ETV Bharat / state

ফের বাঙালি পর্যটকের মৃত্যু পাহাড়ে, উদ্বিগ্ন প্রশাসন - TOURIST DEATH IN HILL

পাহাড়ে ফের পর্যটক মৃত্যুর খবর ৷ প্রশ্ন ও উদ্বেগের মুখে কালিম্পং জেলা প্রশাসন ৷ মৃত পর্যটক পূর্ব বর্ধমানের বাসিন্দা বলে জানা গিয়েছে ৷

Tourist Death in Kalimpong
কালিম্পংয়ে বেড়াতে গিয়ে পর্যটকের মৃত্যু (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 15, 2025, 6:21 PM IST

Updated : Jan 15, 2025, 7:09 PM IST

কালিম্পং, 15 জানুয়ারি: পাহাড়ে বেড়াতে গিয়ে ফের মৃত্যু এক বাঙালি পর্যটকের । তিনি পূর্ব বর্ধমানের বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ পুলিশ সূত্রে খবর, মৃত পর্যটকের নাম রাজনারায়ণ দে (55)। ঘটনায় ফের একবার প্রশ্নের মুখে জিটিএ ও কালিম্পং জেলা প্রশাসন ।

এই নিয়ে গত তিন মাসে পাহাড়ে বেড়াতে গিয়ে 6 পর্যটকের মৃত্যু হল । যদিও বাকি মৃতদের মধ্যে চারজন দার্জিলিং ও একজন মালবাজারে বেড়াতে গিয়ে মারা যান । তবে বারবার এই দরনের ঘটনায় একপ্রকার উদ্বেগে পর্যটন ব্যবসায়ীরা । জিটিএ'র তরফে পর্যটকদের জন্য স্বাস্থ্যবিধি লাগু করা হলেও আটকানো যায়নি মৃত্যু ।

পর্যটকের মৃত্যুতে হোম স্টে মালিক ও দলের সদস্যের বক্তব্য (ইটিভি ভারত)

স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবারই বর্ধমান থেকে আটজনের একটি পর্যটকের দল কালিম্পংয়ে আসে । সেই দলেই ছিলেন রাজনারায়ণ ৷ কালিম্পং থেকে তাঁরা সিটং পৌঁছন ৷ সেখানে একটি হোম স্টে-তে ওঠেন । রাতে আচমকা শারীরিক পরিস্থিতির অবনতি হয় । কিছুক্ষণ বাদে অবশ্য সুস্থ বোধ করেন। এরপর রাতে সবাই একসঙ্গে খাওয়াদাওয়া সেরে শুয়ে পড়েন । বুধবার সকালে কাঞ্চনজঙ্ঘা দেখতে যাওয়ার আগে ঘরেই হঠাৎ অজ্ঞান হয়ে যান তিনি ৷ তড়িঘড়ি তাঁকে রম্ভি প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ৷ এরপর পর্যটকের দেহ ময়নাতদন্তের জন্য কালিম্পং জেলা হাসপাতালে পাঠানো হয় । সেখানে ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে ।

এই বিষয়ে কালিম্পংয়ের জেলাশাসক বালাসুব্রহ্মণ্যম টি বলেন, "শারিরীক অসুস্থতার জন্য একজন পর্যটকের মৃত্যু হয়েছে । তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন । জেলা প্রশাসনের তরফে তাঁর দেহ ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে । হোম স্টে-টি দার্জিলিং জেলার অধীনে । তবে যেহেতু রম্ভি হাসপাতাল সামনে আর সেখানে মৃত্যু হয়েছিল । সেজন্য ময়নাতদন্তের জন্য কালিম্পং জেলা হাসপাতালে দেহ পাঠানো হয়েছে । বাদ বাকি সব দার্জিলিং জেলা প্রশাসন দেখছে ।"

পর্যটকদের ওই দলের এক সদস্য মনোজ মাঝির কথায়, "বৃহস্পতিবার রাতে আমাদের বাড়ি ফেরার কথা ছিল । রাতে আচমকা একটু শরীর খারাপ হয় । নিজে থেকেই একটু পরে ঠিক হয়ে যান । সকালে ডাকতে গেলে দেখি তাঁর কোনও জ্ঞান নেই । এরপর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান ।"

