ETV Bharat / bharat

অমৃতকুম্ভের সন্ধানে স্টিভ জায়া লরেন জোবস, প্রাক্তন মার্কিন সৈনিক বাবা মোক্ষপুরী - MAHA KUMBH MELA 2025

বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর ! কোন আস্থায় মহাকুম্ভে যোগ দিলেন প্রয়াত অ্যাপল কর্তার স্ত্রী এবং প্রাক্তন সেনাকর্মী মাইকেল ? জানলে অবাক হবেন আপনিও ৷

Maha Kumbh 2025
মহাকুম্ভে যোগ দিলেন প্রয়াত অ্যাপল কর্তার স্ত্রী ও প্রাক্তন মার্কিন সেনা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 13, 2025, 7:08 PM IST

প্রয়াগরাজ, 13 জানুয়ারি: মহাকুম্ভে অংশ নিতে প্রয়াগরাজে পৌঁছলেন আমেরিকার ব্যবসায়ী এবং অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা প্রয়াত স্টিভ জোবসের স্ত্রী লরেন পাওয়েল জোবস ৷ স্বামীর মতো হিন্দুধর্মের প্রতি তাঁর বিশেষ আকর্ষণ রয়েছে। স্টিভ জোবস বাবা নিব করোরিকে নিজের গুরু বলে মনে করতেন । তিনি নিব করোরি বাবার কাইঞ্চি ধামও বহুবার পরিদর্শন করেছিলেন।

কথিত আছে, সেখানেই করোরি বাবা স্টিভকে আশীর্বাদ হিসেবে একটি কাটা আপেল দিয়েছিলেন ৷ এই কারণে স্টিভ তাঁর কোম্পানির লোগো হিসেবে একটি কাটা আপেল রাখেন ৷ স্বামীর মতো লরেন পাওয়েলও হিন্দুধর্মে গভীর বিশ্বাস রাখেন। আচার্য মহামণ্ডলেশ্বর স্বামী কৈলাশানন্দ গিরির কাছে দীক্ষাও নিয়েছেন তিনি । প্রয়াগরাজ মহাকুম্ভে তিনি নিরঞ্জনী আখড়ায় 10 দিন কাটাবেন। ক্যাম্পে লরেন পাওয়েলের থাকা ও নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে।

মহাকুম্ভের সাক্ষী হতে প্রয়াগরাজে প্রয়াত প্রাক্তন অ্যাপল কর্তার স্ত্রী লরেন জোবস (সৌজন্যে : সংবাদ সংস্থা এএনআই)
Maha Kumbh 2025
নিব করোরি বাবার আশ্রমে স্টিভ জোবসের স্ত্রী লরেন (সৌজন্যে : সংবাদ সংস্থা এএনআই)

তাঁর গুরু আচার্য মহামণ্ডলেশ্বর স্বামী কৈলাশানন্দ গিরির শিবিরে তিনি ভারতীয় আধ্যাত্মিকতা ও সনাতন সংস্কৃতিকে ঘনিষ্ঠভাবে জানার সুযোগ পাবেন । তাঁর এই যাত্রা ভারতীয় সংস্কৃতি ও আধ্যাত্মিকতার প্রতি তাঁর গভীর অনুরাগ প্রতিফলিত করে । 10 দিন ক্যাম্পে অবস্থান করে তিনি ধর্মীয় কাজে অংশ নেবেন ।

Maha Kumbh 2025
প্রয়াগরাজে প্রয়াত স্টিভ জোবসের স্ত্রী লরেন (সৌজন্যে : সংবাদ সংস্থা এএনআই)

অন্যদিকে, মহাকুম্ভে এসেছেন আমেরিকার নিউ মেক্সিকোর বাসিন্দা মাইকেল । তিনি একসময় মার্কিন সেনাবাহিনীতে সৈনিক ছিলেন । ছেলের মৃত্যুতে তিনি এতটাই বিধ্বস্ত হয়েছিলেন যে সবকিছু ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন । এরপর তিনি ভারতে যান । তখন থেকেই শুরু হয় তাঁর আধ্যাত্মিক যাত্রা । সনাতন ধর্মে যোগদানের পর তিনি মাইকেল থেকে বাবা মোক্ষপুরী হন ।

