ETV Bharat / state

সিভিকের দৌরাত্ম্য! কুলটিতে লরি চাপা দিল সাইকেল আরোহীকে - ROAD ACCIDENT IN KULTI

বুধবার কুলটির চৌরঙ্গী মোড়ে ঘটনাটি ঘটে ৷ গুরুতর জখম সাইকেল আরোহী ৷ ক্ষুব্ধ বাসিন্দারা ৷

Road Accident in Kulti
সিভিকের দৌরাত্ম্য! কুলটিতে লরি চাপা দিল সাইকেল আরোহীকে (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 15, 2025, 8:24 PM IST

আসানসোল, 15 জানুয়ারি: 19 নম্বর জাতীয় সড়কে কুলটির চৌরঙ্গী মোড়ে জাতীয় সড়কের নিচে আন্ডারপাসে সিভিক ভলান্টিয়ারদের দৌরাত্ম্য লেগেই রয়েছে বলে অভিযোগ । যখন তখন লরি থামিয়ে চালকের কাছ থেকে টাকা তোলা, এমনকি চালকদের উপরে অত্যাচার করার অভিযোগও উঠছে সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে । আর এই ‘অত্যাচারের’ জেরে বুধবার দুপুরে গুরুতর জখম হলেন এক সাইকেল আরোহী ৷

অভিযোগ, বুধবার দুপুরে একটি লরির কাছ থেকে টাকা তোলার জন্য তাকে তাড়া করা হয় সিভিক ভলান্টিয়ারদের তরফে ৷ লরিটি ভয়ে পালাতে গিয়ে এক সাইকেল আরোহীকে চাপা দেয় । এই ঘটনায় ওই সাইকেল আরোহী গভীরভাবে জখম হয়েছেন । তাঁর পায়ের উপর দিয়ে লরি চলে গিয়েছে ।

Road Accident in Kulti
আহতের জুতো পড়ে রয়েছে রাস্তায় (নিজস্ব ছবি)

এর জেরে উত্তেজনা ছড়ায় ওই এলাকায়৷ ঘটনার প্রতিবাদে 19 নম্বর জাতীয় সড়কের পাশে সার্ভিস রোড অবরোধ করে স্থানীয় বাসিন্দারা । তাঁরা অবিলম্বে ওই সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরব হয়েছেন ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কুলটির চলবলপুরের বাসিন্দা বিশু মণ্ডল ৷ পেশায় দিনমজুর । বুধবার দুপুরে বাড়ি থেকে সাইকেল নিয়ে কাজে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিলেন তিনি । পথে 19 নম্বর জাতীয় সড়কের পাশে সার্ভিস রোডে উঠতেই একটি লরি তাঁকে চাপা দিয়ে পালায় । তাঁর দু’টো পায়ের উপর দিয়েই লরি চলে যায় । একটি পায়ের জখম অত্যন্ত বেশি । পা-টি বাদ পড়তে পারে বলেও স্থানীয় বাসিন্দারা আশঙ্কা প্রকাশ করেছেন ।

কিন্তু কেন এই দুর্ঘটনা ?

স্থানীয় বাসিন্দা অমল বন্দ্যোপাধ্যায় বলেন, "19 নম্বর জাতীয় সড়কের চৌরঙ্গী মোড় আন্ডারপাসে যে সিভিক ভলান্টিয়াররা দাঁড়িয়ে থাকেন, তাঁদের দৌরাত্ম্যে লরি চালকরা ভয়ে পালাতে থাকেন । যার ফলে এই দুর্ঘটনা । ওই সিভিক ভলান্টিয়াররা জোর করে লরি থামিয়ে টাকা তোলেন ৷ টাকা না দিলে চালকদের মারধর পর্যন্ত করা হয় ।’’

তিনি আরও বলেন, ‘‘আমরা বারবার জানিয়েছি পুলিশকে । পুলিশ ব্যবস্থা নেয়নি । এবার যদি পুলিশ ব্যবস্থা না নেয় তাহলে আমরা গ্রামবাসীরা আইন নিজের হাতে তুলে নেব । এরপরে যদি লরি থেকে টাকা তোলেন এই সিভিক ভলান্টিয়াররা, তাহলে তার ফল খুব খারাপ হবে ।"

Road Accident in Kulti
আহতের সাইকেল পড়ে রয়েছে রাস্তার পাশে (নিজস্ব ছবি)

অন্য আরেক বাসিন্দা মুকুল মুখোপাধ্যায় বলেন, ‘‘সিভিক ভলান্টিয়ারদের দৌরাত্ম্যে ওই লরি পালাতে গিয়েছিল, পালাতে গিয়ে চাপা দেয় ওই সাইকেল আরোহীকে । শুধু তাই নয়, ঘটনার পরে সিভিক ভলান্টিয়াররা ঘটনাস্থল ছেড়ে পালায় । তারা উদ্যোগ নিলে আহত ব্যক্তিকে আরও তাড়াতাড়ি হাসপাতালে পৌঁছানো যেত ।"

ঘটনার পর চৌরঙ্গী মোড়ে সার্ভিস রোড অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা । দীর্ঘক্ষণ ধরে অবরোধ চলার পর কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে আসে । পুলিশ আহত ব্যক্তির চিকিৎসার সমস্ত ব্যবস্থার আশ্বাস দেয় । পাশাপাশি অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে কুলটি থানার পুলিশ । কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ জানিয়েছে, লরিটি দুর্ঘটনার পর পালিয়ে গেলেও পুলিশ জাতীয় সড়কের উপরেই লরিটিকে আটক করেছে । মালিকের সন্ধান চলছে ।

