ETV Bharat / state

ফের লোকালয়ে ঢুকেছে বাঘ ! মৈপীঠে মিলল পায়ের ছাপ - TIGER TERROR IN MAIPITH AGAIN

আজমলমারির 1 নম্বর জঙ্গল থেকে মাকড়ি নদী পেরিয়ে লোকালয় সংলগ্ন জঙ্গলে বাঘ ঢুকেছে বলে দাবি গ্রামবাসীদের ৷ বিষয়টি তারা ইতিমধ্যেই বনদফতর ও পুলিশকে জানিয়েছেন ৷

TIGER FOOTPRINTS FOUND IN MAIPITH
মৈপীঠে ফের বাঘের আতঙ্ক (ফাইল চিত্র, ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 14, 2025, 2:43 PM IST

সুন্দরবন, 14 জানুয়ারি: প্রায় এক সপ্তাহের লুকোচুরির পর রবিবার রাতে সুন্দরবনের ধুলিভাসানি জঙ্গলে ফেরানো হয় মৈপীঠের লোকালয়ে ঢুকে যাওয়া বাঘকে ৷ দক্ষিণরায়ের আতঙ্ক থেকে মুক্তি পেয়ে খানিক স্বস্তির নিশ্বাস নেন গ্রামবাসীরা ৷ কিন্তু, কয়েকঘণ্টা যেতে না-যেতে আতঙ্ক ফিরে এল মৈপীঠের গ্রামবাসীর মনে ৷ গড়েরচকে মিলল বাঘের পায়ের ছাপ ৷

আজমলমারির 1 নম্বর জঙ্গল থেকে মাকড়ি নদী পেরিয়ে লোকালয় সংলগ্ন জঙ্গলে বাঘ ঢুকেছে বলে দাবি গ্রামবাসীদের ৷ বিষয়টি তারা ইতিমধ্যেই বনদফতর ও পুলিশকে জানিয়েছেন ৷ খবর পেয়েই বনদফতরের লোকজন এসে জঙ্গল ঘেরার কাজও শুরু করে দিয়েছেন ৷

মাকড়ি নদীর পাড়ে বাঘের পায়ের ছাপ (ইটিভি ভারত)

গ্রামবাসীদের দাবি, মঙ্গলবার সকালে মাকড়ি নদীর পাড়ে গরু বাঁধতে গিয়ে বাঘের পায়ের ছাপ দেখতে পান তারা ৷ কয়েকদিন ধরে বাঘের আতঙ্কে রাতের ঘুম উড়ে গিয়েছিল তাদের ৷ বাঘের ভয়ে রাতে বাড়ি থেকে বেরোতে পারছিলেন না তারা ৷ অবশেষে খাঁচাবন্দি বাঘ দেখে আতঙ্ক কিছুটা দূর হয় তাদের ৷ সেই রেশ কাটতে না-কাটতেই নদী পাড়ে ফের বাঘের পায়ের ছাপ দেখে আতঙ্কিত বলে জানান গ্রামবাসীরা ৷

TIGER FOOTPRINTS FOUND IN MAIPITH
জাল দিয়ে ঘেরা হল গ্রাম (নিজস্ব চিত্র)

এদিকে, গ্রামবাসীর নিরাপত্তার স্বার্থে জাল দিয়ে প্রায় 1 কিলোমিটার জঙ্গল এলাকার তিনদিক জাল দিয়ে ঘিরে ফেলেছেন বনকর্মীরা ৷ দক্ষিণ 24 পরগনার বিভাগীয় বনাধিকারিক নিশা গোস্বামী বলেন, "ধরা পড়া বাঘটিকে সফলভাবে অন্য জঙ্গলে ছাড়া হয়েছে । নতুন করে পায়ের ছাপ দেখা গিয়েছে বলে খবর এসেছে আমাদের কাছে । এলাকা ঘিরে রাখা হয়েছে। বনকর্মীরা এলাকায় রয়েছেন। বাঘের গতিপ্রকৃতির উপর নজরদারি চালানো হচ্ছে । প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে । গ্রামবাসীদের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই ।"