বাবা মোক্ষপুরীর কথায়, "আমিও একসময় সাধারণ মানুষ ছিলাম । পরিবার ও স্ত্রীর সঙ্গে সময় কাটাতে হয়েছে । আমি সবসময় ভ্রমণ পছন্দ করতাম । সেনাবাহিনীতেও যোগ দিয়েছিলাম ৷ কিন্তু একটা সময় এসেছিল যখন আমি বুঝতে পারি জীবনে কিছুই স্থায়ী নয়। তখনই আমি পরিত্রাণের সন্ধানে এই অবিরাম যাত্রা শুরু করি । জুনা আখড়ার সঙ্গে যুক্ত হই । সনাতন ধর্ম প্রচারেই সমগ্র জীবন উৎসর্গ করেছি ।"

Maha Kumbh 2025
মহাকুম্ভের আখড়ায় সাধুদের মাঝে মেক্সিকোর বাসিন্দা মাইকেল ওরফে মোক্ষপুরী বাবা (ইটিভি ভারত)

আমেরিকায় জন্মগ্রহণকারী বাবা মোক্ষপুরী 2000 সালে তার পরিবার (স্ত্রী এবং পুত্র) নিয়ে প্রথমবার ভারতে আসেন । তিনি জানান যে, এই যাত্রাটি ছিল তাঁর জীবনের সবচেয়ে স্মরণীয় ঘটনা । এই সময় তিনি ধ্যান এবং যোগব্যায়াম শিখেছিলেন । এটি ছিল তাঁর আধ্যাত্মিক জাগরণের সূচনা, যা তিনি ঈশ্বরের কাছ থেকে একটি আহ্বান বলে মনে করেন ।

বাবা মোক্ষপুরীর জীবনে বড় পরিবর্তন আসে যখন তাঁর ছেলের অকাল মৃত্যু হয় । তিনি বলেছিলেন যে,"এই দুঃখজনক ঘটনাটি আমাকে বুঝতে সাহায্য করেছে যে জীবনে কিছুই স্থায়ী নয় । এই সময়ে, আমি ধ্যান এবং যোগব্যায়ামকে আমার আশ্রয় বানিয়েছিলাম ৷ যা আমাকে এই কঠিন সময় থেকে বের করে এনেছিল ।"

বাবা মোক্ষপুরী এখন ভারতীয় সংস্কৃতি ও সনাতন ধর্মের শিক্ষা প্রচারের জন্য বিশ্বজুড়ে ভ্রমণ করছেন । 2016 সালে উজ্জয়িন কুম্ভের পর, তিনি প্রতি মাসে কুম্ভে অংশগ্রহণ করার প্রতিশ্রুতি নিয়েছিলেন । তিনি বিশ্বাস করেন যে, এই ধরনের মহান ঐতিহ্য শুধুমাত্র ভারতে সম্ভব । বাবা মোক্ষপুরী তাঁর আধ্যাত্মিক যাত্রায় নিব করোরি বাবার প্রভাবের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন । তিনি জানান যে, নিম করোলি বাবার আশ্রমে ধ্যান ও ভক্তির শক্তি তাঁকে গভীরভাবে প্রভাবিত করেছিল । সেখানে যাওয়ার পর তাঁর মনে হল বাবাই যেন হনুমানের রূপ । এই অভিজ্ঞতা তার জীবনে ভক্তি, ধ্যান এবং যোগের প্রতি তার প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করে ।

