ইন্দোর, 13 জানুয়ারি: রাম মন্দিরের উদ্বোধনের দিনই যথার্থ স্বাধীনতা পেয়েছে দেশ। আর তাই এই প্রকৃত স্বাধীনতাকে উপলব্ধি করতে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার দিনটিকে 'প্রতিষ্ঠা দ্বাদশী' হিসেবে পালনের ডাক দিলেন মোহন ভগবত। স্বঙ্ঘ চালক মনে করেন, রাম মন্দিরের উদ্বোধনের মধ্যে দিয়েই স্বাধীনতার আসল স্বাদ পেয়েছে দেশ ।
ইন্দোরের একটি অনুষ্ঠানে সোমবার এমনই মন্তব্য করেছেন তিনি । এদিন শ্রী রাম জন্মভূমি তীর্থ ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাইয়ের হাতে দেবি অহল্যা পুরস্কার তুলে দেন ভগবত। এক বছর আগে 2024 সালের 22 জানুয়ারি অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল। সেই ঐতিহাসিক দিনটি এবার থেকে পালনের সিদ্ধান্ত নিয়েছে বিভিন্ন সংগঠন । এলাহাবাদের কুম্ভ মেলার চত্বরের মতো অযোধ্যাতেও সাজোসাজো রব । এবার এই বিশেষ দিনটিকে 'প্রতিষ্ঠা দ্বাদশী' হিসেবে পালনের কথা বললেন আরএসএস প্রধান। যদিও তিথি অনুসারে 11 জানুয়ারি ছিল রাম মন্দির প্রতিষ্ঠার একবছর।
বিজেপি বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে কয়েকটি সংগঠন দাবি করে আসছে, যে কায়দায় অযোধ্যায় রাম মন্দিরের নির্মাণ হয়েছে তাতে সমাজে বৈষম্যের জন্ম হয়েছে । তবে মোহন ভগবত মনে করেন রাম মন্দিরের প্রতিষ্ঠা ঘিরে সমাজে কোনও বিভাজনের সৃষ্টি হয়নি। অন্যদিকে, এই অনুষ্ঠানেই রাম মন্দির নির্মাণকে কেন্দ্র করে আন্দোলন কেন শুরু হয়েছিল সেই ইতিহাসও তুলে ধরেন মোহন ভগবত । তিনি মনে করেন, ভারতের আত্মাকে জাগ্রত করতেই অযোধ্যায় রাম মন্দির নির্মাণের আন্দোলন শুরু হয় ।
এই প্রথম নয়, মাত্র কয়েকদিন আগেও রাম মন্দির নির্মাণের পর তৈরি হওয়া মন্দির-মসজিদ বিতর্ক নিয়ে মন্তব্য করেছিলেন আরএসএস প্রধান । এই বিরোধ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি জানান, প্রতিটি মসজিদ ঘিরে বিতর্ক তৈরি করার কোনও কারণ নেই । কিছু নেতা নিজেদের হিন্দুত্বের প্রমাণ দিতে অকারণে পরিস্থিতি জটিল করছেন। আর এবার রাম মন্দিরে প্রতিষ্ঠা দিবসকে দেশের প্রকৃত স্বাধীনতা বলে অভিহিত করলেন মোহন ভগবত ।