হোম স্টে-র কর্ণধার অঞ্জু রাই বলেন, "আটজন এসেছিলেন । ওই ব্যক্তি রাতে অসুস্থ হন । নেবুলাইজার পাম্প নেওয়ার পর ঠিক হয়ে যান । সকালে জ্ঞান না থাকলে আমরা হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করি । কিন্তু বাঁচানো যায়নি ।"

প্রসঙ্গত, এর আগে চলতি বছরের 6 জানুয়ারি মালবাজারের ওয়াসাবাড়িতে বেড়াতে গিয়ে মৃত্যু হয় আলাহিন শেখ নামে মুর্শিদাবাদের হরিহর থানার রমনামাঝপাড়ার বাসিন্দার । ওইদিন দার্জিলিং বেড়াতে গিয়ে মৃত্যু হয় আরও এক বাঙালি পর্যটকের । মৃতের নাম দীপাঞ্জন সাহা (58)। তিনি হুগলির ভদ্রেশ্বরের বাসিন্দা ছিলেন ।

2024-এর 26 মে উত্তর দিনাজপুরের 29 বছর বয়সি এক পর্যটকেরও একইভাবে মৃত্যু হয়েছিল । 2022 সালের অক্টোবরে ইজরায়েলের এক পর্যটক মানেভঞ্জন থেকে সান্দাকফুতে ট্রেকিং করতে যান ৷ রাতে টেন্টে ঘুমানোর পর ঘুমের মধ্যেই তাঁর মৃত্যু হয় । গত বছরেরই 21 নভেম্বর সান্দাকফুতে ঘুরতে গিয়ে মৃত্যু হয় কলকাতার ভবানীপুরের বাসিন্দা আশিস ভট্টাচার্যের (58) । 4 ডিসেম্বর সান্দাকফু বেড়াতে গিয়ে মৃত্যু হয় অঙ্কিতা ঘোষ (28) নামে এক পর্যটকের । তিনি উত্তর 24 পরগনার দমদমের অশোকনগরের মুকুন্দ দাস রোডের বাসিন্দা ছিলেন । পরপর এহেন মৃত্যুতে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন জেলা প্রশাসন ৷

কালিম্পং, 15 জানুয়ারি: পাহাড়ে বেড়াতে গিয়ে ফের মৃত্যু এক বাঙালি পর্যটকের । তিনি পূর্ব বর্ধমানের বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ পুলিশ সূত্রে খবর, মৃত পর্যটকের নাম রাজনারায়ণ দে (55)। ঘটনায় ফের একবার প্রশ্নের মুখে জিটিএ ও কালিম্পং জেলা প্রশাসন ।

এই নিয়ে গত তিন মাসে পাহাড়ে বেড়াতে গিয়ে 6 পর্যটকের মৃত্যু হল । যদিও বাকি মৃতদের মধ্যে চারজন দার্জিলিং ও একজন মালবাজারে বেড়াতে গিয়ে মারা যান । তবে বারবার এই দরনের ঘটনায় একপ্রকার উদ্বেগে পর্যটন ব্যবসায়ীরা । জিটিএ'র তরফে পর্যটকদের জন্য স্বাস্থ্যবিধি লাগু করা হলেও আটকানো যায়নি মৃত্যু ।

পর্যটকের মৃত্যুতে হোম স্টে মালিক ও দলের সদস্যের বক্তব্য (ইটিভি ভারত)

