কলকাতা, 15 জানুয়ারি: পৌষ শেষে আগমন ঘটেছে মাঘ মাসের ৷ কিন্তু দেখা নেই কনকনে ঠান্ডার ৷ বরং, গত কয়েকদিনে সর্বনিম্ন তাপমাত্রার পারদ তুলনায় বেশ কিছুটা বেড়ে গিয়েছে ৷ আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তুরে বাতাসের অবাধ যাতায়াতে বাধা পড়েছে । ফলে, পৌষমাসে শীতের দাপুটে উপস্থিতিতে ভাটা পড়েছে ।
তবে শুক্রবারের পর আবহাওয়ার পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ শনিবারের পর সর্বনিম্ন তাপমাত্রার পারদ ফের নীচে নামবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের ৷ অর্থাৎ, মাঘের শুরুতে বঙ্গে ফের জাঁকিয়ে বসবে শীত ৷ আবহাওয়াবিদদের অনুমান, শনিবারের পর ঝঞ্ঝার প্রভাব কমে উত্তর দিক থেকে কনকনে ঠান্ডা বাতাস ফের বঙ্গের বাতাসে প্রবেশ করতে চলেছে ৷ এই আবহে কেবল কুয়াশার সতর্কতা রয়েছে ৷ তবে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই ৷
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ইতিমধ্যেই দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টি এবং তুষারপাত হয়েছে । তবে আগামী 7 দিন রাজ্যের কোনও জেলায় বৃষ্টিপাত নেই । আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা । হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে দুই বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম ও নদিয়ায় ।
উত্তরবঙ্গের কালিম্পং, আলিপুরদুয়ার, দুই দিনাজপুর ও মালদায়ে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে । ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে । ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা 200 মিটারের নীচে নেমে যেতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷ আগামী পাঁচদিনে সর্বনিম্ন তাপমাত্রায় বিরাট কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই ।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বুধবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্র 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে ৷ ভোরে কুয়াশার দাপট থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মূলত পরিষ্কার আকাশ থাকবে ৷
মঙ্গলবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24.1 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা 0.7 ডিগ্রি সেলসিয়াস বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা 0.6 ডিগ্রি সেলসিয়াস বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল যথাক্রমে সর্বোচ্চ 88 শতাংশ ও সর্বনিম্ন 60 শতাংশ ।