ETV Bharat / international

বুদ্ধের ন্যায় ধ্যানে ট্রাম্প, চিনে দেদার বিকোচ্ছে আশ্চর্য মূর্তি; দাম শুনলে চমকে যাবেন - BUDDHA LIKE DONALD TRUMP STATUE

কৌতুকের জন্যই ধ্যানরত ডোনাল্ড ট্রাম্পের মূর্তি বানিয়েছেন শিল্পী ৷ মার্কিন প্রেসিডেন্ট পদে শপথের আগে চিনের হট-টপিক ট্রাম্পের মূর্তি ৷

Buddha Like Donald Trump Statue
বুদ্ধের ন্যায় ধ্যানে ডোনাল্ড ট্রাম্পের মূর্তি বানিয়েছেন চিনের শিল্পী ৷ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 13, 2025, 7:16 PM IST

বেজিং, 13 জানুয়ারি: চারিত্রিক বৈশিষ্টের বিচারে ডোনাল্ড ট্রাম্প শান্ত ও সংযত স্বভাবের একেবারেই নন ৷ কিন্তু, চিনের এক ভাস্কর্য শিল্পীর হাতে ডোনাল্ড ট্রাম্পের তেমনই শান্ত ও ধ্যানরত প্রতিচ্ছবি ফুটে উঠেছে ৷ গৌতম বুদ্ধের ধ্যানের আদলে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মূর্তি তৈরি করেছেন ভাস্কর হং জিনশি ৷

পদ্মাসনে বসা, অর্ধেক বন্ধ চোখ, পরনে বৌদ্ধ সন্ন্যাসীর পোশাক ৷ ঠিক যেন গৌতম বুদ্ধ ধ্যানরত ৷ মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বিতর্কিত প্রেসিডেন্টের এমনই রূপ ফুটিয়ে তুলেছেন জিনশি ৷ এমনই ছোট-বড় নানা মাপের মূর্তি দেদার বিকোচ্ছে চিনের জিয়ামেনে ৷ হং জিনশি 999 থেকে 20,000 ইয়ানে (চিনের মুদ্রা) মূর্তিগুলি বিক্রি করছেন ৷ ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় 11 হাজার থেকে 2 লক্ষ 30 হাজার টাকা ৷

উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্পের এই আশ্চর্য মূর্তি প্রথম লোকচক্ষুর সামনে আসে 2021 সালে ৷ একটি ই-কমার্স সাইটে প্রথম সেই মূর্তি বিক্রির জন্য ছবি দেওয়া হয়েছিল ৷ আর দ্বিতীয়বার ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আগে, ফের জিনশির সেই মূর্তিগুলি আলোচনায় উঠে এসেছে ৷

কিন্তু, হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্পের মতো একজন ব্যক্তির এমন রূপ কেন ? সংবাদসংস্থা এএফপিকে হং জিনশি জানিয়েছেন, "যেদিন ট্রাম্প নির্বাচনে জিতলেন, সেদিন থেকে তাঁকে নিয়ে লোকজনের মধ্যে প্রচুর আগ্রহ দেখা যাচ্ছে ৷ সাধারণত রাজনৈতিক ব্যক্তিত্বরা রসকষবিহীন হন ৷ কিন্তু, ট্রাম্প এমন একজন ব্যক্তি, যিনি সবসময় সোশাল মিডিয়ায় চর্চায় থাকেন ৷ আর নানান ধরনের ইন্টারেস্টিং জিনিসপত্র করে থাকেন ৷"

তবে, ডোনাল্ড ট্রাম্পের এই মূর্তি কেবলই তাঁর ঠাট্টা বলে জানিয়েছেন 47 বছরের হং জিনশি ৷ তিনি বলেন, "আমি ক্ষমতায় থাকা ও প্রখ্যাত ব্যক্তিদের নিয়ে মজা করতে ভালোবাসি ৷" তবে, শুধুমাত্র ট্রাম্পের এমন অদ্ভুত মূর্তি তিনি বানিয়েছেন, তা নয় ৷ ট্রাম্পের সমর্থক তথা মার্কিন শিল্পপতি ইলন মাস্কেরও এমন মূর্তি তিনি বানিয়েছিলেন ৷

বেজিং, 13 জানুয়ারি: চারিত্রিক বৈশিষ্টের বিচারে ডোনাল্ড ট্রাম্প শান্ত ও সংযত স্বভাবের একেবারেই নন ৷ কিন্তু, চিনের এক ভাস্কর্য শিল্পীর হাতে ডোনাল্ড ট্রাম্পের তেমনই শান্ত ও ধ্যানরত প্রতিচ্ছবি ফুটে উঠেছে ৷ গৌতম বুদ্ধের ধ্যানের আদলে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মূর্তি তৈরি করেছেন ভাস্কর হং জিনশি ৷

পদ্মাসনে বসা, অর্ধেক বন্ধ চোখ, পরনে বৌদ্ধ সন্ন্যাসীর পোশাক ৷ ঠিক যেন গৌতম বুদ্ধ ধ্যানরত ৷ মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বিতর্কিত প্রেসিডেন্টের এমনই রূপ ফুটিয়ে তুলেছেন জিনশি ৷ এমনই ছোট-বড় নানা মাপের মূর্তি দেদার বিকোচ্ছে চিনের জিয়ামেনে ৷ হং জিনশি 999 থেকে 20,000 ইয়ানে (চিনের মুদ্রা) মূর্তিগুলি বিক্রি করছেন ৷ ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় 11 হাজার থেকে 2 লক্ষ 30 হাজার টাকা ৷

উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্পের এই আশ্চর্য মূর্তি প্রথম লোকচক্ষুর সামনে আসে 2021 সালে ৷ একটি ই-কমার্স সাইটে প্রথম সেই মূর্তি বিক্রির জন্য ছবি দেওয়া হয়েছিল ৷ আর দ্বিতীয়বার ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আগে, ফের জিনশির সেই মূর্তিগুলি আলোচনায় উঠে এসেছে ৷

কিন্তু, হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্পের মতো একজন ব্যক্তির এমন রূপ কেন ? সংবাদসংস্থা এএফপিকে হং জিনশি জানিয়েছেন, "যেদিন ট্রাম্প নির্বাচনে জিতলেন, সেদিন থেকে তাঁকে নিয়ে লোকজনের মধ্যে প্রচুর আগ্রহ দেখা যাচ্ছে ৷ সাধারণত রাজনৈতিক ব্যক্তিত্বরা রসকষবিহীন হন ৷ কিন্তু, ট্রাম্প এমন একজন ব্যক্তি, যিনি সবসময় সোশাল মিডিয়ায় চর্চায় থাকেন ৷ আর নানান ধরনের ইন্টারেস্টিং জিনিসপত্র করে থাকেন ৷"

তবে, ডোনাল্ড ট্রাম্পের এই মূর্তি কেবলই তাঁর ঠাট্টা বলে জানিয়েছেন 47 বছরের হং জিনশি ৷ তিনি বলেন, "আমি ক্ষমতায় থাকা ও প্রখ্যাত ব্যক্তিদের নিয়ে মজা করতে ভালোবাসি ৷" তবে, শুধুমাত্র ট্রাম্পের এমন অদ্ভুত মূর্তি তিনি বানিয়েছেন, তা নয় ৷ ট্রাম্পের সমর্থক তথা মার্কিন শিল্পপতি ইলন মাস্কেরও এমন মূর্তি তিনি বানিয়েছিলেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.