ETV Bharat / state

খাস কলকাতায় বন্ধ ঘর থেকে উদ্ধার মহিলার রক্তাক্ত দেহ - BODY OF A WOMAN FOUND IN KOLKATA

বুধবার সন্ধ্যায় কলকাতার গল্ফ গ্রিন এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার হল মহিলার রক্তাক্ত দেহ ৷ তদন্তে নেমে পুলিশের প্রাথমিক অনুমান, তাঁকে খুন করা হয়েছে ৷

Body of Woman found in Kolkata
কলকাতায় ঘর থেকে উদ্ধার মহিলার রক্তাক্ত দেহ (প্রতীকী ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 15, 2025, 9:05 PM IST

কলকাতা, 15 জানুয়ারি: বন্ধ ঘর থেকে উদ্ধার মহিলার ক্ষতবিক্ষত দেহ ৷ দেহটি প্রাথমিকভাবে পর্যবেক্ষণ করে তদন্তকারীরা মনে করছেন ওই মহিলাকে খুন করা হয়েছে ৷ মৃতের নাম নাসিরা খাতুন। কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার ইটিভি ভারতকে বলেন, "গল্ফগ্রিন থানার অন্তর্গত আরপি কলোনির একটি বাড়িতে এই ঘটনাটি ঘটেছে ৷ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ৷ তদন্ত চালানো হচ্ছে ৷"

বুধবার সন্ধ্যায় গল্ফগ্রিন থানার অন্তর্গত আরপি কলোনির একটি বাড়ি থেকে উদ্ধার হয় ওই মহিলার রক্তাক্ত দেহ ৷ তাঁর গলায় গভীর ক্ষতের চিহ্ন রয়েছে ৷ জানা গিয়েছে, তিনি ওই বাড়িতেই থাকতেন। এলাকার বাসিন্দারা প্রথমে দেহটি উদ্ধার করে খবর দেন স্থানীয় গল্ফগ্রিন থানায় ৷ পরে ঘটনাস্থলে পৌঁছন কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগের গোয়েন্দারা ৷ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে ৷

পাশাপাশি মৃতার বিষয়ে যাবতীয় তথ্য সংগ্রহের চেষ্টা হচ্ছে ৷ কীভাবে এই ঘটনা ঘটল তা জানার জন্য রাস্তার আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছেন তদন্তকারীরা ৷ যেখান থেকে দেহটি উদ্ধার হয়েছে, সেই জায়গাটি ইতিমধ্যে ঘিরে রেখেছেন তদন্তকারীরা ৷ যাতে কোনও ভাবে এই ঘটনার তথ্যপ্রমাণ নষ্ট না হয় ৷ এলাকাতেও পুলিশ মোতায়েন করা হয়েছে ৷ তদন্তে স্নিফার ডগের সাহায্য নিতে পারে পুলিশ ৷ প্রাথমিকভাবে তদন্তকারীরা জানতে পেরেছেন, যে ঘর থেকে মহিলাকে উদ্ধার করা হয়েছে, সেই ঘরে আসবাবপত্র-সহ সবকিছু লন্ডভন্ড অবস্থায় ছিল ৷

কলকাতা, 15 জানুয়ারি: বন্ধ ঘর থেকে উদ্ধার মহিলার ক্ষতবিক্ষত দেহ ৷ দেহটি প্রাথমিকভাবে পর্যবেক্ষণ করে তদন্তকারীরা মনে করছেন ওই মহিলাকে খুন করা হয়েছে ৷ মৃতের নাম নাসিরা খাতুন। কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার ইটিভি ভারতকে বলেন, "গল্ফগ্রিন থানার অন্তর্গত আরপি কলোনির একটি বাড়িতে এই ঘটনাটি ঘটেছে ৷ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ৷ তদন্ত চালানো হচ্ছে ৷"

বুধবার সন্ধ্যায় গল্ফগ্রিন থানার অন্তর্গত আরপি কলোনির একটি বাড়ি থেকে উদ্ধার হয় ওই মহিলার রক্তাক্ত দেহ ৷ তাঁর গলায় গভীর ক্ষতের চিহ্ন রয়েছে ৷ জানা গিয়েছে, তিনি ওই বাড়িতেই থাকতেন। এলাকার বাসিন্দারা প্রথমে দেহটি উদ্ধার করে খবর দেন স্থানীয় গল্ফগ্রিন থানায় ৷ পরে ঘটনাস্থলে পৌঁছন কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগের গোয়েন্দারা ৷ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে ৷

পাশাপাশি মৃতার বিষয়ে যাবতীয় তথ্য সংগ্রহের চেষ্টা হচ্ছে ৷ কীভাবে এই ঘটনা ঘটল তা জানার জন্য রাস্তার আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছেন তদন্তকারীরা ৷ যেখান থেকে দেহটি উদ্ধার হয়েছে, সেই জায়গাটি ইতিমধ্যে ঘিরে রেখেছেন তদন্তকারীরা ৷ যাতে কোনও ভাবে এই ঘটনার তথ্যপ্রমাণ নষ্ট না হয় ৷ এলাকাতেও পুলিশ মোতায়েন করা হয়েছে ৷ তদন্তে স্নিফার ডগের সাহায্য নিতে পারে পুলিশ ৷ প্রাথমিকভাবে তদন্তকারীরা জানতে পেরেছেন, যে ঘর থেকে মহিলাকে উদ্ধার করা হয়েছে, সেই ঘরে আসবাবপত্র-সহ সবকিছু লন্ডভন্ড অবস্থায় ছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.