ETV Bharat / state

অজয় নদে পুণ্যস্নান, তলিয়ে গেল দুই নাবালক - JAYDEV MELA

উদ্ধারকারী দল আসতে দেরি করায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। তলিয়ে যাওয়া দুই নাবালকের নাম রাহুল রাই (15), শুভম মণ্ডল (17)।

ajoy-river-
অজয় নদে তলিয়ে গেল দুই নাবালক (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 14, 2025, 10:59 PM IST

জয়দেব, 15 জানুয়ারি: মকর সংক্রান্তি উপলক্ষে দেশজুড়ে পুণ্যস্নানের আয়োজন ছিল মঙ্গলবার ভোর থেকেই। জয়দেবের মেলাতেও প্রতিবারের মতো এবারও মকর সংক্রান্তি উপলক্ষে লক্ষাধিক মানুষের সমাগম হয়েছিল। সেখানেই এদিন সন্ধ্যায় স্নানে নেমে তলিয়ে গেল দুই নাবালক। রাত পর্যন্ত তাদের কোনও খোঁজ পাওয়া যায়নি। তলিয়ে যাওয়া দুই নাবালকের নাম রাহুল রাই (15), শুভম মণ্ডল (17)।

জানা গিয়েছে, দু'জনেই দুর্গাপুর থানার চাষিপাড়া সংলগ্ন টালিগঞ্জ এলাকার বাসিন্দা। মঙ্গলবার দুপুরে দুর্গাপুর থানার চাষিপাড়া সংলগ্ন টালিগঞ্জ এলাকা থেকে চার বন্ধু মিলে কাঁকসার শিবপুরের অজয় নদে পুণ্যস্নানের জন্য আসে। তাদের মধ্যে এই দু'জন জলে নামে। সাঁতার না-জানায় অজয়ের জয়ে তলিয়ে যায় বলে দাবি স্থানীয়দের। ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ ।

তবে ঘণ্টাখানেক কেটে যাওয়ার পরও উদ্ধারকারী দল না আসায় ক্ষোভে ফেটে পড়েন পুণ্যার্থীরা। পুলিশকে ঘিরে বিক্ষোভও দেখানো হয়। এই দু'জনের বন্ধু দেবাশিস সান্যাল বলেন, "আমাদের দামোদরে যাওয়ার কথা ছিল। কিন্তু আমার ঠিক করি জয়দেবের মেলায় আসব। সেইমতো আমরা জয়দেবের মেলায় আসি। তারপর আমার দুই বন্ধু স্নানে নামে। কিছুক্ষণ পরেই বাঁচাও বাঁচাও করে চিৎকার করে ওঠে । সাঁতার না জানার কারণে আমিও ঝাঁপাতে পারিনি। তারই মধ্যে আমার দুই বন্ধু অজয়ের জলে তলিয়ে যায়।"


এদিকে, মঙ্গলবার ভোর থেকে বিপর্যয় মোকাবিলার দল কড়া নজরদারি চালিয়েছিল অজয় নদের বুকে। বীরভূম জেলা পুলিশ এবং আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকেও কড়া নজরদারি চালানো হয় । কিন্তু শেষরক্ষা হল না । শেষমেশ তলিয়ে গেল দুই নাবালক।

জয়দেব, 15 জানুয়ারি: মকর সংক্রান্তি উপলক্ষে দেশজুড়ে পুণ্যস্নানের আয়োজন ছিল মঙ্গলবার ভোর থেকেই। জয়দেবের মেলাতেও প্রতিবারের মতো এবারও মকর সংক্রান্তি উপলক্ষে লক্ষাধিক মানুষের সমাগম হয়েছিল। সেখানেই এদিন সন্ধ্যায় স্নানে নেমে তলিয়ে গেল দুই নাবালক। রাত পর্যন্ত তাদের কোনও খোঁজ পাওয়া যায়নি। তলিয়ে যাওয়া দুই নাবালকের নাম রাহুল রাই (15), শুভম মণ্ডল (17)।

জানা গিয়েছে, দু'জনেই দুর্গাপুর থানার চাষিপাড়া সংলগ্ন টালিগঞ্জ এলাকার বাসিন্দা। মঙ্গলবার দুপুরে দুর্গাপুর থানার চাষিপাড়া সংলগ্ন টালিগঞ্জ এলাকা থেকে চার বন্ধু মিলে কাঁকসার শিবপুরের অজয় নদে পুণ্যস্নানের জন্য আসে। তাদের মধ্যে এই দু'জন জলে নামে। সাঁতার না-জানায় অজয়ের জয়ে তলিয়ে যায় বলে দাবি স্থানীয়দের। ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ ।

তবে ঘণ্টাখানেক কেটে যাওয়ার পরও উদ্ধারকারী দল না আসায় ক্ষোভে ফেটে পড়েন পুণ্যার্থীরা। পুলিশকে ঘিরে বিক্ষোভও দেখানো হয়। এই দু'জনের বন্ধু দেবাশিস সান্যাল বলেন, "আমাদের দামোদরে যাওয়ার কথা ছিল। কিন্তু আমার ঠিক করি জয়দেবের মেলায় আসব। সেইমতো আমরা জয়দেবের মেলায় আসি। তারপর আমার দুই বন্ধু স্নানে নামে। কিছুক্ষণ পরেই বাঁচাও বাঁচাও করে চিৎকার করে ওঠে । সাঁতার না জানার কারণে আমিও ঝাঁপাতে পারিনি। তারই মধ্যে আমার দুই বন্ধু অজয়ের জলে তলিয়ে যায়।"


এদিকে, মঙ্গলবার ভোর থেকে বিপর্যয় মোকাবিলার দল কড়া নজরদারি চালিয়েছিল অজয় নদের বুকে। বীরভূম জেলা পুলিশ এবং আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকেও কড়া নজরদারি চালানো হয় । কিন্তু শেষরক্ষা হল না । শেষমেশ তলিয়ে গেল দুই নাবালক।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.