ETV Bharat / state

মেদিনীপুরে বিজেপির লড়াই তৃণমূল পুলিশের সঙ্গে, দাবি শমীক ভট্টাচার্যের

মেদিনীপুরে বিজেপি বনাম তৃণমূল না, এখানে বিজেপির লড়াই তৃণমূল পুলিশের সঙ্গে ৷ দাবি শমিক ভট্টাচার্যের ৷

SAMIK BHATTACHARJA
শমীক ভট্টাচার্য (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 9, 2024, 7:30 AM IST

রাঙ্গামাটি, 9 নভেম্বর: মেদিনীপুর উপনির্বাচনের বিজেপি প্রার্থী শুভজিৎ রায়ের প্রচারে এসে রাজ্য প্রশাসনকে কটাক্ষ করলেন বিজেপি রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। পথসভা শেষ করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আবাস দুর্নীতির সঙ্গেই উপনির্বাচন নিয়ে রাজ্য সরকার ও তৃণমূল নেতা মন্ত্রীদের উদ্দেশে কটাক্ষ ছুড়ে দিলেন শমীক ভট্টাচার্য। তাঁর কথায়, "এখানে লড়াই তৃণমূলের সঙ্গে নয় ৷ তৃণমূল পুলিশের সঙ্গে।"

শুক্রবার মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী শুভজিৎ রায়ের সমর্থনে মেদিনীপুরের রাঙামাটিতে পথসভা করেন রাজ্য বিজেপির মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। এদিন সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উপনির্বাচন নিয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, "মেদিনীপুরে তৃণমূলের সঙ্গে বিজেপির লড়াই নয়। এখানে প্রার্থী হচ্ছে তৃণমূলের পুলিশ। এখানে বিজেপির লড়াই তৃণমূলের পুলিশের সঙ্গে। পুলিশ, সিভিক ভলান্টিয়ার দিয়ে বিজেপি কর্মীদের ভয় দেখানো হচ্ছে ৷ এমনকী রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভা পর্যন্ত বাতিল করা হচ্ছে।তবুও এখানে আমরাই জিতব ৷"

অন্যদিকে, বাম আমলের মন্ত্রী আব্দুল সাত্তারকে রাজ্য সরকারের পদ দেওয়া প্রসঙ্গে শমীক ভট্টাচার্য বলেন, "এটা তৃণমূল-সিপিএমের সেটিং। প্রকাশ কারাত তো বলেই দিয়েছেন, পশ্চিমবঙ্গে সিপিএমের এক নম্বর শত্রু হচ্ছে বিজেপি, তৃণমূল নয় ৷ দিল্লিতে গিয়ে একসঙ্গে সংসদে ওয়াক আউট করছে, একসঙ্গে ধর্না দিচ্ছে। পশ্চিমবঙ্গে যাঁরা সিপিএম করে, তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে সিপিএম।" শুধু তাই নয়, এদিন আবাস যোজনায় দুর্নীতি নিয়েও মুখ খুলেছেন শমীক ৷ এ প্রসঙ্গে তিনি বলেন, "ক্ষোভ প্রশমিত করবার জন্য মুখ্যমন্ত্রী একটা সেফটি ভাল্ব হিসেবে ব্যবহার করছে।মুখ্যমন্ত্রী তো বলেছিলেন কাটমানি ফেরত দেওয়ার কথা ! কিছু হয়েছে ? গ্রামের মানুষেরা পরিষ্কার চোখের সামনে দেখতে পাচ্ছে আবাস যোজনা নিয়ে গ্রামাঞ্চলে লুট চলছে। আর সেটা বন্ধ করলে তৃণমূল কংগ্রেস আরও আগে চলে যাবে, 26 পর্যন্তও থাকবে না।"

