ETV Bharat / entertainment

অক্ষয় কুমারের সঙ্গে প্রথম ছবিতে কাজ, এখন তিনি বৌদ্ধ সন্ন্যাসিনী - BARKHA MADAN

প্রথম ছবিতেই কাজের সুযোগ পান অক্ষয় কুমারের সঙ্গে ৷ এই অভিনেত্রী কাজ করেছেন অজয় দেবগণের সঙ্গেও ৷ এখন তিনি সন্ন্যাসিনী ৷ গ্রহণ করেন বৌদ্ধধর্ম ৷

Etv Bharat
প্রতীকী ছবি (গেটি)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Jan 13, 2025, 7:02 PM IST

হায়দরাবাদ, 13 জানুয়ারি: কিছুদিন আগেই মধ্যপ্রদেশের ইশিকা তানেজাক সন্ন্যাসিনী হওয়ার খবরে অবাক হন নেটিজেনরা ৷ সেই তালিকায় রয়েছেন অক্ষয় কুমারের অভিনেত্রীও ৷ অনেকেই এই অভিনেত্রীর নাম জানেন না ৷ আবার ছবি দেখলে হয়তো মনে করতে পারবেন ৷ 'খিলাড়িয়ো কা খিলাড়ি' ছবিতে অক্ষয় কুমারের সঙ্গে অভিনয় করেছিলেন তিনি ৷ কিন্তু 2012 সালে গ্ল্যামার ওয়ার্ল্ড ছেড়ে তিনি বেছে নেন বৌদ্ধধর্মের পথ ৷

প্রাক্তন মডেল ও বলিউড অভিনেত্রী বরখা মদন শোবিজ জগত ছেড়ে দেন 2012 সালে ৷ সেই সময় তাঁর এই সিদ্ধান্তে চমকে গিয়েছিল বলিপাড়া ৷ এখন তিনি পরিচিত গিয়ালটেন সামটেন নামে, এক বৌদ্ধ সন্ন্যাসিনী রূপে ৷ বরখার সিনেমা জগতের জার্নি যেমন অনুপ্রেরণামূলক তেমনই তাঁর ধার্মিক যাত্রাও অবাক করার মতোই ৷

1996 সালে হিট অ্যাকশন ছবি 'খিলাড়িয়ো কা খিলাড়ি'তে অক্ষয় কুমারের সঙ্গে কাজ করেন বরখা ৷ এটাই ছিল তাঁর প্রথম ছবি ৷ সেই ছবি বক্সঅফিসে দারুণ প্রভাব ফেলে ৷ তবে বরখা এই ছবির পর ভালো কোনও চরিত্রের প্রস্তাব পাননি ৷ ফলে তাঁকে অপেক্ষা করতে হয় 7 বছর ৷

2003 সালে মুক্তি পায় রাম গোপাল ভার্মা 'ভূত' ৷ তাঁকে দেখা যায় 'ভূত' মনজিৎ খোসলার চরিত্রে ৷ দর্শক দরবারে মনজিৎ অর্থাৎ বরখার অভিনয় প্রশংসিত হয় ৷ নানা পাটেকর, উর্মিলা মাতন্ডকর, রেখা, অজয় দেবগণের পাশাপাশি বরখা সিনেপ্রেমীদের মনে ছাপ ফেলতে সমর্থ হন ৷

অভিনয়ের পাশাপাশি মডেলিং দুনিয়াতেও পরিচিত মুখ ছিলেন বরখা ৷ অনেকেই জানেন না, বরখা 1994 সালে মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন ৷ তিনি ঐশ্বর্য রাই ও সুস্মিতা সেনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৷ তিনি মিস ট্যুরিজম ইন্ডিয়া প্রতিযোগিতায় জয়ী হন ৷ তিনি তারপর বেশ কিছুটা সময় অভিনয়, মডেলিং ও টেলিভিশন জগতে ব্যস্ত ছিলেন ৷ 'ন্যায়', 'সাত ফেরে-সলোনী কা সফর'-এর মতো ধারাবাহিকে তিনি অভিনয় করেন ৷ কিন্তু আচমকাই তাঁর মধ্যে আধ্যাত্মিকতার ভাব বাড়তে থাকে ৷

2012 সালে বরখা বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন ৷ তাঁর নতুন নাম হয় গিয়ালটেন সামটেন ৷ তিনি তাঁর জীবন উৎসর্গ করেন জনসাধারণের উদ্দেশ্যে ৷ দলাই লামার দেখানো পথ অনুসরণ করেন তিনি ৷ এরপর পাহাড়ের কোলেই নিজের আলাদা জগৎ তৈরি করেন ৷ তিনি সোশাল মিডিয়ায় রয়েছেন ৷ তাঁর ইন্সটাগ্রাম স্টোরিতে একাধিক ধার্মিক বিষয় দেখতে পাওয়া যায় ৷ বরখার মতো জায়রা ওয়াসিম, সানা খান, বিনোদ খান্নার মতো অভিনেতারা রয়েছেন যাঁরা শোবিজের দুনিয়া ছেড়ে ধর্মের পথে শান্তি খুঁজে নিয়েছেন ৷

