রেমালের আতঙ্ক কাটিয়ে দিঘার সমুদ্র সৈকতে পর্যটকদের ভিড় - cyclone remal update at digha - CYCLONE REMAL UPDATE AT DIGHA

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : May 27, 2024, 2:50 PM IST

Digha Sea Beach Situation After Cyclone Remal: রেমাল-দুর্যোগের ভয় কাটিয়ে দিঘার সমুদ্র সৈকতে পর্যটকদের ভিড় ৷ গত পরশুদিন থেকে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের তরফ থেকে সতর্কবার্তা জারি করা হয়েছিল। গতকাল সমুদ্র উপকূলবর্তী এলাকায় প্রশাসনের আধিকারিক থেকে এলাকার জনপ্রতিনিধিরা দফায় দফায় পরিদর্শন করেন। তার সঙ্গে সমুদ্র পূর্ববর্তী এলাকার মানুষদের নিরাপত্তার ব্যবস্থাও করা হয়। কিন্তু রাতের দিকে রেমাল চোখ রাঙিয়ে ধেয়ে আসে। সমুদ্র উপকূলবর্তী এলাকায় বৃষ্টি সাময়িক বন্ধ হলেও চলছে দমকা হাওয়া ৷ ফলে প্রশাসনের তরফ থেকে এখনও নিষেধাজ্ঞা জারি রয়েছে সমুদ্রে নামার। কিন্তু এই প্রশাসনের নিষেধাজ্ঞাকে অমান্য করেই দিঘার সমুদ্র সৈকতে ভিড় করেছেন পর্যটকরা ৷ সমুদ্র উপকূলবর্তী এলাকা দিঘা, শংকরপুর, তাজপুর, মন্দারমণি-সহ অন্যান্য পর্যটন কেন্দ্রগুলোয় আকাশ মেঘলা রয়েছে। তার সঙ্গে বিক্ষিপ্তভাবে ঝিরঝির বৃষ্টি পড়ে চলেছে ৷ 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.