন এমন পর্যায়ে পৌঁছল না যাতে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রীকে জেলবন্দি করে রাখা যায় ? বুধবার সন্ধ্যা নাগাদ আলিপুরের প্রেসিডেন্সি জেল থেকে জামিনে মুক্ত হলেন জ্যোতিপ্রিয় মল্লিক।

ক্ষুব্ধ বিচারক এদিন ইডিকে উদ্দেশ্য করে বলেন, "ছ'টা এফআইআর নির্দিষ্ট করে দিচ্ছে না যে ভীষণ বড় দুর্নীতি হয়েছে, বৃহৎ আকারে ভুল বোঝানো বা মিথ্যা বোঝানো হয়ে থাকলে উপভোক্তাদের উপর তার প্রতিফলন থাকবে ৷ কেউ রেশন পায়নি বা না খেয়ে মারা গিয়েছে এমন তো হয়নি !"

বিশেষ ইডি আদালতের বিচারকের আরও পর্যবেক্ষণ, তদন্ত প্রক্রিয়া চলছে ৷ কিন্তু তার জন্য় রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রীকে হেফাজতে রাখার প্রয়োজন নেই ৷ এখনই মামলার ট্রায়াল শুরুর সম্ভাবনাও নেই ৷ তাই জ্যোতিপ্রিয়কে জামিন দিতে সমস্যা নেই ৷ তবে এই জামিন শর্তসাপেক্ষ ৷ জেলমুক্তির পরও কয়েকটি বিষয় তাঁকে মেনে চলতে হবে ৷ তদন্তকারী আধিকারিকদের সহযোগিতা করতে হবে ৷ বিচারপ্রক্রিয়ায় নিয়মিত উপস্থিত থাকতে হবে ৷ সাক্ষীদের প্রভাবিত করা চলবে না ৷ পাসপোর্ট-ভিসা জমা রাখতে হবে ৷ আদালতের অনুমতি ছাড়া রাজ্যের বাইরে যেতে পারবেন না ৷

Last Updated : Jan 15, 2025, 6:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.