বাবা মোক্ষপুরী, সনাতনের সঙ্গে দৃঢ়ভাবে যুক্ত ৷ তিনি পাশ্চাত্য জীবনধারা ত্যাগ করে ধ্যান ও জ্ঞানার্জনের পথ বেছে নিয়েছেন । এখন তিনি নিউ মেক্সিকোতে একটি আশ্রম খোলার পরিকল্পনা করছেন ৷ যেখান থেকে তিনি ভারতীয় দর্শন এবং যোগব্যায়াম ছড়িয়ে দেবেন । যা সনাতন ধর্মকে অনেক উচ্চতায় নিয়ে যাবে বলে মনে করা হচ্ছে ।

প্রয়াগরাজ, 13 জানুয়ারি: মহাকুম্ভে অংশ নিতে প্রয়াগরাজে পৌঁছলেন আমেরিকার ব্যবসায়ী এবং অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা প্রয়াত স্টিভ জোবসের স্ত্রী লরেন পাওয়েল জোবস ৷ স্বামীর মতো হিন্দুধর্মের প্রতি তাঁর বিশেষ আকর্ষণ রয়েছে। স্টিভ জোবস বাবা নিব করোরিকে নিজের গুরু বলে মনে করতেন । তিনি নিব করোরি বাবার কাইঞ্চি ধামও বহুবার পরিদর্শন করেছিলেন।

কথিত আছে, সেখানেই করোরি বাবা স্টিভকে আশীর্বাদ হিসেবে একটি কাটা আপেল দিয়েছিলেন ৷ এই কারণে স্টিভ তাঁর কোম্পানির লোগো হিসেবে একটি কাটা আপেল রাখেন ৷ স্বামীর মতো লরেন পাওয়েলও হিন্দুধর্মে গভীর বিশ্বাস রাখেন। আচার্য মহামণ্ডলেশ্বর স্বামী কৈলাশানন্দ গিরির কাছে দীক্ষাও নিয়েছেন তিনি । প্রয়াগরাজ মহাকুম্ভে তিনি নিরঞ্জনী আখড়ায় 10 দিন কাটাবেন। ক্যাম্পে লরেন পাওয়েলের থাকা ও নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে।

মহাকুম্ভের সাক্ষী হতে প্রয়াগরাজে প্রয়াত প্রাক্তন অ্যাপল কর্তার স্ত্রী লরেন জোবস (সৌজন্যে : সংবাদ সংস্থা এএনআই)
Maha Kumbh 2025
নিব করোরি বাবার আশ্রমে স্টিভ জোবসের স্ত্রী লরেন (সৌজন্যে : সংবাদ সংস্থা এএনআই)

তাঁর গুরু আচার্য মহামণ্ডলেশ্বর স্বামী কৈলাশানন্দ গিরির শিবিরে তিনি ভারতীয় আধ্যাত্মিকতা ও সনাতন সংস্কৃতিকে ঘনিষ্ঠভাবে জানার সুযোগ পাবেন । তাঁর এই যাত্রা ভারতীয় সংস্কৃতি ও আধ্যাত্মিকতার প্রতি তাঁর গভীর অনুরাগ প্রতিফলিত করে । 10 দিন ক্যাম্পে অবস্থান করে তিনি ধর্মীয় কাজে অংশ নেবেন ।

Maha Kumbh 2025
প্রয়াগরাজে প্রয়াত স্টিভ জোবসের স্ত্রী লরেন (সৌজন্যে : সংবাদ সংস্থা এএনআই)

অন্যদিকে, মহাকুম্ভে এসেছেন আমেরিকার নিউ মেক্সিকোর বাসিন্দা মাইকেল । তিনি একসময় মার্কিন সেনাবাহিনীতে সৈনিক ছিলেন । ছেলের মৃত্যুতে তিনি এতটাই বিধ্বস্ত হয়েছিলেন যে সবকিছু ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন । এরপর তিনি ভারতে যান । তখন থেকেই শুরু হয় তাঁর আধ্যাত্মিক যাত্রা । সনাতন ধর্মে যোগদানের পর তিনি মাইকেল থেকে বাবা মোক্ষপুরী হন ।

