ETV Bharat / state

চলতি মাসেই 20 ডিগ্রির নিচে নামতে পারে তাপমাত্রা ! রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও

দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে । আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই ।

Kolkata Weather
এই মাসের মাঝামাঝি সময়ে নামতে পারে তাপমাত্রার পারদ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 9, 2024, 7:22 AM IST

কলকাতা, 9 নভেম্বর: চলতি মাসের মাঝামাঝি দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে। বর্তমান অবস্থা থেকে দুই থেকে চার ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা নামার পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। শীতের আগমনী চলতি মাসের মাঝামাঝি সময় থেকেই অনুভূত হওয়ার কথা। সাধারণত, 15 ডিগ্রির নিচে সর্বনিম্ন তাপমাত্রা না নামলে এবং তা অন্তত তিনদিন স্থায়ী না হলে শীত পড়েছে বলা হয় না। এই পরিস্থিতি তৈরি হওয়ার দেরি রয়েছে। তবে সর্বনিম্ন তাপমাত্রা চলতি মাসের মাঝামাঝি সময়ে 20 ডিগ্রির নিচে নামলে হেমন্তের বাতাসে প্রত্যাশিত ঠান্ডা ভাব মিলবে।

শীতের আগমনীর প্রত্যাশায় দিন গোনা বঙ্গ ফের নিম্নচাপের হাত ধরে বৃষ্টি পেতে চলেছে। অন্তত সেই সম্ভাবনা তৈরি হওয়ার ইঙ্গিত মিলেছে। হাওয়া অফিস জানিয়েছে আন্দামান সাগরে একটা ঘূর্ণাবর্ত দানা বাঁধতে পারে, যা নিম্নচাপে পরিনত হতে পারে। তারপর নিম্নচাপের অভিমুখের ওপর দক্ষিণবঙ্গে বৃষ্টি ফের মিলবে কি না, তা বোঝা যাবে। যদি নিম্নচাপের অভিমুখ পূর্বভারতের দিকে যায়, তাহলে ভিজবে দক্ষিণবঙ্গ। নিম্নচাপ দক্ষিণভারতের দিকে গেলে বৃষ্টি হবে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশে।

গত দুদিন বৃহস্পতি শুক্রবার বৃষ্টি হয়নি। আজ শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস রয়েছে । সকালের দিকে হালকা কুয়াশা বা ধোঁয়াশার পরিস্থিতি। বেলা বাড়লে কোথাও আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। তবে, বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

আগামিকাল রবিবার, জগদ্ধাত্রী পূজার নবমীর দিন হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা উপকূলের তিন জেলাতে। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা এই তিন জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে শনিবার ও রবিবার দার্জিলিং ও কালিম্পং হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার দার্জিলিং কালিম্পংয়ের সঙ্গে জলপাইগুড়ি জেলাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সোমবার থেকে ফের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া প্রভাব বিস্তার করবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

শুক্রবার কলকাতা এবং সংলগ্ন অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.2 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 92 শতাংশ এবং সর্বনিম্ন 56 শতাংশ। আজ শনিবার ভোরে কুয়াশার দাপট থাকলেও দিনের অধিকাংশ সময় আকাশ পরিষ্কার থাকবে । দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 31 ডিগ্রি এবং 24 ডিগ্রির আশেপাশে থাকবে।

আরও পড়ুন
হস্টেলে থাকা নিয়ে বচসা, ছাত্রীকে হেনস্থার তদন্তে বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি র‍্যাগিং কমিটি
বেড়াতে গিয়ে হোটেলে আত্মহত্যা, বাথরুম থেকে উদ্ধার বাঙালি পর্যটকের দেহ

কলকাতা, 9 নভেম্বর: চলতি মাসের মাঝামাঝি দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে। বর্তমান অবস্থা থেকে দুই থেকে চার ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা নামার পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। শীতের আগমনী চলতি মাসের মাঝামাঝি সময় থেকেই অনুভূত হওয়ার কথা। সাধারণত, 15 ডিগ্রির নিচে সর্বনিম্ন তাপমাত্রা না নামলে এবং তা অন্তত তিনদিন স্থায়ী না হলে শীত পড়েছে বলা হয় না। এই পরিস্থিতি তৈরি হওয়ার দেরি রয়েছে। তবে সর্বনিম্ন তাপমাত্রা চলতি মাসের মাঝামাঝি সময়ে 20 ডিগ্রির নিচে নামলে হেমন্তের বাতাসে প্রত্যাশিত ঠান্ডা ভাব মিলবে।

শীতের আগমনীর প্রত্যাশায় দিন গোনা বঙ্গ ফের নিম্নচাপের হাত ধরে বৃষ্টি পেতে চলেছে। অন্তত সেই সম্ভাবনা তৈরি হওয়ার ইঙ্গিত মিলেছে। হাওয়া অফিস জানিয়েছে আন্দামান সাগরে একটা ঘূর্ণাবর্ত দানা বাঁধতে পারে, যা নিম্নচাপে পরিনত হতে পারে। তারপর নিম্নচাপের অভিমুখের ওপর দক্ষিণবঙ্গে বৃষ্টি ফের মিলবে কি না, তা বোঝা যাবে। যদি নিম্নচাপের অভিমুখ পূর্বভারতের দিকে যায়, তাহলে ভিজবে দক্ষিণবঙ্গ। নিম্নচাপ দক্ষিণভারতের দিকে গেলে বৃষ্টি হবে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশে।

গত দুদিন বৃহস্পতি শুক্রবার বৃষ্টি হয়নি। আজ শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস রয়েছে । সকালের দিকে হালকা কুয়াশা বা ধোঁয়াশার পরিস্থিতি। বেলা বাড়লে কোথাও আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। তবে, বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

আগামিকাল রবিবার, জগদ্ধাত্রী পূজার নবমীর দিন হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা উপকূলের তিন জেলাতে। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা এই তিন জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে শনিবার ও রবিবার দার্জিলিং ও কালিম্পং হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার দার্জিলিং কালিম্পংয়ের সঙ্গে জলপাইগুড়ি জেলাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সোমবার থেকে ফের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া প্রভাব বিস্তার করবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

শুক্রবার কলকাতা এবং সংলগ্ন অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.2 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 92 শতাংশ এবং সর্বনিম্ন 56 শতাংশ। আজ শনিবার ভোরে কুয়াশার দাপট থাকলেও দিনের অধিকাংশ সময় আকাশ পরিষ্কার থাকবে । দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 31 ডিগ্রি এবং 24 ডিগ্রির আশেপাশে থাকবে।

আরও পড়ুন
হস্টেলে থাকা নিয়ে বচসা, ছাত্রীকে হেনস্থার তদন্তে বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি র‍্যাগিং কমিটি
বেড়াতে গিয়ে হোটেলে আত্মহত্যা, বাথরুম থেকে উদ্ধার বাঙালি পর্যটকের দেহ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.