হায়দরাবাদ, 1 এপ্রিল:ভোট চলাকালীন সমীক্ষার ফল প্রকাশ করা যাবে না ৷ বুথ ফেরত সমীক্ষায় নিষেধজ্ঞা জারি করল নির্বাচন কমিশন ৷ আর এই নির্দেশ কার্যকর থাকবে ভোট শেষ না-হওয়া পর্যন্ত ৷ বুথ ফেরত সমীক্ষার ফলফল প্রকাশের উপর কড়া নিষেধজ্ঞা জারি করল কমিশন। চলতি মাসের 19 এপ্রিল প্রথম পর্বের নির্বাচন। ওইদিন এ রাজ্যেও ভোট হবে।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটগ্রহণ চলাকালীন বুথ ফেরত সমীক্ষার ফল প্রকাশ করা যাবে না ৷ নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোট শুরু হওয়ার দিন অর্থাৎ 19 এপ্রিল সকাল 7টা থেকে ভোট গ্রহণের শেষ দিন অর্থাৎ 1 জুন সন্ধ্যা সাড়ে 6টা পর্যন্ত বুথ ফেরত সমীক্ষা বা কোনও রকম ভোট সমীক্ষার ফলাফল প্রকাশ করা যাবে না ।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে আরও স্পষ্ট করে বলা হয়েছে, ভোটগ্রহণ শেষ হওয়ার দিন অর্থাৎ 1 জুন সন্ধ্যা সাড়ে 6টার পর বুথ ফেরত সমীক্ষার ফল প্রকাশ করতে পারবে সংবাদমাধ্যম । ভোট চলাকালীন যদি এক্সিট পোল বা বুথ ফেরত সমীক্ষা প্রকাশ করা হয় তাহলে তা ভোটারদের প্রভাবিত করতে পারে বলেই মনে করছে নির্বাচন কমিশন ।
এবারের লোকসভা ভোটে 543টি লোকসভা আসনে 97 কোটিরও বেশি যোগ্য ভোটার রয়েছেন । লোকসভা নির্বাচনের পাশাপাশি, একই সময়ে অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, ওড়িশা এবং সিকিমের বিধানসভা নির্বাচন হচ্ছে । তাই এবারের নির্বাচনকে সব দিক থেকে স্বচ্ছ আর প্রভাবহীন করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। এই উদ্দেশ্য পূরণে একাধিক পদক্ষেপ করা হচ্ছে কমিশনের তরফে ৷ তাই বিভিন্ন ক্ষেত্র থেকে এই অভিযোগ আসার পরেই কমিশনও এই বিষয়টির উপর নজর দেয় । লোকসভা নির্বাচনের প্রথম দিন থেকে ভোটগ্রহণের শেষ দিন পর্যন্ত এই নিয়ম কার্যকর থাকবে বলেই জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন ।