কলকাতা, 14 জানুয়ারি: সামনেই বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন ৷ তার আগে খুশির খবর পশ্চিমবঙ্গ অর্থ দফতরের জন্য ৷ তাদের প্রকাশিত তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গে প্রথম তিন ত্রৈমাসিকে (ডিসেম্বর 2024 পর্যন্ত) এসজিএসটি বা পণ্য ও পরিষেবা কর আদায়ের পরিমাণ 9.6 শতাংশ বৃদ্ধি পেয়েছে যা এই মুহূর্তে 7.3 শতাংশ জাতীয় জিএসটি বৃদ্ধির চেয়ে অনেক বেশি ৷ অর্থ দফতরের দেওয়া তথ্য বলছে, ডিসেম্বর পর্যন্ত বাংলার জিএসটি সংগ্রহ হয়েছে 34 হাজার কোটি টাকা, যা গত অর্থবর্ষে এই সময়ের তুলনায় প্রায় তিন হাজার কোটি টাকা বেশি ৷
রাজ্যের অর্থ দফতরের এক শীর্ষ আধিকারিকের কথায়, "চলতি অর্থবর্ষে তৃতীয় ত্রৈমাসিকে জিএসটির বৃদ্ধি অত্যন্ত সন্তোষজনক ! আর এর একাধিক কারণের মধ্যে বিশেষভাবে উল্লেখ্য, ভালো আইজিএসটি বা ইন্টিগ্রেটেড গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স আদায় ৷ বিশেষ করে অক্টোবর-নভেম্বর মাসে আগের বেশ কিছু বকেয়া আইজিএসটি আদায় করা সম্ভব হয়েছে ৷"
উল্লেখ্য, এপ্রিল মাসে (2024-25 অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে) 4,434 কোটি টাকা এসজিএসটি আদায় করেছিল রাজ্য সরকার, যা 2023 সালে এপ্রিল মাসের তুলনায় প্রায় 14 শতাংশ বেশি ছিল ৷ কারণ, 2023 সালের এপ্রিল মাসে রাজ্যের জিএসটি আদায়ের পরিমাণ ছিল 3900 কোটি টাকা ৷
ওই আধিকারিক আরও বলেছেন, "আমরা রিটার্ন দাখিলের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছি ৷ সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা যে কোনও সমস্যা ও তার সমাধানের চেষ্টায় শিল্প সংস্থা-সহ প্রত্যেক করদাতার কাছে পৌঁছেছি ৷ জেলা পর্যায়ের কর্মকর্তারাও এ ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করেছেন ৷ এনফোর্সমেন্টও জোরদার করা হয়েছে ৷ এই সমস্ত কারণগুলি আমাদের জিএসটি আদায়ের পরিমাণ বৃদ্ধিতে অবদান রেখেছে ৷
রাজ্য সরকার 2022-23 এর তুলনায় 2023-24 অর্থবর্ষে 3 হাজার কোটি টাকা বেশি জিএসটি আদায় করেছিল ৷ 2022-23 সালে রাজ্যের জিএসটি আদায় ছিল 39000 কোটি টাকা ৷ তা 2023-24 সালে বেড়ে হয় 42000 কোটি টাকা ৷ অর্থ দফতর আশা করছে, চলতি অর্থবর্ষের শেষে, জিএসটি আদায়ের পরিমাণ গতবারের থেকে বাড়বে ৷
উল্লেখ্য, গত কয়েক বছর ধরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে জিএসটি নিয়ে কিছু অভিযোগ পাওয়া যাচ্ছিল ৷ দমদম, হুগলি, হাওড়া, বেহালা, দক্ষিণ 24 পরগনার কিছু পকেট এলাকায় ভুয়ো সংস্থার খবর পাওয়া গিয়েছে ৷ জিএসটি ফাঁকি দিতে, এই সংস্থাগুলি প্যান কার্ড ছাড়াও বাড়ির ভাড়ার রসিদ, ব্যবসায়ীদের বৈদ্যুতিক বিল ব্যবহার করছে ৷
ওই আধিকারিক বলছেন, "জিএসটি-তে এই সাফল্যের পিছনে, 2021 সালের ডিসেম্বর থেকে প্রতি মাসে নিয়মিত অভিযান চালিয়ে ভুয়ো সংস্থাগুলির রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে ৷ আমাদের জিএসটি আদায়ের সাফল্যে, যা বড় অবদান রেখেছে ৷ নিয়ম অনুযায়ী, দেশের যে কোনও জায়গা থেকে জিএসটি রেজিস্ট্রেশন করা যায় ৷ কিন্তু, দেখা গিয়েছে যে, রাজ্যের প্রত্যন্ত অঞ্চল থেকেও প্রচুর পরিমাণে জিএসটি রেজিস্ট্রেশন হয়েছে, যা অস্বাভাবিক ছিল ৷
উল্লেখ্য, সিজিএসটি আইন 2017-এর ধারা 132 অনুযায়ী, পণ্য বা পরিষেবা সরবরাহ না-করে, একটি চালান জারি করা এবং ইনপুট ট্যাক্স ক্রেডিট ভুলভাবে নেওয়া বা ব্যবহার করা, একটি জামিন অযোগ্য অপরাধ ৷