কলকাতা, 14 জানুয়ারি: চরম হয়রানির শিকার হতে চলেছেন ডানকুনি সেকশন থেকে দমদম ও শিয়ালদাগামী যাত্রীরা ৷ পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, আগামী 23 জানুয়ারি থেকে 26 জানুয়ারির মধ্যে শিয়ালদা থেকে এই সেকশনে কোনও ট্রেন চলাচল করবে না ৷ ওই সময়ে বালিঘাট ও বালি হল্ট স্টেশনের মাঝে থাকা 95 বছরের পুরনো রেল ব্রিজের গার্ডার বদলের কাজ চলবে ৷
এর জেরে একাধিক এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে ৷ পাশাপাশি, বেশকিছু এক্সপ্রেস ও মেল ট্রেনের যাত্রাপথও বদল করেছে রেল ৷ এ নিয়ে সাংবাদিক বৈঠকে শিয়ালদা সেকশনের ডিআরএম দীপক নিগম জানিয়েছেন, ব্রিটিশ আমলে তৈরি 95 বছরের পুরনো ওই রেলব্রিজের অবস্থা খুবই খারাপ ৷ পুরনো লোহার গার্ডারগুলি বদল করা হবে ৷ তার জায়গায় অত্যাধুনিক ব্যালেস্টিক গার্ডার বসানো হবে সেখানে ৷
এই কাজের জন্য 23 জানুয়ারি রাত 12টার পর থেকে 27 জানুয়ারি ভোর 4টে পর্যন্ত, 100 ঘণ্টার ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে বালিঘাট ও বালি হল্ট স্টেশনের মাঝে ৷ ফলে শিয়ালদা থেকে ডানকুনি সেকশনে প্রতিদিন যে 22 জোড়া লোকাল ট্রেন চলে, তা বাতিল থাকবে 23-26 জানুয়ারি পর্যন্ত ৷ 27 জানুয়ারি অর্থাৎ, সোমবার থেকে লোকাল ট্রেন পরিষেবা স্বাভাবিক হবে ৷
উল্লেখ্য, শিয়ালদা থেকে ডানকুনি সেকশন হয়ে অসংখ্য এক্সপ্রেস ও মেল ট্রেন চলাচল করে প্রত্যেকদিন ৷ সেই ট্রেনগুলির অধিকাংশ বাতিল করা হয়েছে ৷ বাতিল হওয়া ট্রেনগুলি হল-
কলকাতা-পটনা গরিবরথ এক্সপ্রেস
তেভাগা এক্সপ্রেস
শিয়ালদা-সিউড়ি এক্সপ্রেস
ডিব্রুগড়-কলকাতা এক্সপ্রেস
শিয়ালদা-জঙ্গিপুর রোড এক্সপ্রেস
শিয়ালদহ-আসানসোল ইন্টারসিটি এক্সপ্রেস
কলকাতা-বালুরঘাট এক্সপ্রেস
কলকাতা-হলদিবাড়ি ইন্টারসিটি এক্সপ্রেস
বাতিল মেল ও এক্সপ্রেস ট্রেনের টিকিটের ভাড়া ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ ৷
এর পাশাপাশি বেশকিছু এক্সপ্রেস ট্রেন ঘুরপথে চলবে ৷ আর কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে ৷ সেই ট্রেনগুলি হল-
উত্তরবঙ্গ এক্সপ্রেস ও শিয়ালদা-পুরী দুরন্ত এক্সপ্রেস পাওয়ার ব্লকের দিনগুলিতে শিয়ালদা স্টেশনের পরিবর্তে হাওড়া থেকে ছাড়বে ৷ একইভাবে হাওড়াতেই যাত্রা শেষ করবে ৷
পাশাপাশি 17 জোড়া মেল/এক্সপ্রেস ট্রেন ব্লকের দিনগুলিতে দমদম-নৈহাটি রুট দিয়ে চালানো হবে ৷ সেই ট্রেনগুলি হল-
জম্মু তাওয়াই এক্সপ্রেস
বিকানের দুরন্ত এক্সপ্রেস
অনন্যা এক্সপ্রেস
আগ্রা ক্যান্ট এক্সপ্রেস
শব্দভেদী এক্সপ্রেস
নাঙ্গাল ড্যাম এক্সপ্রেস
শিয়ালদা-রাজধানী এক্সপ্রেস
পদাতিক এক্সপ্রেস
কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস
কাঞ্চনকন্যা এক্সপ্রেস
দার্জিলিং মেল
শিয়ালদা-আজমের এক্সপ্রেস
আনন্দ বিহার সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস
জম্মু তাওয়াই এক্সপ্রেস
হমসফর এক্সপ্রেস
প্রতাপ এক্সপ্রেস
জালিয়ানওয়ালাবাগ এক্সপ্রেস
দুর্গিয়ানা এক্সপ্রেস
উল্লেখ্য, কাঞ্চনকন্যা এবং জম্মু তাওয়াই এক্সপ্রেস কামারকুণ্ডু স্টেশনে থামত ৷ ঘুরপথের যাত্রায় ট্রেন দু’টি নৈহাটি জংশন স্টেশনে থামবে ৷ ছয় জোড়া মেল ও এক্সপ্রেস ট্রেন দক্ষিণেশ্বর স্টেশনে থামে তার নিয়মিত রুটে ৷ পরিবর্তিত রুটে তার বদলে বেলঘরিয়া স্টেশনে থামবে ওই ছয় জোড়া মেল ও এক্সপ্রেস ট্রেন ৷ এই বদলের কারণে, শিয়ালদা মেন এবং উত্তর শাখায় ট্রেন চলাচলের সময়সূচিতে এক থেকে দেড় মিনিটের হেরফের হবে বলে জানিয়েছে পূর্ব রেল ৷