প্রসঙ্গত, হাতে মাত্র আর দুটো দিন। এরপরই উপনির্বাচনে মুখোমুখি হবে তৃণমূল বনাম বিজেপি। তবে কংগ্রেস, সিপিআইও অবশ্য প্রার্থী দিয়েছে এই আসনে ৷ লড়াই এখানে কার্যত চতুর্মূখী ৷ এখন দেখার মেদিনীপুরের বিধানসভা আসনটি কার দখলে যায়।

রাঙ্গামাটি, 9 নভেম্বর: মেদিনীপুর উপনির্বাচনের বিজেপি প্রার্থী শুভজিৎ রায়ের প্রচারে এসে রাজ্য প্রশাসনকে কটাক্ষ করলেন বিজেপি রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। পথসভা শেষ করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আবাস দুর্নীতির সঙ্গেই উপনির্বাচন নিয়ে রাজ্য সরকার ও তৃণমূল নেতা মন্ত্রীদের উদ্দেশে কটাক্ষ ছুড়ে দিলেন শমীক ভট্টাচার্য। তাঁর কথায়, "এখানে লড়াই তৃণমূলের সঙ্গে নয় ৷ তৃণমূল পুলিশের সঙ্গে।"

শুক্রবার মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী শুভজিৎ রায়ের সমর্থনে মেদিনীপুরের রাঙামাটিতে পথসভা করেন রাজ্য বিজেপির মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। এদিন সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উপনির্বাচন নিয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, "মেদিনীপুরে তৃণমূলের সঙ্গে বিজেপির লড়াই নয়। এখানে প্রার্থী হচ্ছে তৃণমূলের পুলিশ। এখানে বিজেপির লড়াই তৃণমূলের পুলিশের সঙ্গে। পুলিশ, সিভিক ভলান্টিয়ার দিয়ে বিজেপি কর্মীদের ভয় দেখানো হচ্ছে ৷ এমনকী রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভা পর্যন্ত বাতিল করা হচ্ছে।তবুও এখানে আমরাই জিতব ৷"

অন্যদিকে, বাম আমলের মন্ত্রী আব্দুল সাত্তারকে রাজ্য সরকারের পদ দেওয়া প্রসঙ্গে শমীক ভট্টাচার্য বলেন, "এটা তৃণমূল-সিপিএমের সেটিং। প্রকাশ কারাত তো বলেই দিয়েছেন, পশ্চিমবঙ্গে সিপিএমের এক নম্বর শত্রু হচ্ছে বিজেপি, তৃণমূল নয় ৷ দিল্লিতে গিয়ে একসঙ্গে সংসদে ওয়াক আউট করছে, একসঙ্গে ধর্না দিচ্ছে। পশ্চিমবঙ্গে যাঁরা সিপিএম করে, তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে সিপিএম।" শুধু তাই নয়, এদিন আবাস যোজনায় দুর্নীতি নিয়েও মুখ খুলেছেন শমীক ৷ এ প্রসঙ্গে তিনি বলেন, "ক্ষোভ প্রশমিত করবার জন্য মুখ্যমন্ত্রী একটা সেফটি ভাল্ব হিসেবে ব্যবহার করছে।মুখ্যমন্ত্রী তো বলেছিলেন কাটমানি ফেরত দেওয়ার কথা ! কিছু হয়েছে ? গ্রামের মানুষেরা পরিষ্কার চোখের সামনে দেখতে পাচ্ছে আবাস যোজনা নিয়ে গ্রামাঞ্চলে লুট চলছে। আর সেটা বন্ধ করলে তৃণমূল কংগ্রেস আরও আগে চলে যাবে, 26 পর্যন্তও থাকবে না।"

প্রসঙ্গত, হাতে মাত্র আর দুটো দিন। এরপরই উপনির্বাচনে মুখোমুখি হবে তৃণমূল বনাম বিজেপি। তবে কংগ্রেস, সিপিআইও অবশ্য প্রার্থী দিয়েছে এই আসনে ৷ লড়াই এখানে কার্যত চতুর্মূখী ৷ এখন দেখার মেদিনীপুরের বিধানসভা আসনটি কার দখলে যায়।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.