আসানসোল, 15 জানুয়ারি: 19 নম্বর জাতীয় সড়কে কুলটির চৌরঙ্গী মোড়ে জাতীয় সড়কের নিচে আন্ডারপাসে সিভিক ভলান্টিয়ারদের দৌরাত্ম্য লেগেই রয়েছে বলে অভিযোগ । যখন তখন লরি থামিয়ে চালকের কাছ থেকে টাকা তোলা, এমনকি চালকদের উপরে অত্যাচার করার অভিযোগও উঠছে সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে । আর এই ‘অত্যাচারের’ জেরে বুধবার দুপুরে গুরুতর জখম হলেন এক সাইকেল আরোহী ৷

অভিযোগ, বুধবার দুপুরে একটি লরির কাছ থেকে টাকা তোলার জন্য তাকে তাড়া করা হয় সিভিক ভলান্টিয়ারদের তরফে ৷ লরিটি ভয়ে পালাতে গিয়ে এক সাইকেল আরোহীকে চাপা দেয় । এই ঘটনায় ওই সাইকেল আরোহী গভীরভাবে জখম হয়েছেন । তাঁর পায়ের উপর দিয়ে লরি চলে গিয়েছে ।

Road Accident in Kulti
আহতের জুতো পড়ে রয়েছে রাস্তায় (নিজস্ব ছবি)

এর জেরে উত্তেজনা ছড়ায় ওই এলাকায়৷ ঘটনার প্রতিবাদে 19 নম্বর জাতীয় সড়কের পাশে সার্ভিস রোড অবরোধ করে স্থানীয় বাসিন্দারা । তাঁরা অবিলম্বে ওই সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরব হয়েছেন ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কুলটির চলবলপুরের বাসিন্দা বিশু মণ্ডল ৷ পেশায় দিনমজুর । বুধবার দুপুরে বাড়ি থেকে সাইকেল নিয়ে কাজে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিলেন তিনি । পথে 19 নম্বর জাতীয় সড়কের পাশে সার্ভিস রোডে উঠতেই একটি লরি তাঁকে চাপা দিয়ে পালায় । তাঁর দু’টো পায়ের উপর দিয়েই লরি চলে যায় । একটি পায়ের জখম অত্যন্ত বেশি । পা-টি বাদ পড়তে পারে বলেও স্থানীয় বাসিন্দারা আশঙ্কা প্রকাশ করেছেন ।

কিন্তু কেন এই দুর্ঘটনা ?

স্থানীয় বাসিন্দা অমল বন্দ্যোপাধ্যায় বলেন, "19 নম্বর জাতীয় সড়কের চৌরঙ্গী মোড় আন্ডারপাসে যে সিভিক ভলান্টিয়াররা দাঁড়িয়ে থাকেন, তাঁদের দৌরাত্ম্যে লরি চালকরা ভয়ে পালাতে থাকেন । যার ফলে এই দুর্ঘটনা । ওই সিভিক ভলান্টিয়াররা জোর করে লরি থামিয়ে টাকা তোলেন ৷ টাকা না দিলে চালকদের মারধর পর্যন্ত করা হয় ।’’

তিনি আরও বলেন, ‘‘আমরা বারবার জানিয়েছি পুলিশকে । পুলিশ ব্যবস্থা নেয়নি । এবার যদি পুলিশ ব্যবস্থা না নেয় তাহলে আমরা গ্রামবাসীরা আইন নিজের হাতে তুলে নেব । এরপরে যদি লরি থেকে টাকা তোলেন এই সিভিক ভলান্টিয়াররা, তাহলে তার ফল খুব খারাপ হবে ।"

Road Accident in Kulti
আহতের সাইকেল পড়ে রয়েছে রাস্তার পাশে (নিজস্ব ছবি)

অন্য আরেক বাসিন্দা মুকুল মুখোপাধ্যায় বলেন, ‘‘সিভিক ভলান্টিয়ারদের দৌরাত্ম্যে ওই লরি পালাতে গিয়েছিল, পালাতে গিয়ে চাপা দেয় ওই সাইকেল আরোহীকে । শুধু তাই নয়, ঘটনার পরে সিভিক ভলান্টিয়াররা ঘটনাস্থল ছেড়ে পালায় । তারা উদ্যোগ নিলে আহত ব্যক্তিকে আরও তাড়াতাড়ি হাসপাতালে পৌঁছানো যেত ।"

ঘটনার পর চৌরঙ্গী মোড়ে সার্ভিস রোড অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা । দীর্ঘক্ষণ ধরে অবরোধ চলার পর কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে আসে । পুলিশ আহত ব্যক্তির চিকিৎসার সমস্ত ব্যবস্থার আশ্বাস দেয় । পাশাপাশি অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে কুলটি থানার পুলিশ । কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ জানিয়েছে, লরিটি দুর্ঘটনার পর পালিয়ে গেলেও পুলিশ জাতীয় সড়কের উপরেই লরিটিকে আটক করেছে । মালিকের সন্ধান চলছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.