ETV Bharat / state

দিল্লির ভোটে বাঙালিদের মন জয়ে বিজেপির ‘বাংলা সেল’, প্রচারে জলপাইগুড়ির সাংসদ - DELHI ASSEMBLY ELECTIONS 2025

আগামী মাসে দিল্লিতে বিধানসভার নির্বাচন ৷ সেখানে প্রচারে নেমেছেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্তকুমার রায় ৷

DELHI ASSEMBLY ELECTIONS 2025
দিল্লির ভোটে বাঙালিদের মন জয়ে বিজেপির ‘বাংলা সেল’, প্রচারে জলপাইগুড়ির সাংসদ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 13, 2025, 7:20 PM IST

জলপাইগুড়ি, 13 জানুয়ারি: দিল্লি বিধানসভা ভোট প্রচারের দায়িত্ব পেলেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্তকুমার রায় । দিল্লি বিধানসভা নির্বাচনে প্রচারে ‘বাংলা সেল’ গঠন করেছে বিজেপি । বাঙালি ভোটারদের কথা মাথায় রেখেই এই সেল তৈরি করা হয়েছে ৷ সেই বাংলা সেলের হয়েই দিল্লিতে প্রচারের কাজ করছেন সাংসদ ।

জয়ন্তকুমার রায় বলেন, ‘‘দিল্লি বিধানসভায় এবার বাংলা সেল গঠন করা হয়েছে । বাংলায় পুস্তিকা বা ইস্তেহার প্রকাশ করা হয়েছে । আজ সকাল থেকেই আমরা প্রচারে নেমে পড়েছি । দিল্লির বাংলা প্রকোষ্ঠের সহ-সংযোজক অরুণ মুখোপাধ্যায়কে সঙ্গে নিয়ে আজ প্রচার করেছি ।’’

বিজেপি সূত্রে খবর, জলপাইগুড়ির সাংসদ জয়ন্তকুমার রায়ের সঙ্গে দিল্লি ভোটে বাংলা সেলের দেখভাল করবেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতো । সোমবার দিল্লিতে বিধানসভা নির্বাচনের প্রচারে ত্রিনগর বিধানসভার সাকুরপুর এলাকায় জনসম্পর্ক অভিযানে যান জয়ন্তকুমার রায় । বাংলা সেলের কর্মীদের নিয়েই প্রচার করেন তিনি ।

উল্লেখ্য, দিল্লির বিধানসভা ভোটে বাংলাভাষী ভোটারদের সংখ্যা খুব একটা কম নয় । বিশেষ করে চিত্তরঞ্জন পার্ক এলাকায় বেশি রয়েছে বাঙালি । প্রায় 30 হাজার বাঙালি ভোটার দিল্লিতে রয়েছেন । এর মধ্যে পশ্চিমবঙ্গের বাসিন্দাই বেশি । এই বাংলাভাষীদের মন জয় করতে এই ‘বাংলা সেল’ গঠন করা হয়েছে বিজেপির তরফে ।

বিজেপি সূত্রে খবর, জলপাইগুড়ির সাংসদ জয়ন্তকুমার রায় একজন স্বচ্ছ ভাবমূর্তির মানুষ । তাছাড়া তিনি সঙ্ঘের গুড বুকেও রয়েছেন ৷ তাই জলপাইগুড়ির সাংসদকে দলের দিল্লির ভোটে প্রচারে নামানো হয়েছে । মৃদুভাষী ও প্রচারবিমুখ বলেই বরাবর পরিচিত জয়ন্তকুমার রায় ৷ সেই সাংসদ দিল্লির বিধানসভা নির্বাচনে বাংলা সেলের দায়িত্ব পেয়েছেন ৷ ফলে জাতীয় রাজধানীতে জলপাইগুড়ির সাংসদের গ্রহণযোগ্যতা বাড়ল বলেই মনে করছেন অনেকে ৷

জলপাইগুড়ি, 13 জানুয়ারি: দিল্লি বিধানসভা ভোট প্রচারের দায়িত্ব পেলেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্তকুমার রায় । দিল্লি বিধানসভা নির্বাচনে প্রচারে ‘বাংলা সেল’ গঠন করেছে বিজেপি । বাঙালি ভোটারদের কথা মাথায় রেখেই এই সেল তৈরি করা হয়েছে ৷ সেই বাংলা সেলের হয়েই দিল্লিতে প্রচারের কাজ করছেন সাংসদ ।

জয়ন্তকুমার রায় বলেন, ‘‘দিল্লি বিধানসভায় এবার বাংলা সেল গঠন করা হয়েছে । বাংলায় পুস্তিকা বা ইস্তেহার প্রকাশ করা হয়েছে । আজ সকাল থেকেই আমরা প্রচারে নেমে পড়েছি । দিল্লির বাংলা প্রকোষ্ঠের সহ-সংযোজক অরুণ মুখোপাধ্যায়কে সঙ্গে নিয়ে আজ প্রচার করেছি ।’’

বিজেপি সূত্রে খবর, জলপাইগুড়ির সাংসদ জয়ন্তকুমার রায়ের সঙ্গে দিল্লি ভোটে বাংলা সেলের দেখভাল করবেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতো । সোমবার দিল্লিতে বিধানসভা নির্বাচনের প্রচারে ত্রিনগর বিধানসভার সাকুরপুর এলাকায় জনসম্পর্ক অভিযানে যান জয়ন্তকুমার রায় । বাংলা সেলের কর্মীদের নিয়েই প্রচার করেন তিনি ।

উল্লেখ্য, দিল্লির বিধানসভা ভোটে বাংলাভাষী ভোটারদের সংখ্যা খুব একটা কম নয় । বিশেষ করে চিত্তরঞ্জন পার্ক এলাকায় বেশি রয়েছে বাঙালি । প্রায় 30 হাজার বাঙালি ভোটার দিল্লিতে রয়েছেন । এর মধ্যে পশ্চিমবঙ্গের বাসিন্দাই বেশি । এই বাংলাভাষীদের মন জয় করতে এই ‘বাংলা সেল’ গঠন করা হয়েছে বিজেপির তরফে ।

বিজেপি সূত্রে খবর, জলপাইগুড়ির সাংসদ জয়ন্তকুমার রায় একজন স্বচ্ছ ভাবমূর্তির মানুষ । তাছাড়া তিনি সঙ্ঘের গুড বুকেও রয়েছেন ৷ তাই জলপাইগুড়ির সাংসদকে দলের দিল্লির ভোটে প্রচারে নামানো হয়েছে । মৃদুভাষী ও প্রচারবিমুখ বলেই বরাবর পরিচিত জয়ন্তকুমার রায় ৷ সেই সাংসদ দিল্লির বিধানসভা নির্বাচনে বাংলা সেলের দায়িত্ব পেয়েছেন ৷ ফলে জাতীয় রাজধানীতে জলপাইগুড়ির সাংসদের গ্রহণযোগ্যতা বাড়ল বলেই মনে করছেন অনেকে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.