স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবারই বর্ধমান থেকে আটজনের একটি পর্যটকের দল কালিম্পংয়ে আসে । সেই দলেই ছিলেন রাজনারায়ণ ৷ কালিম্পং থেকে তাঁরা সিটং পৌঁছন ৷ সেখানে একটি হোম স্টে-তে ওঠেন । রাতে আচমকা শারীরিক পরিস্থিতির অবনতি হয় । কিছুক্ষণ বাদে অবশ্য সুস্থ বোধ করেন। এরপর রাতে সবাই একসঙ্গে খাওয়াদাওয়া সেরে শুয়ে পড়েন । বুধবার সকালে কাঞ্চনজঙ্ঘা দেখতে যাওয়ার আগে ঘরেই হঠাৎ অজ্ঞান হয়ে যান তিনি ৷ তড়িঘড়ি তাঁকে রম্ভি প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ৷ এরপর পর্যটকের দেহ ময়নাতদন্তের জন্য কালিম্পং জেলা হাসপাতালে পাঠানো হয় । সেখানে ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে ।

এই বিষয়ে কালিম্পংয়ের জেলাশাসক বালাসুব্রহ্মণ্যম টি বলেন, "শারিরীক অসুস্থতার জন্য একজন পর্যটকের মৃত্যু হয়েছে । তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন । জেলা প্রশাসনের তরফে তাঁর দেহ ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে । হোম স্টে-টি দার্জিলিং জেলার অধীনে । তবে যেহেতু রম্ভি হাসপাতাল সামনে আর সেখানে মৃত্যু হয়েছিল । সেজন্য ময়নাতদন্তের জন্য কালিম্পং জেলা হাসপাতালে দেহ পাঠানো হয়েছে । বাদ বাকি সব দার্জিলিং জেলা প্রশাসন দেখছে ।"

পর্যটকদের ওই দলের এক সদস্য মনোজ মাঝির কথায়, "বৃহস্পতিবার রাতে আমাদের বাড়ি ফেরার কথা ছিল । রাতে আচমকা একটু শরীর খারাপ হয় । নিজে থেকেই একটু পরে ঠিক হয়ে যান । সকালে ডাকতে গেলে দেখি তাঁর কোনও জ্ঞান নেই । এরপর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান ।"

হোম স্টে-র কর্ণধার অঞ্জু রাই বলেন, "আটজন এসেছিলেন । ওই ব্যক্তি রাতে অসুস্থ হন । নেবুলাইজার পাম্প নেওয়ার পর ঠিক হয়ে যান । সকালে জ্ঞান না থাকলে আমরা হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করি । কিন্তু বাঁচানো যায়নি ।"

প্রসঙ্গত, এর আগে চলতি বছরের 6 জানুয়ারি মালবাজারের ওয়াসাবাড়িতে বেড়াতে গিয়ে মৃত্যু হয় আলাহিন শেখ নামে মুর্শিদাবাদের হরিহর থানার রমনামাঝপাড়ার বাসিন্দার । ওইদিন দার্জিলিং বেড়াতে গিয়ে মৃত্যু হয় আরও এক বাঙালি পর্যটকের । মৃতের নাম দীপাঞ্জন সাহা (58)। তিনি হুগলির ভদ্রেশ্বরের বাসিন্দা ছিলেন ।

2024-এর 26 মে উত্তর দিনাজপুরের 29 বছর বয়সি এক পর্যটকেরও একইভাবে মৃত্যু হয়েছিল । 2022 সালের অক্টোবরে ইজরায়েলের এক পর্যটক মানেভঞ্জন থেকে সান্দাকফুতে ট্রেকিং করতে যান ৷ রাতে টেন্টে ঘুমানোর পর ঘুমের মধ্যেই তাঁর মৃত্যু হয় । গত বছরেরই 21 নভেম্বর সান্দাকফুতে ঘুরতে গিয়ে মৃত্যু হয় কলকাতার ভবানীপুরের বাসিন্দা আশিস ভট্টাচার্যের (58) । 4 ডিসেম্বর সান্দাকফু বেড়াতে গিয়ে মৃত্যু হয় অঙ্কিতা ঘোষ (28) নামে এক পর্যটকের । তিনি উত্তর 24 পরগনার দমদমের অশোকনগরের মুকুন্দ দাস রোডের বাসিন্দা ছিলেন । পরপর এহেন মৃত্যুতে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন জেলা প্রশাসন ৷

Last Updated : Jan 15, 2025, 7:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.