বাবা মোক্ষপুরীর কথায়, "আমিও একসময় সাধারণ মানুষ ছিলাম । পরিবার ও স্ত্রীর সঙ্গে সময় কাটাতে হয়েছে । আমি সবসময় ভ্রমণ পছন্দ করতাম । সেনাবাহিনীতেও যোগ দিয়েছিলাম ৷ কিন্তু একটা সময় এসেছিল যখন আমি বুঝতে পারি জীবনে কিছুই স্থায়ী নয়। তখনই আমি পরিত্রাণের সন্ধানে এই অবিরাম যাত্রা শুরু করি । জুনা আখড়ার সঙ্গে যুক্ত হই । সনাতন ধর্ম প্রচারেই সমগ্র জীবন উৎসর্গ করেছি ।"

Maha Kumbh 2025
মহাকুম্ভের আখড়ায় সাধুদের মাঝে মেক্সিকোর বাসিন্দা মাইকেল ওরফে মোক্ষপুরী বাবা (ইটিভি ভারত)

আমেরিকায় জন্মগ্রহণকারী বাবা মোক্ষপুরী 2000 সালে তার পরিবার (স্ত্রী এবং পুত্র) নিয়ে প্রথমবার ভারতে আসেন । তিনি জানান যে, এই যাত্রাটি ছিল তাঁর জীবনের সবচেয়ে স্মরণীয় ঘটনা । এই সময় তিনি ধ্যান এবং যোগব্যায়াম শিখেছিলেন । এটি ছিল তাঁর আধ্যাত্মিক জাগরণের সূচনা, যা তিনি ঈশ্বরের কাছ থেকে একটি আহ্বান বলে মনে করেন ।

বাবা মোক্ষপুরীর জীবনে বড় পরিবর্তন আসে যখন তাঁর ছেলের অকাল মৃত্যু হয় । তিনি বলেছিলেন যে,"এই দুঃখজনক ঘটনাটি আমাকে বুঝতে সাহায্য করেছে যে জীবনে কিছুই স্থায়ী নয় । এই সময়ে, আমি ধ্যান এবং যোগব্যায়ামকে আমার আশ্রয় বানিয়েছিলাম ৷ যা আমাকে এই কঠিন সময় থেকে বের করে এনেছিল ।"

বাবা মোক্ষপুরী এখন ভারতীয় সংস্কৃতি ও সনাতন ধর্মের শিক্ষা প্রচারের জন্য বিশ্বজুড়ে ভ্রমণ করছেন । 2016 সালে উজ্জয়িন কুম্ভের পর, তিনি প্রতি মাসে কুম্ভে অংশগ্রহণ করার প্রতিশ্রুতি নিয়েছিলেন । তিনি বিশ্বাস করেন যে, এই ধরনের মহান ঐতিহ্য শুধুমাত্র ভারতে সম্ভব । বাবা মোক্ষপুরী তাঁর আধ্যাত্মিক যাত্রায় নিব করোরি বাবার প্রভাবের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন । তিনি জানান যে, নিম করোলি বাবার আশ্রমে ধ্যান ও ভক্তির শক্তি তাঁকে গভীরভাবে প্রভাবিত করেছিল । সেখানে যাওয়ার পর তাঁর মনে হল বাবাই যেন হনুমানের রূপ । এই অভিজ্ঞতা তার জীবনে ভক্তি, ধ্যান এবং যোগের প্রতি তার প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করে ।

বাবা মোক্ষপুরী, সনাতনের সঙ্গে দৃঢ়ভাবে যুক্ত ৷ তিনি পাশ্চাত্য জীবনধারা ত্যাগ করে ধ্যান ও জ্ঞানার্জনের পথ বেছে নিয়েছেন । এখন তিনি নিউ মেক্সিকোতে একটি আশ্রম খোলার পরিকল্পনা করছেন ৷ যেখান থেকে তিনি ভারতীয় দর্শন এবং যোগব্যায়াম ছড়িয়ে দেবেন । যা সনাতন ধর্মকে অনেক উচ্চতায় নিয়ে যাবে বলে মনে করা হচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.