হায়দরাবাদ, 13 জানুয়ারি: কিছুদিন আগেই মধ্যপ্রদেশের ইশিকা তানেজাক সন্ন্যাসিনী হওয়ার খবরে অবাক হন নেটিজেনরা ৷ সেই তালিকায় রয়েছেন অক্ষয় কুমারের অভিনেত্রীও ৷ অনেকেই এই অভিনেত্রীর নাম জানেন না ৷ আবার ছবি দেখলে হয়তো মনে করতে পারবেন ৷ 'খিলাড়িয়ো কা খিলাড়ি' ছবিতে অক্ষয় কুমারের সঙ্গে অভিনয় করেছিলেন তিনি ৷ কিন্তু 2012 সালে গ্ল্যামার ওয়ার্ল্ড ছেড়ে তিনি বেছে নেন বৌদ্ধধর্মের পথ ৷

প্রাক্তন মডেল ও বলিউড অভিনেত্রী বরখা মদন শোবিজ জগত ছেড়ে দেন 2012 সালে ৷ সেই সময় তাঁর এই সিদ্ধান্তে চমকে গিয়েছিল বলিপাড়া ৷ এখন তিনি পরিচিত গিয়ালটেন সামটেন নামে, এক বৌদ্ধ সন্ন্যাসিনী রূপে ৷ বরখার সিনেমা জগতের জার্নি যেমন অনুপ্রেরণামূলক তেমনই তাঁর ধার্মিক যাত্রাও অবাক করার মতোই ৷

1996 সালে হিট অ্যাকশন ছবি 'খিলাড়িয়ো কা খিলাড়ি'তে অক্ষয় কুমারের সঙ্গে কাজ করেন বরখা ৷ এটাই ছিল তাঁর প্রথম ছবি ৷ সেই ছবি বক্সঅফিসে দারুণ প্রভাব ফেলে ৷ তবে বরখা এই ছবির পর ভালো কোনও চরিত্রের প্রস্তাব পাননি ৷ ফলে তাঁকে অপেক্ষা করতে হয় 7 বছর ৷

2003 সালে মুক্তি পায় রাম গোপাল ভার্মা 'ভূত' ৷ তাঁকে দেখা যায় 'ভূত' মনজিৎ খোসলার চরিত্রে ৷ দর্শক দরবারে মনজিৎ অর্থাৎ বরখার অভিনয় প্রশংসিত হয় ৷ নানা পাটেকর, উর্মিলা মাতন্ডকর, রেখা, অজয় দেবগণের পাশাপাশি বরখা সিনেপ্রেমীদের মনে ছাপ ফেলতে সমর্থ হন ৷

অভিনয়ের পাশাপাশি মডেলিং দুনিয়াতেও পরিচিত মুখ ছিলেন বরখা ৷ অনেকেই জানেন না, বরখা 1994 সালে মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন ৷ তিনি ঐশ্বর্য রাই ও সুস্মিতা সেনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৷ তিনি মিস ট্যুরিজম ইন্ডিয়া প্রতিযোগিতায় জয়ী হন ৷ তিনি তারপর বেশ কিছুটা সময় অভিনয়, মডেলিং ও টেলিভিশন জগতে ব্যস্ত ছিলেন ৷ 'ন্যায়', 'সাত ফেরে-সলোনী কা সফর'-এর মতো ধারাবাহিকে তিনি অভিনয় করেন ৷ কিন্তু আচমকাই তাঁর মধ্যে আধ্যাত্মিকতার ভাব বাড়তে থাকে ৷

2012 সালে বরখা বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন ৷ তাঁর নতুন নাম হয় গিয়ালটেন সামটেন ৷ তিনি তাঁর জীবন উৎসর্গ করেন জনসাধারণের উদ্দেশ্যে ৷ দলাই লামার দেখানো পথ অনুসরণ করেন তিনি ৷ এরপর পাহাড়ের কোলেই নিজের আলাদা জগৎ তৈরি করেন ৷ তিনি সোশাল মিডিয়ায় রয়েছেন ৷ তাঁর ইন্সটাগ্রাম স্টোরিতে একাধিক ধার্মিক বিষয় দেখতে পাওয়া যায় ৷ বরখার মতো জায়রা ওয়াসিম, সানা খান, বিনোদ খান্নার মতো অভিনেতারা রয়েছেন যাঁরা শোবিজের দুনিয়া ছেড়ে ধর্মের পথে শান্তি খুঁজে নিয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.