পড়ুন: এক সপ্তাহের লুকোচুরি শেষ ! মৈপীঠে টোপে বন্দি দক্ষিণরায়; তবে খেল না খাঁচার ছাগল

সুন্দরবন, 14 জানুয়ারি: প্রায় এক সপ্তাহের লুকোচুরির পর রবিবার রাতে সুন্দরবনের ধুলিভাসানি জঙ্গলে ফেরানো হয় মৈপীঠের লোকালয়ে ঢুকে যাওয়া বাঘকে ৷ দক্ষিণরায়ের আতঙ্ক থেকে মুক্তি পেয়ে খানিক স্বস্তির নিশ্বাস নেন গ্রামবাসীরা ৷ কিন্তু, কয়েকঘণ্টা যেতে না-যেতে আতঙ্ক ফিরে এল মৈপীঠের গ্রামবাসীর মনে ৷ গড়েরচকে মিলল বাঘের পায়ের ছাপ ৷

আজমলমারির 1 নম্বর জঙ্গল থেকে মাকড়ি নদী পেরিয়ে লোকালয় সংলগ্ন জঙ্গলে বাঘ ঢুকেছে বলে দাবি গ্রামবাসীদের ৷ বিষয়টি তারা ইতিমধ্যেই বনদফতর ও পুলিশকে জানিয়েছেন ৷ খবর পেয়েই বনদফতরের লোকজন এসে জঙ্গল ঘেরার কাজও শুরু করে দিয়েছেন ৷

মাকড়ি নদীর পাড়ে বাঘের পায়ের ছাপ (ইটিভি ভারত)

গ্রামবাসীদের দাবি, মঙ্গলবার সকালে মাকড়ি নদীর পাড়ে গরু বাঁধতে গিয়ে বাঘের পায়ের ছাপ দেখতে পান তারা ৷ কয়েকদিন ধরে বাঘের আতঙ্কে রাতের ঘুম উড়ে গিয়েছিল তাদের ৷ বাঘের ভয়ে রাতে বাড়ি থেকে বেরোতে পারছিলেন না তারা ৷ অবশেষে খাঁচাবন্দি বাঘ দেখে আতঙ্ক কিছুটা দূর হয় তাদের ৷ সেই রেশ কাটতে না-কাটতেই নদী পাড়ে ফের বাঘের পায়ের ছাপ দেখে আতঙ্কিত বলে জানান গ্রামবাসীরা ৷

TIGER FOOTPRINTS FOUND IN MAIPITH
জাল দিয়ে ঘেরা হল গ্রাম (নিজস্ব চিত্র)

এদিকে, গ্রামবাসীর নিরাপত্তার স্বার্থে জাল দিয়ে প্রায় 1 কিলোমিটার জঙ্গল এলাকার তিনদিক জাল দিয়ে ঘিরে ফেলেছেন বনকর্মীরা ৷ দক্ষিণ 24 পরগনার বিভাগীয় বনাধিকারিক নিশা গোস্বামী বলেন, "ধরা পড়া বাঘটিকে সফলভাবে অন্য জঙ্গলে ছাড়া হয়েছে । নতুন করে পায়ের ছাপ দেখা গিয়েছে বলে খবর এসেছে আমাদের কাছে । এলাকা ঘিরে রাখা হয়েছে। বনকর্মীরা এলাকায় রয়েছেন। বাঘের গতিপ্রকৃতির উপর নজরদারি চালানো হচ্ছে । প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে । গ্রামবাসীদের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই ।"

পড়ুন: এক সপ্তাহের লুকোচুরি শেষ ! মৈপীঠে টোপে বন্দি দক্ষিণরায়; তবে খেল না খাঁচার ছাগল
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.