নিশ্চিত মৃত্যু, সামনেই মালগাড়ি ! তবুও কীভাবে বাঁচলেন মহিলা ? দেখুন ভিডিয়ো - Train Viral Video - TRAIN VIRAL VIDEO
🎬 Watch Now: Feature Video
Published : Aug 27, 2024, 3:04 PM IST
উপস্থিত বুদ্ধির জোরে প্রাণে বাঁচলেন আদিবাসী মহিলা ৷ ট্রেনের নিচে চাপা পড়ার থেকে রক্ষা পেলেন ৷ সোমবার তেলেঙ্গানার ভিকারাবাদের নভান্দগি স্টেশনের কাছে এই ঘটনা ঘটে ৷ রেললাইন পেরোনোর সময় মালগাড়ি আসছে দেখামাত্রই ট্র্যাকে শুয়ে পড়েন ওই আদিবাসী মহিলা ৷ তারপর মালগাড়ি চলে যেতেই ঘটনাস্থলে থাকা স্থানীয়রা তাঁকে সাহায্যের জন্য দৌড়ে আসেন ৷ কিন্তু তাঁরা যাওয়ার আগেই মহিলা নিজেই উঠে লাইন পেরিয়ে যান ৷ সেই মুহূর্তটি ক্যামেরা বন্দি করেন ঘটনাস্থলে উপস্থিত অন্যান্যরা ৷ এই দৃশ্যের ভিডিয়ো এখন রীতিমতো ভাইরাল ৷ যদিও এই ঘটনাকে একেবারেই বাহবা দিতে নারাজ রেল ৷ তাদের বক্তব্য, ভারতীয় রেলওয়ে সবসময় নাগরিকদের রেল ট্র্যাক অতিক্রম করার বিপদ সম্পর্কে সতর্ক করে ৷ কিন্তু, অধিকাংশ মানুষ সেই নিয়ম মেনে চলেন না । কিছু ক্ষেত্রে বিপদ থেকে রক্ষা পাওয়া গেলেও অনেকসময়ই প্রাণ হারান সাধারণ মানুষ ৷